কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি হতে 15টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। বাকি প্রশ্নগুলির 1/3 অংশের সঠিক উত্তর দিতে পারে। এভাবে 50% সঠিক উত্তর দিয়ে থাকে তবে n এর মান কত?
৫৪ কে রোমান সংখ্যায় লিখুন।
75 কে এরূপ দুই অংশে ভাগ করুন যেন বৃহত্তর অংশের এক তৃতীয়াংশ 30 অপেক্ষা যত কম ক্ষুদ্রতর অংশের চাঁর গুণ 50 অপেক্ষা তত বেশি।
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি কোণকে আর একটির কি বলা হয়?
চারটি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৬, ৯, ১২, এবং ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। ন্যূনতম কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?