একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ১০০ ফুট, প্রন্থ ৫০ ফুট। ঐ মাঠের মাঝখানে একটি বৃত্তাকার পুকুর খনন করা হলো যার ব্যাসার্ধ ৭ ফুট। পুকুরটি কাটার পরে। ঐ মাঠে কতটুকু জমি অবশিষ্ট থাকবে? (সূত্র π=২২৭ )
একটি চাকা ১.৭৫ কিঃমিঃ পথ যেতে ৪০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত মিটার?
একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করুন ।
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
১০ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তাহলে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?