স্বাধীনতা
স্ব + অধীনতা = স্বাধীনতা
তথৈবচ
তথা + এবচ (তথা + এবচ = তথৈবচ)
সুবন্ত
সুপ্ + অন্ত (সুপ্ + অন্ত = সুবন্ত )
গবেষণা
গো + এষণা = গবেষণা
বন্ধোপাধ্যায়
বন্ধোপাধ্যায় = বন্দোপাধ্যায়
সায়ত্তশাষণ
সায়ত্তশাষণ = স্বায়ত্তশাসন
দারিদ্র্যতা
দারিদ্র্যতা = দরিদ্রতা
মন্ত্রীপরিষদ
মন্ত্রীপরিষদ = মন্ত্রিপরিষদ
আমরা দেশের উন্নয়ন চাই
আমরা দেশের উন্নয়ন চাই = কর্মে শূন্য বিভক্তি
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি।
ছাদ দিয়ে পানি পড়ে
ছাদ দিয়ে পানি পড়ে = অপাদানে তৃতীয়া বিভক্তি
চাবি
'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি।
চাকর
তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা।
সমঝোতা
সমঝোতা হিন্দি শব্দ
উষ্ম ব্যঞ্জন ধ্বনি কিকি?
যে ধ্বনি উচ্চারণকালে নিঃশ্বাসের প্রাধান্য থাকে তাদের উষ্ম বর্ণ বলে। উষ্ম বর্ণগুলো হলঃ শ-ষ-স-হ।
'পয়লা' কোন সংখ্যাবাচক শব্দ?
'পয়লা' তারিখবাচক শব্দ
আদিত্য এর সমার্থক শব্দ লিখুন।
আদিত্য = সূর্য
চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই টানেলের উদ্বোধনের ফলে চট্টগ্রাম মহানগরীকে দুই ভাগে বিভক্তকারী কর্ণফুলী নদীর দুই তীর একত্রিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম শহরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে।
এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহরের যানজট ও পরিবেশ দূষণের সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, টানেলটি চট্টগ্রাম বন্দর ও প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যোগাযোগ সহজতর করবে। ফলে চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।টানেলটি দিয়ে যানবাহন ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী অর্জন। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।