সমাজসেবা অধিদপ্তর || অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) (18-12-2020) || 2020

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

যথেষ্ট

Created: 8 months ago | Updated: 3 weeks ago

যথেষ্ট = যথা + ইষ্ট।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

দিগন্ত

Created: 8 months ago | Updated: 3 weeks ago

দিগন্ত = দিক্ + অন্ত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

সংযম

Created: 8 months ago | Updated: 2 weeks ago

সংযম = সম্+ জম ।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

পরিষ্কার

Created: 8 months ago | Updated: 1 month ago

পরিষ্কার = পরিঃ + কার 

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

নাবিক

Created: 8 months ago | Updated: 6 days ago

নাবিক = নৌ + ইক ।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

যা দমন করা যায় না

Created: 8 months ago | Updated: 2 weeks ago

যা দমন করা যায় না = অদম্য । 

এক কথায় প্রকাশ করুনঃ
7.

যার কোনো উপায় নেই

Created: 8 months ago | Updated: 2 weeks ago

যার কোনো উপায় নেই = নিরুপায়। 

এক কথায় প্রকাশ করুনঃ
8.

যা কষ্টে লাভ করা যায়

Created: 8 months ago | Updated: 3 weeks ago

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

এক কথায় প্রকাশ করুনঃ
9.

যে মেয়ের বিয়ে হয়নি

Created: 8 months ago | Updated: 3 weeks ago

যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া । 

এক কথায় প্রকাশ করুনঃ
10.

যা খুব শীতল বা উষ্ণ নয়

Created: 8 months ago | Updated: 3 weeks ago

যা খুব শীতল বা উষ্ণ নয় = নাতিশীতোষ্ণ।

বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন:
11.

অকুল পাথার

Created: 8 months ago | Updated: 1 month ago

অকুল পাথার (সীমাহীন দুর্ভোগ): অল্প বয়সে মেরিনার স্বামী মারা যাওয়াতে সে এখন অকুল পাথারে পড়েছে।

বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন:
12.

কই মাছের প্রাণ

Created: 8 months ago | Updated: 3 weeks ago

কই মাছের প্রাণ (বড়ই শক্ত): চোরটিকে এত মারার পরও ওর মুখ থেকে কোন কথা বের হলনা, এ যেন কই মাছের প্রাণ ।

বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন:
13.

গোঁফ খেজুরে

Created: 8 months ago | Updated: 3 weeks ago

গোঁফ খেজুরে (অত্যন্ত কুঁড়ে): তোমার মতো গোঁফ খেজুরে লোকের সঙ্গে একযোগে ব্যবসা করতে আমি রাজি নই।

বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন:
14.

ব্যাঙের সর্দি

Created: 8 months ago | Updated: 1 month ago

ব্যাঙের সর্দি (অসম্ভব ব্যাপার): বাপ্পি টাকা দান করেছেন এ ব্যাঙের সর্দি ছাড়া আর কী?

বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন:
15.

মণিকাঞ্চন যোগ

Created: 8 months ago | Updated: 3 weeks ago

মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): যেমন পাত্র তেমনি পাত্রী একেবারে মণিকাঞ্চন যোগ ।

Created: 8 months ago | Updated: 1 month ago

আমাকে সেখানে যেতেই হবে। 

= I must go there.

Created: 8 months ago | Updated: 1 month ago

আকাশ মেঘাচ্ছন্ন। 

= The sky is cloudy.

Created: 8 months ago | Updated: 4 days ago

বালিকাটি নাচতে নাচতে আসছে। 

= The girl is coming in dancing.

Created: 8 months ago | Updated: 2 weeks ago

লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে। 

= The man has been suffering from fever since three days.

Created: 8 months ago | Updated: 3 weeks ago

রহিম একজন সফল কৃষক । 

= Rahim is a successful farmer.

Fill in the blanks
21.

___sky is blue

Created: 8 months ago | Updated: 3 weeks ago

The sky is blue. বাক্যের অর্থঃ আকাশ নীল ।

Created: 8 months ago | Updated: 1 day ago

I eat an apple every day. বাক্যের অর্থঃ প্রতিদিন আমি একটি করে আপেল খাই ।

Created: 8 months ago | Updated: 4 weeks ago

We should abide by the rules.  বাক্যের অর্থঃ আমাদের নিয়মকানুন মেনে চলা উচিৎ ।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

He is zealous for freedom.  বাক্যের অর্থঃ সে স্বাধীনতায় বিশ্বাসী/ আগ্রহী।

Created: 8 months ago | Updated: 1 week ago

He is weak in Mathematics. বাক্যের অর্থঃ সে অঙ্কে দুর্বল।

Fill in the blanks
26.

He is ____one eyed man

Created: 8 months ago | Updated: 3 weeks ago

He is a one-eyed man.  বাক্যের অর্থঃ সে একজন কানা (একচোখা) লোক ৷

Make sentences with the following ( With meaning)
27.

Blue blood

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Blue blood (আভিজাত্য): He has blue blood in his attitude.

Make sentences with the following ( With meaning)
28.

All day long

Created: 8 months ago | Updated: 3 weeks ago

All day long (সারা দিন ব্যাপী): The drama will be forecast all day long.

১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা

∴ বিক্রয়মূল্য ১১ টাকা হলে, ক্রয়মূল্য =  × = ১০ টাকা

Created: 8 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, x+y =4

প্রশ্নমতে, x3+y3+12xy

= x3+y3-3xy x+y+12xy = 43 -3xy4 + 12xy =64-12xy+12xy =64 (Answer)

Created: 8 months ago | Updated: 1 day ago

সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।

Created: 8 months ago | Updated: 23 hours ago

দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে, তাদের পূরক কোণ বলে ।

চারগুণ বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে ।

এক কথায় উত্তর দিন:
34.

০.৫ এর শতকরা ২০ কত?

Created: 8 months ago | Updated: 16 hours ago

০.৫ এর ২০% = . ×  = . × . = .

এক কথায় উত্তর দিন:
35.

এক সরলকোণের পরিমাণ কত?

Created: 8 months ago | Updated: 12 hours ago

এক সরলকোণের পরিমাণ  ১৮০°

‘উইজার্ড অব দি ড্রিবল' খ্যাত দিয়োগো ম্যারাডোনা ২৫ নভেম্বর, ২০২০ সালে (তিগ্রে, বুয়েনস্ আয়ার্স) মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ম্যারাডোনার অন্যান্য পুরস্কার ও বিশ্ব খেতাবঃ ১৯৮৬ সালের বিশ্বকাপে ‘গোল্ডেন বল' লাভ করে; ১৯৯০ সালের বিশ্বকাপে ‘ব্রোঞ্জ বল' লাভ করে; ২০০০ সালে ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড় খেতাব লাভ; প্রচলিত উপাধিঃ  ‘ফুটবলের ঈশ্বর', ‘ফুটবলের রাজপুত্র'; ইতালির ক্লাব ‘নেপোলি’র' সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পুরস্কার অর্জন করেন।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন
37.

বাংলাদেশের প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?

Created: 8 months ago | Updated: 2 weeks ago

১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত হয়।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন
38.

বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?

Created: 8 months ago | Updated: 1 week ago

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়।)

Created: 8 months ago | Updated: 1 month ago

করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরে ৩১ ডিসেম্বরে, ২০১৯ সালে সনাক্ত হয়। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রথম সন্ধান পাওয়া যায় থাইল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ, ২০২০ করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণিকে বোঝায় যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে ৷

Created: 8 months ago | Updated: 1 week ago

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে । উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।

Related Sub Categories