প্রযুক্তি, যুক্তি ও নৈতিকতা
নারীর ক্ষমতায়নে শিক্ষা ও পরিবার
নারীর ক্ষমতায়নে শিক্ষা ও পরিবার
ভূমিকাঃ আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল বলেন, “বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকরঅর্ধেক তার করিয়ারে নারী অর্ধেক তার নর”
নারীকে পিছনে ফেলে পুরুষের পথচলা হবে মন্থর। রুদ্ধ হবে যত মহা কল্পনা ও পরিকল্পনার পথ। নারীকে ছাড়া সভ্যতার উন্নতি হবে না। মানব জাতির উন্নয়নে নারীর রয়েছে আকাশ ছোঁয়া অবদান। আজ সভ্যতার যে অগ্রগতি ও বিকাশ আমর দেখতে পাচ্ছি তা নারীকে ছাড়া সম্ভব ছিল না। তবে তাদের এই অবদান পুরুষ শাসিত সমাজে মূল্যায়ন পায় নি। ফলে যুগে যুগে নারীরা হয়েছে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত ও বঞ্চিত। তারা পায় নি তাদের সিদ্ধান্ত গ্রহনের স্বাধীনতা। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় ইচ্ছে হলে নিজের বস্তুগত ও বুদ্ধিগত কোনো অধিকার প্রয়োগ করতে পারেনি। তাছাড়া নারীর ক্ষমতায়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সমাজের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার। আবার কখনও সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে নারীগণ বাঁধা হয়ে দাঁড়ায়। পরিবার থেকে নারীদের পুরুষের কাছে নমনীয় হয়ে জীবন যাপনের শিক্ষা দেয়া হয়।
নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়ঃ প্রকৃতপক্ষে ক্ষমতায়ন আসে মন থেকে। নারীর ক্ষমতায়ন বলতে নারীর স্বকীয়তা, নিরাপত্তা, নিজস্বতা, সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা ইত্যাদি বস্তুগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে বোঝায়। নারী যদি তার জীবনের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন হয় এবং নিজের চলার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নিরাপদে যেতে পারে, তবে এমন পরিবেশকে নারীর ক্ষমতায়ন বলা হয়। একে অন্যকে নিজের প্রতিপক্ষ না ভেবে সমাজের নারী পুরুষ সবাই যদি উদার হয় তবে নারীর ক্ষমতায়নে আর কোনো বাঁধা থাকবেনা ।
সংবিধানে নারীর অধিকারঃ সংবিধানের ১৯ (৩) অনুচ্ছেদে বলা আছে, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহনের অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। অনুচ্ছেদ ২৭ এ নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য থাকবে আইনের সমতা এবং আইনের আশ্রয় নেওয়ার অধিকার। অর্থাৎ আইনের দৃষ্টিতে নারী পুরুষের সমান অধিকার থাকবে। অনুচ্ছেদ ২৮ এর ১,২,৩,৪ এ সকলের সমান অধিকারের কথা আছে। আবার রাজনীতির ক্ষেত্রে অনুচ্ছেদ ৬৫ (৩) এ জাতীয় সংসদে নারীর জন্য ৫০টি আসন সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। সংবিধানে যদিও নারীর যথেষ্ট অধিকারের কথা বলা হয়েছে কিন্তু বাস্তব জীবনে এখনো তারা তাদের পূর্ণ অধিকার পায়নি।
নারীর ক্ষমতায়নে বিশ্ববাসীর প্রচেষ্টাঃ নারীর ক্ষমতায়নের বিষয়টিকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে জাতিসংঘ । সমাজ ও রাষ্ট্রে নারীর সম্মান, নারীর শ্রমের মূল্যায়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে জাতিসংঘ অনেক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিসংঘ ১৯৭৫ সালকে নারী বর্ষ এবং ১৯৭৫-৮৫ কে নারী দশক ঘোষণা করেছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্ব নেতাদের একত্র করে বিশ্ব নারী সম্মেলনের আয়োজন করেছে। নারীদেরকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে যুক্ত করা হচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, লেখা পড়া ও গবেষণামূলক কাজ ইত্যাদি বিষয়ে নারীর অবদানস্বরুপ, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি, নারীগণ পশ্চিমা ও উন্নত দেশগুলোতে পুরুষের সাথে সমানভাবে দেশ ও জাতির উন্নয়নে জোরাল ভূমিকা রাখছে। যেমন আমেরিকা, ফ্রান্স, বৃটেন, জাপান, চীন ও রাশিয়া ইত্যাদি দেশের নারীরা পুরুষের চেয়ে কর্মে দক্ষ কম নয়। তারাও বিজ্ঞান প্রযুক্তি, মহাকাশ গবেষণার মত বড় বড় অভাবনীয় কর্মক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী এবং জাতীয় সংসদের স্পিকারও নারী। নারীর ক্ষমতায়নে দেশের সর্বনিম্ন প্রশাসনিক ব্যবস্থা তথা ইউনিয়ন পরিষদ থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তর পর্যন্ত বিভিন্ন মেয়াদে। সরকার উল্লেখযোগ্য অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরূপ:
নারীর ক্ষমতায়নে শিক্ষার প্রয়োজনীয়তাঃ শিক্ষার অভাবের কারণে নারীর ক্ষমতায়ন অনেক বেশি বাঁধা প্রাপ্ত হয়। নারীরা পর্যাপ্ত শিক্ষা গ্রহণ না করার ফলে তাদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। নিজেদের অধিকারের ব্যাপারে অজ্ঞ থাকার কারণে পরনির্ভর হয়ে জীবন যাপন করে। নারী অধিকার থেকে বঞ্চিত হয়ে সামাজিকীকরণের যে কুশিক্ষা নারীরা লাভ করেছে তা অন্য নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করে। যখন পাশের ঘরের নারী পড়া শোনা করে বড় হতে চায় তখন তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। নারীর উচ্চ শিক্ষা গ্রহণ নারীরাই প্রথমে মানতে পারেনা। শিক্ষার দ্বারাই নারীর ক্ষমতায়নের বাস্ত বতা সম্ভব। কারণ শিক্ষা গ্রহণ করার মাধ্যমেই নারীরা তাদের ক্ষমতার ব্যাপারে সচেতন হতে পারবেন।
নারীর ক্ষমতায়নে পরিবারে ভূমিকাঃ পরিবার থেকে নারী ক্ষমতায়নের দিকে গুরুত্ব দিতে হবে। পরিবারই হলো শিক্ষার প্রথম স্কুল। সমাজের প্রচলিত কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামিপূর্ণ নীতির কারণে নারীরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারছেনা; পরিবার থেকে এসকল কুসংস্কার এর বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। ইসলাম নারীকে নিরাপত্তার সাথে তার পরিপূর্ণ বিকাশ স্বাধনে ব্যবসা-বাণিজ্য করার অধিকার দিয়েছে; পরিবারের উচিত এক্ষেত্রে সকলকে ধর্মীয় জ্ঞান লাভে উদ্বুদ্ধ করা, যার ফলে সকলেই নারীর অধিকার সম্পর্কে জানতে পারবে। পরিবার থেকেই নারীর পারিবারিক কাজের মূল্যায়ন করতে হবে। ঘরের কাজ যেমন, রান্না বান্না, সন্তান পালন পালন ইত্যাদি, এসব কাজকে কোনো কাজ মনে করা হয় না। এটি নারীর প্রতি একটি বৈষম্যপূর্ণ চিত্তার প্রকাশ। পরিবার থেকে নারীকে তাদের কাজের মর্যাদা না দিলে নারীর ক্ষমতায়ন সর্বক্ষেত্রে বাঁধা প্রাপ্ত হবে।
নারীর ক্ষমতায়নে করণীয়ঃ নারীদেরকে কখনো পুরুষের প্রতিবন্ধক মনে করা যাবেনা। নারীদেরকে অধিকার বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে নারী পুরুষের বেতন বৈষম্য দূর করতে হবে। ধর্মীয় গ্রন্থে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে তা নিশ্চিত করতে হবে। সংবিধানে উল্লেখিত নারীর সব অধিকার নারীকে বাস্তবে দিতে হবে। রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তা দ্রুত দিতে হবে। এছাড়া সামাজিকতার কুসংস্কারে বিশ্বাসী হয়ে নারীকে ঘরে আবদ্ধ করে রাখা থেকে বিরত থাকতে হবে। বাহিরে বের হতে সমস্যা হলে ঘরে বসে জাতীয় জীবনের উন্নয়নে ভুমিকা রাখতে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। মিডিয়াকে নারীদের ভোগের পণ্য হিসেবে উপস্থান করা থেকে বিরত রাখতে হবে। নারীর সম্মান বিভিন্ন বিজ্ঞাপন ও নাটক সিনেমায় বজায় রাখতে হবে। সবার আগে নারীকে তাদের ক্ষমতায়নে এগিয়ে আসতে হবে এবং পারিবারিক পর্যায় থেকে পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসব নীতি রাষ্ট্রীয় ও সমাজ জীবনে প্রয়োগ করলে, আশা করা যায় নারীর ক্ষমতায়নে আর কোনো অন্তরায় থাকবেনা।
উপসংহারঃ নারীর ক্ষমতায়ন বাস্তবায়নের ক্ষেত্রে নারীকেই সবার আগে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি পুরুষের ইতিবাচক ধারণা আনতে হবে; এজন্য পরিবার থেকে নারীর অবদানের কথার স্বীকৃতি দিতে হবে। তাদের অধিকারগুলো বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে পুরুষের সচেষ্ট হতে হবে। নারীর ক্ষমতায়ন হলে পুরুষের ক্ষতি হবে, এমন মনোভাব মন থেকে দূর করতে হবে। নারীর প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে এবং নারীর উচ্চশিক্ষা লাভের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।
অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থান
সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা
শৈশবস্মৃতি
পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা অসীম। আমরা এ পৃথিবীরই সন্তান। পৃথিবী সবার মুখে অন্ন তুলে দিতে চাইলে। সবার মুখে অন্ন জোগাতে পারে না। মানুষের মনের সকল আশা পূরণকরাও পৃথিবীর পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে এসে মানু যা পায়; মৃত্যু তার সবটুকুই কেড়ে নেয় ৷ তারপরও মানুষ মাতৃতুল্য পৃথিবীর মায়া ছেড়ে কখনো যেতে চায় না।
১৬ এপ্রিল, ২০১৯
এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার,
সোনালী ব্যাংক লিমিটেড,
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা, ঢাকা৷
বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, জ্বরে আক্রান্ত থাকার কারণে আমি গত ১৩ এপ্রিল ২০১৯ থেকে ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলাম । এই কারণে উক্ত তিন দিন আমি ব্যাংকে অনুপস্থিত ছিলাম । এখন শারীরিকভাবে সুস্থ হওয়ায় আমি আজ ১৬ এপ্রিল ২০১৯ এ আবার ব্যাংকে যোগদান করেছি। আমার অসুস্থতার প্রমাণস্বরূপ ডাক্তারের চিকিৎসাপত্র নিচে সংযুক্তি করা হলো ।
অতএব, অনুগ্রহ করে উল্লিখিত তিনদিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন ।
বিনীত
এস. এম. শামস্
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড,
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা, ঢাকা ।
তারিখঃ ১৬.০৬.২০১৯
ব্যবস্থাপক
কথাপ্রকাশ
৩৭/১ বাংলাবাজার, পি, কে. রায় রোড,
ঢাকা-১১০০
বিষয়ঃ ভিপিপি যোগে বই পাঠানো প্রসঙ্গে।
জনাব,
আপনার প্রকাশনী কর্তৃক প্রকাশিত নিম্নবর্ণিত মুক্তিযুদ্ধভিত্তিক চারটি বই আমার অত্যন্ত প্রয়োজন। যথাসম্ভব তাড়াতাড়ি বইগুলো ভিপিপি যোগে নিচের ঠিকানায় প্রেরণ করে বাধিত করবেন। বইয়ের মূল্য ও ভিপিপি এর খরচ ভিপিপি ছাড় করে নেয়ার সময় পরিশোধ করব।
বিনীত
নিয়ামুল ইসলাম
নিয়ামুল লাইব্রেরী, রাজশাহী
বইয়ের তালিকা
বইয়ের নাম | লেখক/সম্পাদক | সংখ্যা |
মুক্তিযুদ্ধের গল্প | মনি হায়দার | ১০ কপি |
১৯৭১ মুক্তিযুদ্ধের পত্র-পত্রিকা | হাসিনা আহমেদ | ১০ কপি |
মুক্তিযুদ্ধপঞ্জি | মুনতাসীর মামুন ও হাসিনা আহমেদ | ১০ কপি |
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের জয় পরাজয় | বদরুদ্দীন উমর | ১০ কপি |
'বি' বা 'নি' উপসর্গ যোগে পাঁচটি শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করুন ।
বি' উপসর্গ: অভাব - বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল । ‘নি' উপসর্গ নিষেধ- নিবৃত্তি
গতি - বিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতস্থ - বিকার, বিপর্যয়
বিশেষ রূপে- বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান
নিশ্চয় - নির্ধারণ, নির্ণয়
আতিশয্য - নিদাঘ, নিদারুণ
অভাব - নিষ্কলুষ, নিষ্কাম
'চোখ' শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন ।
চোখ' শব্দের সমার্থক শব্দ - আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, চক্ষু, সিডর।
‘পড়া’ শব্দ ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য তৈরি করুন।
‘পড়া’ শব্দ ব্যবহার করে ভিন্নার্থক বাক্য তৈরি করা হলোঃ
পড়া | পাঠ করা | সানজিদা অত্যন্ত মনোযোগ সহকারে লেখাপড়া করে ৷ |
চোখে পড়া | দেখা | তার কাজ মালিকের চোখে পড়েছে। |
পড়া | পাল্লায় পড়া | বখাটে ছেলেদের পাল্লায় পড়ে ফেরদৌসের জীবন আজ অন্ধকার |
পড়া | চেষ্টা করা | উঠে পড়ে লাগ, পরীক্ষায় অবশ্যই ভালো করবে |
পড়া | নতিস্বীকার | তোমার পায়ে পড়ি, এবারের মতো আমাকে রেহাই দাও |
নিক্কন
নিক্কন = নিক্বণ
মুহুর্ত্ত
মুহুৰ্ত্ত = মুহূর্ত
বিদ্দ্যান
বিদ্যান = বিদ্বান
মরুদ্দান
মরুদ্দান = মরুদ্যান
রুগ্ন
রুগ্ন = রুগ্ণ
The world is like looking glass. If you smile, it smiles, if you frown, it frowns back. If you look at it through a red glass, all seems red and rosy; if a blue, all blue; if through a smoked one, all dull and dirty।
= পৃথিবী আয়নার মতো। তুমি হাসলে এটি হাসবে, তুমি যদি ভ্রুকুটি কর তবে এটি তোমার প্রতি ভ্রুকুটি করবে। তুমি যদি একটি লাল কাঁচের মধ্যদিয়ে এটিকে দেখ তবে সব কিছুই তোমার নিকট লাল ও গোলাপী মনে হবে; যদি নীল কাঁচের মধ্যদিয়ে দেখ, তবে সবকিছুই নীল মনে হবে; আর যদি ধুমায়িত কাঁচের মধ্য দিয়ে দেখ, তাহলে সবকিছুই নীরস ও নোংরা মনে হবে।
Urban Migration in Bangladesh: [Hints: Introduction-Nature of the migration-Cause of migration to urban areas-Social impacts migration-Economical impacts of migration-Suggestions for checking it-Conclusion]
International Mother Language Day: [Hints: Introduction-Historical background- Its significance in Bangladesh- International recognition- Importance of the day- Impact of this special day-Conclusion]
16 April, 2019
The Editor
The daily New Age,
Sonargaon Road, Dhaka-1205
Sir,
I shall be highly glad if you kindly publish the following letter in your popular daily.
Yours faithfully
Bashar
120/15, Shahjahanpur, Dhaka
Drug addiction
Drug addiction has become a worldwide problem. Many young people become dependent of different types substances and stimulating medicines that comes hand-in-hand with narcotic effec03- The life of addicts become spoiled in all aspects, as they lose contact with their family and live in different world. They spend lots of money on drugs, and then look for ways to earn money illegally If we compare the health problems, there are many dangerous effects of drugs. Drug addiction has cancerous effect on our social life. It results in many social crimes such as - Thievery, hijacking looting, robbery and killing. Drug addicted people commit many kinds of crimes when they cannot afford to buy drugs. Both drug business and drug-taking are punishable crimes. So, relevant law should be enforced strictly and immediately as possible. Our young generation should be made conscious of the devastating consequences of drug abuse. Drug addiction is a complex disease that results from a number of factors such as genetic predisposition, history of violence at home and stress. Researchers have been able to identify the factors that lead to drug abuse. Understanding the root cause of drug addiction is one of the best ways to improve treatment options and outcomes of drug addiction in future.
Bashar
120/15, Shahjahanpur, Dhaka
16 April, 2019
10/1, Badda, Dhaka
Dear Shawon,
Just now I have received your letter, in your letter you have wanted to know about an interesting book that I have read recently.
You know, I am a book lover. So every moment I complete reading different types of books. Today I want to inform you about a very inspiring book I have read recently. I am sure you will like it too. The book is "I am Malala" written by Malala Yousafzai. As you know, she is a daring young girl from the Swat Valley in Pakistan who had the courage to defy the Talibans and got shot by them. They shot her for propagating education for girls. But she miraculously survived. She wrote about her ethnicity, the customs of her community, the increased worsening of condition in Pakistan, her efforts to change it, and the incidents around her getting shot in a school bus and coming round in Birmingham, UK. She is now a symbol of peace and courage. She has got the prestigious Nobel Prize for Peace in 2014.
Her book is really inspiring. The language is smooth. Now I strongly recommend this book to you because I am sure you can learn a lot from the book. Take time to read it.
No more today, convey my Salam to your parents and love to your younger brother.
Your loving friend
Sanjida
a. Friendship is a bond of feeling and relationship between two persons.
b. Common understanding, fellow feeling, sacrifice, compromise and presence during time of distress are the main qualities of a good friend.
c. In time of danger and need, a good friend rushes to help his friend, he keeps his promises, does not leave his friend. He scarifies all things if needed for the betterment of his friend. In way a good friend can influence our life.
d. A bad friend has no fellow feelling. He always tries to take the chance of harming his friend He waits for taking benefits from his friends.
e. In my opinion, Friendship is a bond of feeling and relationship between two persons friendship there should be common understanding, fellow feeling, sacrifice and compromise has a great impact on our life. A good friend is an asset, but a bad friend is a curse.
None should boast riches.
None should boast of riches.
It is painful for a mother to part her son.
It is painful for a mother to part with her son.
Do not associate bad boy.
Do not associate with bad boy.
I remined him his promise.
I remined him of his promise.
She prevented her son going there.
She prevented her son from going there.
The old man was died yesterday.
The old man was died yesterday.
= The old man died yesterday.
What makes you to laugh?
What makes you to laugh?
= What makes you laugh?
You had better compromised with him.
You had better compromised with him.
= You had better compromise with him.
The building is on the fire.
The building is on the fire.
= The building is on fire.
In person
You had better go and speak to him in person.
In vain
We tried in vain to make him change his mind.
dead against
They were supposed to be dead against Seattle, a team that dominated the majors.
through thick and thin
My best friend has supported me through thick and thin.
পৃথিবী কতো দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে থাকে?
পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
রেললাইনের ফিসপ্লেট কী কাজে ব্যবহৃত হয়? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?
রেললাইনের ফিসপ্লেট - দুর্ঘটনা হওয়া থেকে রক্ষা করে; উষ্ণতার কারণে রেললাইনের বেঁকে যাওয়াকে রক্ষা করে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
ব্ল্যাকবক্স কী? এটি কোথায় ব্যবহৃত হয়?
ব্ল্যাকবক্স উড়োজাহাজে ব্যবহৃত হয়। এটি উড়োজাহাজ চলাচলের সব তথ্য ও কথোপকথন সংরক্ষণ করে রাখে বিমান দুর্ঘটনার সম্মুখীন হলে সে সম্পর্কে সবচেয়ে সঠিক ধারণা পেতে ব্ল্যাকবক্স ব্যবহৃত হয়।
ক্যান্সার রোগের কারণ কী? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক্যান্সার রোগের কারণ: বয়স বৃদ্ধির সাথে সাথে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। জিনগত কারণেও ক্যান্সার হতে পারে। বিভিন্ন রকমের খাদ্যা ভ্যাসের কারনেও ক্যান্সার হতে পারে। যেমনঃ ধুমপান, মদ পান ইত্যাদি ।
মানবদেহে হাড় ও জিনের সংখ্যা কত?
মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬ টি ও জিনের সংখ্যা ৫০০০০-এর অধিক।
জুটন কী?
জুটন হচ্ছে তুলার আঁশ ও পাটের আঁশের মিশ্রণে তৈরি এক ধরণের তন্তু।
কত ডেসিবেল শব্দমাত্রায় শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর শব্দের গড়মাত্রা কত?
১২০ ডেসিবেল শব্দমাত্রায় শ্রবণশক্তি হ্রাস পেতে পারে ।
CNG এবং EPI এর পূর্ণরূপ কী?
CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas এবং EPI এর পূর্ণরূপ Expanded Program on Immunization.
‘আমি হিমালয় দেখিনি, আমি মুজিবকে দেখেছি' উক্তিটি কার? বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রথম ও দ্বিতীয় গ্রন্থ দুটির নাম কী?
কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্য করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়াস জোট নিরপেক্ষ সম্মেলনে ।
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থ - “অসমাপ্ত আত্মজীবনী” প্রকাশকাল ১৮ জুন ২০১২ সালে । দ্বিতীয় গ্রন্থ - “কারাগারের রোজনামচা” প্রকাশকাল ১৭ মার্চ ২০১৭ সালে।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? দেশটি কত তারিখে স্বীকৃতি প্রদান করে?
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠের নাম লিখুন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠের নামঃ
১. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩. ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান
৪. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৫. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
৬. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
৭. সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
ন্যায়পাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সাংবিধানিক পদ। ন্যায়পাল দেশের বিভিন্ন ধরণের অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে নিরপেক্ষ রিপোর্ট প্রদান করে। বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল এর কথা বর্ণিত আছে। বাংলাদেশ এখনো ন্যায়পাল পদটি সৃষ্টি করতে পারেনি। ১৮০৯ সালে প্রথম সুইডেনে ন্যায়পাল চালু হয়। Ombudsman এর বাংলা অর্থ হলো ন্যায়পাল ।
'রেমিট্যান্স' কী? বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখুন।
বাংলাদেশের যে সকল নাগরিক প্রবাসে বসবাস করছে তাদের প্রেরিত অর্থকে 'রেমিট্যান্স' বলে। 'রেমিট্যান্স'-এর মাধ্যমে আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বিনিয়োগ বাড়ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, জিডিপি বাড়ছে। বর্তমানে রেমিট্যান্স অর্জনে ভারত ১ম এবং বাংলাদেশ ৯ম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কতো ভাগের সমান? বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি?
পৃথিবীর আয়তন ৫০৯৫৫৩০০০ বর্গ কিমি. এবং বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ কিমি.। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ৩৪৫২.৯৫৭৯ ভাগের সমান ।
বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা (আয়তনে) সাতক্ষীরার শ্যামনগর ।
সাংবিধানিক সংস্থা কাকে বলে? বাংলাদেশে কতগুলো সাংবিধানিক পদ রয়েছে এবং সেগুলো কী কী?
যেসকল প্রতিষ্ঠান বা সংস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সাংবিধানিক নির্দেশ আছে সেসকল প্রতিষ্ঠান বা সংস্থাকে সাংবিধানিক সংস্থা বলে । সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংস্থাগুলো হলঃ
১. নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ;
২. আইন বিভাগ;
৩. বিচার বিভাগ;
৪. নির্বাচন কমিশন;
৫. সরকারি কর্ম কমিশন;
৬. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়;
৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ।
বাংলাদেশে সাংবিধানিক পদ রয়েছে ৯টি। সেগুলো হলঃ
১. রাষ্ট্রপতি;
২. প্রধানমন্ত্রী;
৩. স্পিকার;
৪. প্রধান বিচারপতি;
৫. নির্বাচন কমিশনার;
৬. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক;
৭. সংসদ সদস্য;
৮. এটর্নি জেনারেল;
৯. সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।
বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় সিলেটের হরিপুরে, ১৯৫৭ সালে।
রূপপুর পারমাণবিক প্রকল্প অবস্থিত পাবনার রূপপুরে। এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৪০০ মেগাওয়াট।
“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে' কোন কবির কবিতায় আছে?
“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। উল্লিখিত লাইন দুটি কবি আল মাহমুদের নোলক কবিতার প্রথম দুটি লাইন ।
বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্রসীমা কত? বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল । বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দেশ দুটি হলোঃ ভারত এবং মিয়ানমার ।
ভারতের মোট রাজ্য বা প্রদেশ কয়টি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কী? আগরতলা কোন রাজ্যের রাজধানী?
ভারতের মোট রাজ্য সংখ্যা ২৮টি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘আগরতলা’ ত্রিপুরা রাজ্যের রাজধানী।
ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ।এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।
কার্ল মাক্স কে ছিলেন? ২০১৮ সালে তার কততম জন্মদিন পালিত হয়েছে?
কার্ল মাক্স জার্মান দার্শনিক, বিপ্লবী, অর্থনীতিবিদ, সমাজতান্ত্রিক ও ইতিহাসবেত্তা। তিনি ৫ মে ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং ১৪ মার্চ ১৮৮৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন। ২০১৮ সালে তার ২০০ তম জন্মদিন পালিত হয়েছে।
পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য কী কী?
পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যগুলো হলোঃ
১. চিচেন ইৎজা (ইউকাতান, মেক্সিকো)
২. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার (ব্রাজিল)
৩. চীনের মহাপ্রাচীর (চীনের উত্তর সীমান্ত)
৪. মাচুপিচু (পেরু)
৫. পেত্রা নগরী (জর্ডান)
৬. কলোজিয়াম (ইতালি)
৭. তাজমহল (ভারত)
পশ্চিমবঙ্গ রাজ্যের কোথায় ‘বাংলাদেশ ভবন' অবস্থিত? এই ভবনটি কে কবে উদ্বোধন করেন?
বাংলাদেশ ভবন' পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ২০১৮ সালের ২৫ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটি উদ্বোধন করেন।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা এবং মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার
জর্ডান
জর্ডান এর রাজধানীর নাম হলো আম্মান এবং মুদ্রার নাম দিনার।
মিয়ানমার
মিয়ানমার এর রাজধানীর নাম হলো নাইপিদো এবং মুদ্রার নাম কিয়াট
চীন
চীন এর রাজধানীর নাম হলো বেইজিং এবং মুদ্রার নাম রেনমেনবি/ইউয়ান
মালয়েশিয়া
মালয়েশিয়া এর রাজধানীর নাম হলো কুয়ালালামপুর এবং মুদ্রার নাম রিঙ্গিত
থাইল্যান্ড
থাইল্যান্ড এর রাজধানীর নাম হলো ব্যাংকক এবং মুদ্রার নাম বাথ
CIRDAP-এর পূর্ণরূপ কী? এর প্রধান কার্যালয় কোথায়?
CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and Pacific. এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউজে অবস্থিত।
দাবা খেলার উৎপত্তি কোন দেশে? এই খেলাটির আদি নাম কী ছিল?
প্রাচীন ভারতবর্ষে দাবা খেলার উৎপত্তি হয়। দাবা খেলার পূর্বনাম চতুরঙ্গ।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে পর পর অর্ধশত ও শতকরা রান করেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ হতে পৃথক করেছে? সুয়েজ খাল কোথায় অবস্থিত?
আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ হতে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী । সুয়েজ খাল মিশরে অবস্থিত।
SAPTA ও SAFTA এর পূর্ণরূপ কী?
SAPTA - এর পূর্ণরূপ SAARC Perferential Trading Arrangement.
SAFTA - এর পূর্ণরূপ South Asian Free Trade Area.
আরজিতে কী কী বিষয় থাকতে হবে? কখন একটি আরজি প্রত্যাখ্যান করা যায়? আরজি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে কোথায় এবং কী প্রতিকার চাওয়া যায়?
১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার পরিসর এবং ফলাফল আলোচনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কী কী প্রতিকার দেয়া যেতে পারে?
মৃত্যুকালীন ঘোষণা কী? মৃত্যুকালীন ঘোষণার উপাদানগুলি কী? ঘোষণাদাতার মৃত্যু না হলে মৃত্যুকালীন ঘোষণার আইনগত ফলাফল কী হবে তা আলোচনা করুন ।
Burden of Proof বলতে কী বোঝায়? ফৌজদারি মামলায় এটি কখন আসামীর প্রতি ন্যস্ত হয়? ১৮৭২ সনের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাগুলোর আলোকে আলোচনা করুন ।
মৌলিক অধিকার ও রাষ্ট্রের মূলনীতির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন। কখন মৌলিক অধিকার স্থগিত রাখা যায়?
বিকল্প বিরোধ নিষ্পত্তি কী? এ অন্তর্ভুক্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে লিখুন।
রীট কত প্রকার ও কী কী? বিভিন্ন প্রকার রীট সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ।