ঐক্যতান
ঐক্যতান = ঐকতান
সমিচিন
সমিচিন = সমীচীন ।
মুমূর্ষ
মুমূর্ষ = মুমূর্ষু
অর্বাচীন
অর্বাচীন = প্রাচীন ।
যা সহজে জানা যায় না
যা সহজে জানা যায় না = দুৰ্জ্জেয়।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
পত্মীর সাথে বর্তমান
পত্নীর সাথে বর্তমান = সপত্নীক
নষ্ট হওয়া স্বভাব যার
নষ্ট হওয়া স্বভাব যার = নশ্বর।
ইন্দ্রিয়কে জয় করেছেন যে
ইন্দ্রিয়কে জয় করেছেন যে = জিতেন্দ্রিয় ।
কাক ভূষন্ডি
কাক ভূষণ্ডি (সম্পূর্ণ ভেজা): ঝড়জলের রাতে একেবারে কাক ভূষণ্ডি হয়ে বাড়ি ফিরল ।
এক চোখা
এক চোখা (পক্ষপাত দুষ্ট): তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে ।
কেউ কেটা
কেউ কেটা (সামান্য): সেলিম কেউ কেটা ধরনের লোক নয়, তাঁর সাথে পেরে উঠবে না ।
কূপমন্ডুক
কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান): দেশ ভ্রমণ না করলে জ্ঞান বাড়ে না, কূপণ্ডূক হয়ে থাকতে হয়।
I was _____time for class
I was on time for class.
বাক্যের অর্থঃ আমি সময় মতো ক্লাসে যেতাম ৷
He absorbed ____deep studies.
He absorbed in deep studies. বাক্যের অর্থঃ তিনি গভীর পড়ালেখায় মগ্ন ।
He is angry____me for my idleness
He is angry with me for my idleness. বাক্যের অর্থঃ আমার অলসতা নিয়ে সে আমার সাথে রাগান্বিত ।
The police aimed_____ the robber.
The Police aimed at the robber. বাক্যের অর্থঃ পুলিশ ডাকাতদের পিছু নিয়েছিল ।
one must show allegiance____one’ leader
One must show allegiance to one's leader. বাক্যের অর্থঃ নেতার প্রতি আনুগত্য থাকা উচিৎ।
Decrease
Decrease (কমানো) = Increase (বাড়ানো); Go up.
Native
Native (দেশীয়) = Foreign (বিদেশি); Alien.
Arrogant
Arrogant (উদ্ধত) = Modest (ভদ্র); Humble, Lenient
Brittle
Brittle (ভঙ্গুর; সহজে আহত হয় এমন) = Strong (শক্ত); Sturdy (বলিষ্ঠ), Tough (শক্ত)।
Obscene
Obscene (অশ্লীল) = Decent (শোভন); Virtuous; Upright.
Slow coach
Slow coach (কাজকর্মে শ্লথগতি বা নির্বোধ বা যেকোন ধ্যান-ধারণা পোষণকারী অনগ্রসর লোক): A slow coach can not prosper in life.
Blue blood
Blue Blood (আভিজাত্য): Mrs. Sharmin is proud of her blue blood.
Yellow dog
Yellow dog (ভীরু ব্যক্তি): Do not be yellow dog in the face of danger.
Fish out of water
Fish out of water ( অস্বস্তিকর বা বিব্রতকর পরিস্থিতি): When Hanjala came to the new town, he felt like a fish out of water.
Ins and outs
Ins and outs ( খুঁটিনাটি সব কিছু ): I know the ins and outs of the matter.
I belong only two smartphones ( Negative)
I belong only two smartphones. (Negative)
= I belong not more than two smartphones. বাক্যের অর্থঃ আমার দুটি স্মার্ট ফোনের বেশি নেই ।
What is not OK? (assertive)
What is not ok? (Assertive)
= Everything is okay.
বাক্যের অর্থঃ সবকিছুই ঠিক।
I know his name ( Compound)
know his name. (Compound)
= I know him and his name. বাক্যের অর্থঃ আমি তাকে চিনি এবং তার নাম জানি ।
Having the work been done. I left the place. ( complex)
Having the work been done. I left the place. (Complex)
= I left the place when I completed the work. বাক্যের অর্থঃ কাজ শেষ করে আমি স্থানটি ত্যাগ করেছিলাম ।
You must obey your teachers. (Negative)
You must obey your teachers. (Negative)
= You can not but obey your teachers. বাক্যের অর্থঃ শিক্ষকগণকে তুমি সম্মান না করে পারো না ।
ধরি, বর্তমানে পিতার বয়স x বছর
∴পুত্রের বয়স (৭০ - x) বছর
প্রশ্নমতে,
অতএব, বর্তমানে পিতার বয়স = ৪৭ বছর এবং বর্তমানে পুত্রের বয়স = ৭০ - ৪৭ = ২৩ বছর
৫ বছর পর পিতার বয়স হবে = ৪৭ + ৫ = ৫২ বছর এবং ৫ বছর পর পুত্রের বয়স হবে = ২৩ + ৫ = ২৮ বছর
∴ তাদের দুইজনের বয়সের অনুপাত = ৫২ : ২৮ = ১৩ : ৭
উত্তরঃ তাদের বয়সের অনুপাত হবে ১৩ : ৭।
ধরি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x মিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গমিটার।
প্রশ্নমতে,
[উভয়পক্ষকে দ্বারা ভাগ করে]
অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার। (উত্তর)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সারের ৭ ই মার্চের ভাষণ’ কে ইউনেস্কো কি নামে লিপিবদ্ধ করেছে?
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখ্য, অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০শে অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়?
বাংলাদেশের বাইরে ভারতের কোলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিধ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯৭১
সালে।
১৯১৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি?
১৫ আগস্ট, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অপারেশনের নাম 'জ্যাকপট'। 'জ্যাকপট' হলো পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম
SPARRSO এর পূর্ণরূপ লিখুন।
SPARRSO এর পূর্ণরূপ Space Research and Remote Sensing Organization.
বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কোন তারিখে
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু করা হয় ১৫ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে (৫ এবং ১০ পয়সা)। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৭ সালে। উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন ১৮৩৫ সালে পাস করা হয়।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) মে ২০১৮ সালে দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো ।
আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি ‘ এর লেখকের নাম কি?
শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি'। তাঁর অন্যান্য গ্রন্থ হলো: গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি।
শালবন বিহার কোন সভ্যতার নিদর্শন?
শালবন বিহার প্রাচীন সভ্যতার নিদর্শন। এটি কুমিল্লায় অবস্থিত ।
প্যারা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয়?
প্রতিবন্ধীদের জন্য ‘প্যারা অলিম্পিক' আয়োজন করা হয়। প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক ৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৬ সালে রোম, ইতালিতে অনুষ্ঠিত হয়।
ব্লু ইকোনমি কি?
ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর “The open Source from the Source.” গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে। সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি, ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ লাভ করেছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিঃমিঃ টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এবং ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপান এবং ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক এলাকা ।
কোন গ্যাসের প্রভাবে বাতাসে পিতল বিবর্ণ হয়?
বাতাসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির জন্য পিতল বিবর্ণ হয়।
বাংলাদেশে প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কি?
বাংলাদেশে প্রথম নারী এভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
১৩ অক্টোবর ২০১৬ জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবম মহাসচিব নিযুক্ত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR-এর সাবেক প্রধান ‘অ্যান্টনিও গুতেরেস’ ১ জানুয়ারি ২০১৭ তে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করেন।