সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ১০০ ফুট, প্রন্থ ৫০ ফুট। ঐ মাঠের মাঝখানে একটি বৃত্তাকার পুকুর খনন করা হলো যার ব্যাসার্ধ ৭ ফুট। পুকুরটি কাটার পরে। ঐ মাঠে কতটুকু জমি অবশিষ্ট থাকবে? (সূত্র π=২২৭ )
একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দন্ডায়মান অংশের সাথে ৪৫° কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ১৫ মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছের দৈর্ঘ্য নির্ণয় করুন।
সমাধান করুন: x+1y=32 এবং y+1x=3
x + 2x=3 হলে x3 + 8x3=?
প্রমাণ করুন যে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান।