"অর্ধাঙ্গিনী” প্রবন্ধটির রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
“উপস্থিত আছে যা” = বর্তমান।
“বৈরাগ্য” শব্দটির বিপরীত শব্দ আসক্ত।
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। যথা:
১) আকাঙ্ক্ষা
২) আসত্তি
৩) যোগ্যতা ।
সৈয়দ শামসুল হকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো: “একদা এক রাজ্যে”। এটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
ঘোড়া শব্দের ৩টি প্রতিশব্দ হলো:
১) অশ্ব
২) ঘোটক
৩) তুরগ ।
যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এবং, যিনি বা যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজক কর্তা বলে।
"চৌ-হদি” শব্দটি ফারসি ও আরবি ভাষার শব্দ মিলে তৈরি হয়।
"রাইচরন" চরিত্রটির স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
পদ্ধতি
পদ্ধতি = পদ + হতি।
শতেক
শতেক == শত + এক।
I am out of pocket by this transaction.
= লেনদেন করতে আমার টাকাকড়ি নেই।
“Hold water” কথাটির অর্থ পরীক্ষায় টিকে থাকা।
Bertrand Russel, a modern philosopher, was awarded noble prize for literature in 1950.
“নাচঁতে না জানলে উঠান বাঁকা”
= A bad workman quarrels with his tools.
“Once on a blue moon”
= কদাচিৎ বা কখনই না ।
Colossal অর্থ হলো প্রকাণ্ড/বিশাল। Colossal এ Synonym হলো Gigantic (বিশাল)।
Turpitude অর্থ হলো অসচ্চরিত্রতা/ লাম্পট্য। এর Antonym হলো Honesty (সততা/সচ্চরিত্রতা)
Unless you apology I shall punish you.
The boy from the village said "I would rather starve than beg.
বাক্যের অর্থ গ্রামের ছেলেটি বলল: আমি বরং অভুক্ত থাকবো কিন্তু ভিক্ষা চাইব না। ".
দেওয়া আছে, (x+3) (x-3) =
এখন,
প্রশ্নানুসারে,
উত্তর: ৫০
মনে করি, বিলটি = ক টাকা
৫০% কমতিতে বিলটি হবে = ৫০% of ক = টাকা
আবার, পরপর ৪০% এবং ১০% কমতিতে বিলটি হবে =
প্রশ্নমতে,
উত্তর: ৭৫০ টাকা।
ক্লাউড কম্পিউটিং এর সম্প্রসারণ অ্যামাজন তাদের ওয়েব সার্ভিসের মাধ্যমে ইউটিলিটি কম্পিউটিং এর ভিত্তিতে ২০০৫ সালে চালু করে।
অমরা জানি,
1 megabyte = 1024 kilobytes.
1 kilobyte = 1024 byte I mega byte = 1024 × 1024 bytes = 1048576 bytes.
WiFi
Wifi এর পূর্ণরূপ- Wireless Fidelity.
HRW
HRW এর পূর্ণরূপ- Human Rights Watch.
প্রতিবছর ১ ডিসেম্বর বিশ্ব গণহত্যা দিবস পালিত হয়।
এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর।
ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তরকে হোয়াইট হল বলা হয়।
১৭ মার্চ, ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে তার আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ কারাগারে। রোজনামচা' গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে ৩৩২ টি পৃষ্ঠা রয়েছে।
রোবট সোফিয়া হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করা হয়। রোবট সোফিয়া তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স।
বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর” এই স্লোগান অনুযায়ী তৈরিকৃত মুক্তিযুদ্ধের ভাস্কর্যটির নাম ”মুক্তিযুদ্ধ ভাস্কর্য”। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর উচ্চতা ২৩ ফুট।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান স্বরণে নির্মিত চলচ্চিত্রটির হলো "অস্তিত্বে আমার দেশ"। এটি পরিচালনা করেন খিজির হায়াত খান।
“ধন ধান্যে পুষ্পে ভরা” গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
২২ এপ্রিল ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়।
মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারণ করা হয় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর।
‘‘নিউ ইর্য়ক’’ শহরকে পূর্বে “New Ansterdom” বলা হতো।
পাঁচ স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্লান্টের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে ৮ মাত্রার ভূমিকম্পতেও প্লান্টটি নিরাপদ থাকবে। এছাড়া ৫.৭ টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতেও এটি অক্ষত থাকবে।
VSAT এর পূর্ণরূপ হলো: Very Small Aperture Terminal. এর একটি ছোট এন্টেনা থাকে যা ০.৮ থেকে ২.৪ মিটার ব্যাস। যেখানে তার যোগাযোগ নেই বা বসতি নেই বা বিস্তৃত এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম সেসব স্থানে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করার উত্তম পন্থা হলো VSAT.
ATM এর পূর্ণরূপ হলো: Automated Teller Machine, ATM এর সাহায্যে যেকোন সময়ে ব্যাংক হিসাব থেকে কার্ড ও নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের কাজ করা যায়।
Active Matrix Organic Light Emitting Diode এর সংক্ষিপ্ত রূপ হলো AMOLED. এটি বিভিন্ন স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, বিশাল পর্দার টিভি তৈরিতে ব্যবহার করা হয়।
মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরটি নক্ষত্র মণ্ডলীকে গ্যালাক্সি বলে। এটি মূলত কোটি কোটি একটি জ্যোতিস্কের দল। মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এগুলো পরস্পর হতে অনেক দূরে অবস্থিত।
কোন একটি জায়গা বা স্থানের পাদবিন্দু থেকে সেই স্থানের শীর্ষবিন্দুর ব্যবধান নির্ণয় করে সেই জায়গা বা সেই স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। আবার গাণিতিকভাবে জ্যামিতির সূত্র ব্যবহার করেও কোন জায়গার উচ্চতা নির্ণয় করা হয়।
কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। এটি এক প্রকার এক্স-রে। তবে পার্থক্য হচ্ছে এক্স- এর মত একটি ছবি নেয়া হয় না। এক্স-রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেয়া হয়। অনেকটা শরীর টুকরো করে বহুচ্ছেদের ছবি নেয়ার মত। পরবর্তীতে ছবিগুলো কম্পিউটারে প্রক্রিয়াকরণের মাধ্যমে একর করা হয়।
সর্বজন দাতা রক্তের গ্রুপ হালা O গ্রুপের রক্ত। তবে O (Negative)- কে সর্বজন দাতা রক্ত বলা হয়।
ফসফরাস খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে।
পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত = ২ : ১ (পানির সংকেত = H2O)।
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে আকাশ মেঘে ঢাকা থাকলে গরম বেশি লাগে ।
বস্তুর ঘনত্ব ও পানির ঘনত্ব সমান বলে কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হবে ঠিক সেখানেই স্থির অবস্থায় থাকে।