ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স || স্টেশন অফিসার ও স্টাফ অফিসার (24-05-2016) || 2016

All

সকল বিষয়

                                                                                ‘‘ভূমিকম্পের ঝঁকিতে বাংলাদেশ –প্রস্তুতি ও করণীয়‘‘

ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প (Earthquake) বলে । বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের দুই দিকের ভূ- গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। একটা হচ্ছে উত্তরপূর্ব কোণে সিলেট অঞ্চলে ডাউকি ফল্টে, আরেকটা হচ্ছে পূর্বে চিটাগাং ত্রিপুরা বেল্টে পাহাড়ি অঞ্চলে। বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের খুব কাছে ডাউকি ফন্ট এবং ইউরেশিয়া- ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলের অবস্থান হওয়ায় এ অঞ্চল ভূমিকম্পের জন্য খুব ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের তীব্রতা বা ক্ষয়ক্ষতি বৃদ্ধির ক্ষেত্রে দালানকোঠার নির্মাণ, গঠন, উপাদান, উচ্চতা ইত্যাদির ভূমিকা রয়েছে। অনেক সময় ভূকম্পনের দোলনের ফলে বাড়ি ভেঙ্গে পড়তে পারে। ভূমিকম্পের সাবধানতা অবলম্বনে ভূমিকম্পের আগে, ভূমিকম্পকালে এবং ভূমিকম্পের পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং করণীয় পালন করতে হয়।  

১) বাড়ি বা কর্মক্ষেত্রের ভেতরে ও বাইরে নিরাপদ স্থানগুলো চিহ্নিত করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে আশপাশে কোন ফার্নিচার বা মেশিনপত্র গায়ে পড়ার মত জিনিস না থাকে। 

২) অন্ধকারে দেখার জন্য হাতের কাছে টর্চ রাখতে হবে। 

৩) গ্যাস ও বিদ্যুৎচালিত যন্ত্রপাতি নিরাপদে রাখতে হবে এবং এগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে যাতে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগে কোন প্রকার ত্রুটি না থাকে। 

৪) দেয়ালের ঝুলানো আয়না, ছবি ও সামগ্রি বিছানা থেকে দূরে রাখতে হবে। 

৫) গ্যাস, বিদ্যুৎ যাবতীয় সংযোগ এর চাবি কিভাবে বন্ধ করতে হবে তার প্রশিক্ষণ নিয়ে লক্ষ্য রাখতে হবে। 

৬) প্রাথমিক চিকিৎসার সামগ্রি হাতের নিকটে প্রস্তুত রাখতে হবে । 

৭) ভূমিকম্প হওয়ার সময় ড্রপ, কাভার ও হোল্ড অন পদ্ধতিতে মেঝেতে বসে পড়তে হবে এবং মজবুত আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে এবং হেলমেট পরে বা হাত দিয়ে মাথাকে আঘাত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। 

৮) বহুতলা ভবনের ওপরের দিকে অবস্থান করলে ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি না করে ভূমিকম্প থামা পর্যন্ত ঘরের ভেতরে থাকাই ভালো এবং ভূকম্প থেমে গেলে সিঁড়ি দিয়ে ধিরে নামতে হবে। কোন ভাবেই লিফট ব্যবহার করা যাবে না। 

৯) ভূমিকম্পের সময় বাইরে থাকলে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে এবং বহুতল ভবন, পাহাড়-পর্বত থেকে দূরে অবস্থান। করতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্রিজ এবং ফ্লাইওভারে যাতে না থামা হয়। 

১০) ভূমিকম্পের পরে নিজে আহত কিনা তা পরীক্ষা করতে হবে এবং অপরকে সাহায্য করতে হবে। গ্যাস এর গন্ধ বের হলে চেষ্টা করতে হবে জানালা দিয়ে অথবা সুরক্ষিত পথ দিয়ে তারাতাড়ি বের হয়ে যেতে এবং বিদ্যুৎ স্পার্কিত হলে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে হাতমোজা, জুতা, ফুলশার্ট এবং পর্যাপ্ত সরঞ্জামাদিসহ নামতে হবে যাতে কোন প্রকার আঘাত না লাগে এবং শরীরে যাতে আগুন না লাগে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। 

১১) ভূমিকম্পের পরে কোন ভাবেই আগুন জ্বালানো যাবে না। বেশি বিপদে থাকলে বের হতে না পারলে উদ্ধারের অপেক্ষায় থাকুন এবং বাঁচার আশা ত্যাগ করা যাবে না। ১২) ভূমিকম্প হলে যাবতীয় করণীয় প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে এবং পর্যাপ্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার মানসিকতা থাকতে হবে। 

১৩) ফায়ার সার্ভিসের ফোন নম্বর এবং বিভিন্ন সংগঠনের যাবতীয় যোগাযোগের ব্যবস্থা এবং ফোন নাম্বার রাখতে হবে।

শুদ্ধ বানান লিখুন:
2.

বিপনী

Created: 3 months ago | Updated: 2 days ago

বিপনী = বিপণী

শুদ্ধ বানান লিখুন:
3.

ভিষন

Created: 3 months ago | Updated: 2 days ago

ভিষন = ভীষণ 

শুদ্ধ বানান লিখুন:
4.

মাষ্টার

Created: 3 months ago | Updated: 3 days ago

মাষ্টার = মাস্টার 

শুদ্ধ বানান লিখুন:
5.

মুমুর্ষু

Created: 3 months ago | Updated: 2 days ago

মুমুর্ষু = মুমূর্ষু

শুদ্ধ বানান লিখুন:
6.

প্রতিস্ঠান

Created: 3 months ago | Updated: 2 days ago

প্রতিস্ঠান = প্রতিষ্ঠান

শুদ্ধ বানান লিখুন:
7.

ইতস্ততঃ

Created: 3 months ago | Updated: 4 days ago

ইতস্ততঃ = ইতঃস্তত

শুদ্ধ বানান লিখুন:
8.

অদিতী

Created: 3 months ago | Updated: 4 days ago

অদিতী = অদিতি

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
9.

মধুমাখা

Created: 3 months ago | Updated: 2 days ago

মধুমাখাঃ মধু দ্বারা মাখা (৩য়া তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
10.

শতাব্দী

Created: 3 months ago | Updated: 2 days ago

শতাব্দীঃ শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
11.

মৃগশিশু

Created: 3 months ago | Updated: 18 hours ago

মৃগশিশুঃ মৃগের শিশু (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
12.

লোকমুখে খবর পেলাম।

Created: 3 months ago | Updated: 2 days ago

লোকমুখে খবর পেলাম। = অপদানে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
13.

তিলে তৈল আছে।

Created: 3 months ago | Updated: 2 days ago

তিলে তৈল আছে = অধিকরণে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

আমার সোনার ধানে গিয়েছে ভরে।

Created: 3 months ago | Updated: 4 days ago

আমার সোনার ধানে গিয়েছে ভরে = কর্মে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

তর্কে বিরত হও।

Created: 3 months ago | Updated: 4 days ago

তর্কে বিরত হও। = অপাদানে ৭মী।

জাপানিদের আয়ু বৃদ্ধির হার দশকের মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা থেমে গেছে। এটা ২০১০ এবং ২০১১ সালে কিছুটা বৃদ্ধি এবং ২০১২ এবং ২০১৩ সালে তা সমতা হয়েছে। সাম্প্রতিক গবেষণায় কম শিক্ষিত জাপানিদের মাঝে মৃত্যুর হার বিস্ময়কর বৃদ্ধি তা নথিভূক্ত করা হয়েছে।

Created: 3 months ago | Updated: 4 days ago

                                                                                                                "Green House Effect"

A greenhouse is a house made of glass. It has glass walls and a glass roof. People grow vegetables and flowers and other plants in them. A greenhouse stays warm inside, even during winter. During the daylight hours, a greenhouse gets warmer and warmer and stays pretty warm at night too. This is because the heat received from the sun is trapped inside the greenhouse by the glass. The Earth is also like a greenhouse. The greenhouse effect is a natural process that warms Earth's surface. When the Sun's energy reaches the Earth's atmosphere, some of it is reflected back to space and the rest is absorbed and re-radiated by greenhouse gases. Greenhouse gases include water vapour, carbon dioxide, methane, nitrous oxide, ozone and some artificial chemicals such as chlorofluorocarbons (CFCs). The absorbed energy warms the atmosphere and the surface of the Earth. As a result, the Earth gets hotter. As a result of global warming, the ice on the Earth's surface of the is melting fast due to extreme heat. Oceans and seas are warming too. All the ice that melts will fill up the oceans and seas and they will overflow on land. Thus a huge area of land will go under water. Some of the best land for growing food is also the most low-lying. That means it will be flooded first. Even some big cities like London, Kolkata and Bangkok will get flooded. That mean thousands of people will lose their houses and land and they will go hungry. Moreover, as the earth's climate warms up, the weather gets more violent. Storms and cyclones will become mere powerful. More areas will get drier and turn into deserts.There will be heavier rains too. So there will be more floods and river erosion.

Make sentences with meaning:
18.

Beggar description

Created: 3 months ago | Updated: 4 days ago

Beggar description (অবর্ণনীয় হওয়া): His miseries are beggar description.

Make sentences with meaning:
19.

A bolt from the blue

Created: 3 months ago | Updated: 2 days ago

A bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত: The news of the teen-ager Shawon seemed to be a bol from the blue.

Make sentences with meaning:
20.

Tooth and nail

Created: 3 months ago | Updated: 4 days ago

Tooth and nail (প্রাণপনে চেষ্টা করা) He tried tooth and nail for the position.

Created: 3 months ago | Updated: 4 days ago

No other metal is as useful as iron.

Created: 3 months ago | Updated: 2 days ago

One Should keep promises

Created: 3 months ago | Updated: 2 days ago

Finishing exercise he put away his book.

মনে করি, 

১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ২ক বছর 

এবং ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৭ক বছর

বর্তমানে পুত্রের বয়স = ২ক +১০ বছর

বর্তমানে পিতার বয়স = ৭ক + ১০ বছর

প্রশ্নমতে,

৭ক +১০ +২ক +১০ = ৭৪

৯ক + ২০ = ৭৪

৯ক = ৭৪-২০

৯ক = ৫৪

 ক = = ৬ বছর

পুত্রের বর্তমান বয়স = ২ক +১০ = ২×৬ + ১০=২২ বছর

পিতার বর্তমান বয়স = ৭ক +১০ = ৭×৬ +১০ = ৫২ বছর

 ১০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে = (৫২+১০) : (২২+১০)= ৬২: ৩২= ৩১ : ১৬

উত্তর: ৩১ :১৬।

৫ জন বালক = ৩ জন পুরুষ

 ১ জন বালক = জন পুরুষ

 ১০ জন বালক = ×= ৬ জন পুরুষ

 মোট পুরুষ = ৬+৪ = ১০ জন

৩ জন পুরুষ কাজ করে = ২০ দিনে

১ জন পুরষ কাজ করে = (২০×৩) দিনে

 ১০ জন পুরুষ কাজ করে = ×= ৬ দিনে।

উত্তর: ৬ দিনে।

Created: 3 months ago | Updated: 3 days ago

বুদ্ধিজীবি স্মৃতিসৌধ, মিরপুর এর স্থপতি মোস্তফা আলি কুদ্দুস।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায়, ১৯০৫ সালে প্রকাশিত হয়।

আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে বাগেরহাট জেলায়।

ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ। ২৫ ফাল্গুন ১২৬৭ (৭মার্চ, ১৮৬১) সালে প্রকাশিত হয়।

সংক্ষিপ্ত উত্তর দিন:
34.

WiMax এবং BSTI এর পূর্ণরূপ কি?

Created: 3 months ago | Updated: 21 hours ago

WIMAX - Worldwide Interoperability for Microwave Access.

BSTI - Bangladesh Standards and Testing Institution.

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয় ১৯৭২ সালে।

Created: 3 months ago | Updated: 1 day ago

‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজৈবনিক রচনা।

Created: 3 months ago | Updated: 7 hours ago

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন।

বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থার নাম BD News 24।

Created: 3 months ago | Updated: 2 days ago

ফরাসী বিপ্লবের শ্লোগান ছিল → স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

Created: 3 months ago | Updated: 2 days ago

ডিএনএ-র গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ফ্রানসিসক্রীক।

Created: 3 months ago | Updated: 2 days ago

বিশ্বে সর্বাধিক বিদেশি ভাষার দেশ → যুক্তরাষ্ট্র (২০৬)।

সংক্ষিপ্ত উত্তর দিন:
42.

VIRUS এর পূর্ণরূপ কি? 

Created: 3 months ago | Updated: 2 days ago

VIRUS এর পূর্ণরূপ = Vital Information Resources Under Seize.


বিশ্ববিখ্যাত রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তজার্তিক সংবাদ সংস্থা। প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার্স।

Created: 3 months ago | Updated: 2 days ago

১৯৭২, কেনিয়ার নাইরোবি। (UNEP = United Nations Environment Programme).

Related Sub Categories