দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটিতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
৭০ এর ৫০% = কত?
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 16 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করুন।
কোন আসল ৩ বছরে সুদে–আসলে ১৪৫২ টাকা এবং ৫ বছরের সুদে–আসলে ১৬২০ টাকা হয়। আসল ও সুদের হার বের করুন।
৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৩ বছর ২ মাস = কত মাস?