স্বাধীনতা
স্ব + অধীনতা = স্বাধীনতা
তথৈবচ
তথা + এবচ (তথা + এবচ = তথৈবচ)
সুবন্ত
সুপ্ + অন্ত (সুপ্ + অন্ত = সুবন্ত )
গবেষণা
গো + এষণা = গবেষণা
বন্ধোপাধ্যায়
বন্ধোপাধ্যায় = বন্দোপাধ্যায়
সায়ত্তশাষণ
সায়ত্তশাষণ = স্বায়ত্তশাসন
দারিদ্র্যতা
দারিদ্র্যতা = দরিদ্রতা
মন্ত্রীপরিষদ
মন্ত্রীপরিষদ = মন্ত্রিপরিষদ
আমরা দেশের উন্নয়ন চাই
আমরা দেশের উন্নয়ন চাই = কর্মে শূন্য বিভক্তি
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি।
ছাদ দিয়ে পানি পড়ে
ছাদ দিয়ে পানি পড়ে = অপাদানে তৃতীয়া বিভক্তি
চাবি
'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি।
চাকর
তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা।
সমঝোতা
সমঝোতা হিন্দি শব্দ
উষ্ম ব্যঞ্জন ধ্বনি কিকি?
যে ধ্বনি উচ্চারণকালে নিঃশ্বাসের প্রাধান্য থাকে তাদের উষ্ম বর্ণ বলে। উষ্ম বর্ণগুলো হলঃ শ-ষ-স-হ।
'পয়লা' কোন সংখ্যাবাচক শব্দ?
'পয়লা' তারিখবাচক শব্দ
আদিত্য এর সমার্থক শব্দ লিখুন।
আদিত্য = সূর্য
চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই টানেলের উদ্বোধনের ফলে চট্টগ্রাম মহানগরীকে দুই ভাগে বিভক্তকারী কর্ণফুলী নদীর দুই তীর একত্রিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম শহরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে।
এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহরের যানজট ও পরিবেশ দূষণের সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, টানেলটি চট্টগ্রাম বন্দর ও প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যোগাযোগ সহজতর করবে। ফলে চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।টানেলটি দিয়ে যানবাহন ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী অর্জন। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Expel
Expel = Admit
Intricate
Intricate = Simple
Full
Full = Empty
Ingenious
Ingenious = Fool
Somber
Somber = Dark
Incredible
Incredible = Impossible
Quarrel
Quarrel = dispute
An arm and a leg
“AN ARM AND A LEG” MEANS A LOT OF MONEY
Crocodile tears
Crocodile tears = মায়া কান্না
Break out
Break out = ছড়িয়ে পড়া।
I agree with your proposal
I agree with your proposal
= I agree to your proposal
Be happy for what you have
Be happy for what you have
= Be happy with what you have.
This is an book
This is a book
বেলাল কবিতা আবৃত্তি করছে।
বেলাল কবিতা আবৃত্তি করছে।
= Belal is reciting poetry.
বাংলাদেশ উৎসবের দেশ।
বাংলাদেশ উৎসবের দেশ।
= Bangladesh is country of festivals.
সে কি স্কুলে যাচ্ছে না?
সে কি স্কুলে যাচ্ছে না?
= Doesn't he go to school?
Add a question
Horse
Horse = Mare
Peacock
Peacock = Peahen
Nephew
Nephew = Niece
এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হবে ১ + ২ + ৩ + ... + ১০। এর শর্টকাট নিয়ম হলো n * ( n + 1 ) / 2, যেখানে n হলো সংখ্যার সর্বোচ্চ মান, এখানে হচ্ছে ১০।
সুতরাং তাদের যোগফল হবে (10 * (10 + 1)) / 2 = 55।
54 এর রোমান সংখ্যা হল : LIV (50) + IV (4) = LIV।
- L (50) - পঞ্চাশ
- IV (4) - চার
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে
দেওয়া আছে, দৈর্ঘ্য=100 ফুট, প্রস্থ=50 ফুট
সুতরাং, ক্ষেত্রফল= (100*50)= 5000 বগৃফুট
দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ= 7 ফুট
সুতরাং, বৃত্তের ক্ষেত্রফল= πr^2
=3.1416 * (7^2)
=3.1416 * 49
=153.9384
সুতরাং, অবশিষ্ট জমি= (5000-153.9384)
= 4846 বর্গফুট
x³ + (8/x³)
= x³ + (2/x)³
= {x + (2/x)}³ - 3.x.(2/x)×{x + (2/x)}
= 3³ - 6.3
= 27 - 18
= 9
(7/10)×100
= 70%
রফিক ১ দিনে করে ১/১০ অংশ
শফিক ১ " " ১/১৫ অংশ
দুজনে ১ দিনে করে = (১/১০ + ১/১৫) অংশ
= (৩ + ২/৩০) অংশ
= (৫/৩০) অংশ
= ১/৬ অংশ
১/৬ অংশ করবে ১ দিনে
১ " " = ১×৬/১ দিনে
= ৬ দিনে
Wi-Fi= Wireless Fidelity
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।
দেশের প্রথম ১৪ লেনের সড়ক। নাম 'শেখ হাসিনা সরণি'।
ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত বিশ্বের আটটি শীর্ষস্থানীয় পুরুষদের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এর একটি ক্রিকেট টুর্নামেন্ট। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের সদস্য ৬ জন ছিলেন । ১৭ এপ্রিল শশপথ গ্রহণ করে
জাতীয় শেখ রাসেল দিবস : ১৮ অক্টোবর
শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী (2023)।
ভিয়েতনামের মুদ্রার নাম ' ডং'।
বেশিরভাগ দেশেই ভোটদান ঐচ্ছিক, তবে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে এটি বাধ্যতামূলক।
আধুনিক অর্থনীতির জনক পল অ্যান্থনি স্যামুয়েলসন
বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়।
ওআইসি এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
বাংলাদেশ সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, সুপ্রিমকোর্ট একটি কোর্ট অব রেকর্ড হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান অথবা দন্ডাদেশ প্রদানের ক্ষমতা সহ আইন সাপেক্ষে এজাতীয় আদালতের ক্ষমতার অধিকারী হবেন।
লেবুতে সাইট্রিক এসিড আছে।