সারমর্ম লিখুনঃ

যেখানে এসেছি আমি, আমি সেথাকার, 

দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। 

জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখ ভার 

বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। 

অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে 

হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী। 

সকলের মুখে অন্ন চাহিল জোগাতে,

পারিসনে কত বার, -কই অন্ন কই,
কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ; 

জানি মাগো তোর হাতে অসম্পূর্ণ সুখ । 

যা কিছু গড়িয়া দিস, ভেঙে ভেঙে যায় -

সব তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক ৷

সব আমি মিটাইতে পারিসনে হায়-

তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক?

Created: 3 months ago | Updated: 2 months ago

Related Questions