যথেষ্ট
যথেষ্ট = যথা + ইষ্ট।
দিগন্ত
দিগন্ত = দিক্ + অন্ত ।
সংযম
সংযম = সম্+ জম ।
পরিষ্কার
পরিষ্কার = পরিঃ + কার
নাবিক
নাবিক = নৌ + ইক ।
যা দমন করা যায় না
যা দমন করা যায় না = অদম্য ।
যার কোনো উপায় নেই
যার কোনো উপায় নেই = নিরুপায়।
যা কষ্টে লাভ করা যায়
যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।
যে মেয়ের বিয়ে হয়নি
যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া ।
যা খুব শীতল বা উষ্ণ নয়
যা খুব শীতল বা উষ্ণ নয় = নাতিশীতোষ্ণ।
অকুল পাথার
অকুল পাথার (সীমাহীন দুর্ভোগ): অল্প বয়সে মেরিনার স্বামী মারা যাওয়াতে সে এখন অকুল পাথারে পড়েছে।
কই মাছের প্রাণ
কই মাছের প্রাণ (বড়ই শক্ত): চোরটিকে এত মারার পরও ওর মুখ থেকে কোন কথা বের হলনা, এ যেন কই মাছের প্রাণ ।
গোঁফ খেজুরে
গোঁফ খেজুরে (অত্যন্ত কুঁড়ে): তোমার মতো গোঁফ খেজুরে লোকের সঙ্গে একযোগে ব্যবসা করতে আমি রাজি নই।
ব্যাঙের সর্দি
ব্যাঙের সর্দি (অসম্ভব ব্যাপার): বাপ্পি টাকা দান করেছেন এ ব্যাঙের সর্দি ছাড়া আর কী?
মণিকাঞ্চন যোগ
মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): যেমন পাত্র তেমনি পাত্রী একেবারে মণিকাঞ্চন যোগ ।