a + b = 3 এবং a2-b2 = 6 হলে ab এর মান নির্ণয় করুন।
একটি RCC বিমের দৈর্ঘ্য 7 মিটার, Cross section 250mm X 550mm, বিমটিতে ১.৫% রঙ ব্যবহার করা হয়েছে। বিমটিতে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর পরিমাণ রডসহ নির্ণয় করুন।
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল ১০ বছর পর পিতা-পুত্রের সমষ্টি ১০ বছর। পিতার বর্তমান বয়স কত?
দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটিতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?