পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮: ৩। পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিলো?
একজন দোকান ৫০ কেজির ১ বস্তা চাল ১,৬০০ টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রয় করেন, তার ক্ষতি/লাভের হার কত?
কোন আসল মুনাফায় ৩ বছরে মুনাফা–আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির কার্পেট দিয়ে মোড়াতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।