গণপূর্ত অধিদপ্তর || অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক / হিসাব সহকারী / কার্যসহকারী (23-12-2023) || 2023

All

সন্ধি বিচ্ছেদ করুন-
1.

স্বাধীনতা

Created: 3 months ago | Updated: 1 day ago

স্ব + অধীনতা = স্বাধীনতা 

সন্ধি বিচ্ছেদ করুন-
2.

তথৈবচ

Created: 3 months ago | Updated: 1 day ago

তথা + এবচ (তথা + এবচ = তথৈবচ)

সন্ধি বিচ্ছেদ করুন-
3.

সুবন্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

সুপ্ + অন্ত (সুপ্ + অন্ত = সুবন্ত )

সন্ধি বিচ্ছেদ করুন-
4.

গবেষণা

Created: 3 months ago | Updated: 1 day ago

গো + এষণা = গবেষণা

বানান শুদ্ধি করুন -
5.

বন্ধোপাধ্যায়

Created: 3 months ago | Updated: 1 day ago

বন্ধোপাধ্যায় = বন্দোপাধ্যায়

বানান শুদ্ধি করুন -
6.

সায়ত্তশাষণ

Created: 3 months ago | Updated: 1 day ago

সায়ত্তশাষণ = স্বায়ত্তশাসন

বানান শুদ্ধি করুন -
7.

দারিদ্র্যতা

Created: 3 months ago | Updated: 1 day ago

দারিদ্র্যতা =  দরিদ্রতা

বানান শুদ্ধি করুন -
8.

মন্ত্রীপরিষদ

Created: 3 months ago | Updated: 1 day ago

মন্ত্রীপরিষদ = মন্ত্রিপরিষদ

কারক ও বিভক্তি নির্ণয় করুন-
9.

আমরা দেশের উন্নয়ন চাই

Created: 3 months ago | Updated: 1 day ago

আমরা দেশের উন্নয়ন চাই = কর্মে শূন্য বিভক্তি

কারক ও বিভক্তি নির্ণয় করুন-
10.

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে

Created: 3 months ago | Updated: 1 day ago

ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন-
11.

ছাদ দিয়ে পানি পড়ে

Created: 3 months ago | Updated: 1 day ago

ছাদ দিয়ে পানি পড়ে = অপাদানে তৃতীয়া বিভক্তি

শব্দগুলো কোন ভাষা হতে এসেছে
12.

চাবি

Created: 3 months ago | Updated: 1 day ago

'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি।

শব্দগুলো কোন ভাষা হতে এসেছে
13.

চাকর

Created: 3 months ago | Updated: 1 day ago

তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা।

শব্দগুলো কোন ভাষা হতে এসেছে
14.

সমঝোতা

Created: 3 months ago | Updated: 1 day ago

সমঝোতা হিন্দি শব্দ

Created: 3 months ago | Updated: 2 days ago

যে ধ্বনি উচ্চারণকালে নিঃশ্বাসের প্রাধান্য থাকে তাদের উষ্ম বর্ণ বলে। উষ্ম বর্ণগুলো হলঃ শ-ষ-স-হ।

Created: 3 months ago | Updated: 1 day ago

'পয়লা' তারিখবাচক শব্দ

Created: 3 months ago | Updated: 1 day ago

আদিত্য = সূর্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যোগাযোগের নতুন অধ্যায়

 

চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই টানেলের উদ্বোধনের ফলে চট্টগ্রাম মহানগরীকে দুই ভাগে বিভক্তকারী কর্ণফুলী নদীর দুই তীর একত্রিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম শহরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে।

এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহরের যানজট ও পরিবেশ দূষণের সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, টানেলটি চট্টগ্রাম বন্দর ও প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যোগাযোগ সহজতর করবে। ফলে চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।টানেলটি দিয়ে যানবাহন ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী অর্জন। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Sub Categories