একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির কার্পেট দিয়ে মোড়াতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে কি বলে?
৩ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮: ৩। পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিলো?
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪৮১ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?