"বাংলা নববর্ষ"
বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের একটি বহমান ধারা। ঐতিহ্য ও সংস্কৃতির এই ধারা অত্যন্ত প্রাচীন। নববর্ষ আর বাঙালির উৎসব আয়োজন যেন এক সুরে বাঁধা। বাদশাহ আকবরের নির্দেশে এবং তার বিজ্ঞ রাজ-জ্যোতিষি আমীর ফাতেহ উল্লাহ সিরাজীর অক্লান্ত পরিশ্রমের ফলেই মূলত বাংলা সনের উৎপত্তি। বাংলাদেশে প্রথম বারের মত খ্রিস্টিয় সনের পাশাপাশি সরকারিভাবে বাংলা সন দেখার প্রচলন হয় ১৯৮৮ সালে। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এ দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। মূলত এটি বাঙালির একটি সার্বজনীন উৎসব। সারা বিশ্বের বাঙালিরা এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়। ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। বাংলাদেশে বাংলা নববর্ষ বেশ সমারোহের সাথে পালন করা হয়। ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন "ছায়ানট” বাংলা বর্ষ বরণের আয়োজন শুরু করে। বর্তমানে এ আয়োজনই বাংলা নববর্ষের মূল অনুষ্ঠান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা। এতে তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক এবং ব্যবহার করা হয় প্রতীকি শিল্পকর্ম। এছাড়াও বিভিন্ন স্থানে আয়োজন করা হয়- বৈশাখি মেলা, হালখাতা ও পুণ্যাহ, আমানি, বলি খেলা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই, মোড়গ লড়াই, হা-ডু-ডু, নৌকা বাইচ ইত্যাদি। ঢাকায় বাংলা নববর্ষের একটি বিশেষ দিক হলো-পাঞ্জাবি, শাড়ি পড়ে ঘুরে বেড়ানো এবং মাটির সানকিতে করে সকালে পান্তা ইলিশ খাওয়া। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি সার্বজনীন উৎসব।
বসন্ত সখা
বসন্ত সখা = বসন্তের সখা = তৎপুরুষ সমাস
যথারীতি
যথারীতি = রীতিকে অতিক্রম না করা = অব্যয়ীভাব সমাস
দেবদত্ত
দেবদত্ত = দেব কে দত্ত = চতুর্থী তৎপুরুষ
মীনাক্ষি
মীনাক্ষি = মীনের ন্যায় অক্ষি যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
পশুরী
পশুরী = পাঁচ সেরের সমাহার = দ্বিগু
স্বাধীন
স্বাধীন = স্ব + অধীন
প্রতীতি
প্রতীতি = প্রতি + ইতি
ব্যর্থ
ব্যর্থ = বি + অর্থ
পর্যন্ত
পর্যন্ত = পরি + অন্ত
হিংসা
হিংসা = হিন্ + সা
জেষ্ঠ
জেষ্ঠ = জ্যেষ্ঠ
তড়িতাহত
তড়িতাহত = তরিতাহত
অগ্রহায়ন
অগ্রহায়ন = অগ্রহায়ণ
এদেশীয়
এদেশীয় = দেশীয়
মুমূর্ষ
মুমূর্ষ = মুমুর্ষু
কলের পুতুল
কলের পুতুল (অন্যের হাতের পুতুল) = রহিম সাহেবের ঘরে যে রেডিওটা রয়েছে সেটাতো একেবারে কলের পুতুল।
উজানের কৈ
উজানের কৈ (সহজলভ্য) = মাহফুজের মত লোককে অত তোষামোদ করার কি দরকার, সে তো উজানের কই।
কাকস্নান
কাকশান (সংক্ষিপ্ত গোসল) = মুঈনা'র দুই মিনিটেই গোসল শেষ, এতো দেখছি কাকশান।
খগা বগা
খগা বগা (বিশৃঙ্খল) = কোন ব্যবসায়িক প্লান না থাকায় তার তো এখন খগা বগা অবস্থা।
মাছের মা
মাছের মা(নিষ্ঠুর) = তার মত মাছের মা লোকের থেকে সান্ত্বনা আশা করো না।
15.02.2019
To
The Chairman
Ulail Union Parishad, Manikgonj.
Subject: Prayer for immediate vaccination in our locality.
Sir,
With due reverent, we want to attract your kind attention to the fact that smallpox and other viral diseases have rapidly broken out in our Ulail Union in an epidemic form. Most of the people in this area have not been vaccinated, so they are in great danger. But despite informing the local health department several times for making immediate arrangement for vaccination, we have not found any response to save the lives of the people in this union.
So, we hope that you would be gracious enough to take necessary steps for immediate arrangement of vaccination in our union and obliged us thereby.
Yours faithfully
Md. Ibrahim Khalil
On behalf of the inhabitants of
Ulial Union, Manikgonj.
I have no appetite___food.
I have no appetite for food.
I am apprehensive____failure.
I am apprehensive of failure.
God bestows his mercy___us.
God bestows his mercy on us.
You can confide___his honesty.
You can confide on his honesty.
He glanced___the paper.
He glanced at the paper.
A sitting duck
A sitting duck (সহজ লক্ষ্যবস্তু) = The unknown person was a sitting duck for local thieves.
Bread and butter
Bread and butter (জীবিক) = Catching fish in the river is the only one bread and butter of Rumi.
Dark house
Dark house (কোনো ব্যক্তির এমন গুণ বা দক্ষতা যা সম্পর্কে মানুষ জানে না) = The movie is a dark horse for the award.
Fall out
Fall out (ঝড়ে পড়া) = The unexpected rate of fall out of the primary schools made the authorities worried.
Flood of light
Flood of light (রঙ্গমঞ্চে নিক্ষিপ্ত কৃত্রিম উজ্জ্বল আলোকরশ্মি) = The stadium was lit by floodlights.
Truly they will give us shelter. (Compound)
Truly they will give us shelter. (Compound)
= They will give us shelter and it is true.
I saw him reading. ( complex)
I saw him reading. ( complex)
= I saw him when he was reading.
Every man must die. (Interrogative)
Every man must die. (Interrogative)
= Who will not die?
I wish I had seen you before. ( Exclamatory)
I wish I had seen you before. ( Exclamatory)
= Had I seen you before!
Do you know him? ( Passive Voice)
Do you know him? (Passive Voice)
= Is he known to you?
He just went there.
He just went there.
= He has just gone there.
Did you see her lately?
Did you see her lately?
= Have you seen her lately?
Yesterday he had gone home.
Yesterday he had gone home.
= Yesterday he went home.
It was long since I saw you last.
It was long since I saw you last.
= It was long ago since I saw you.
If you study hard you succeed.
If you study hard you succeed.
= If you study hard you will succeed.
ভুটানকে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয়।
ভুটানকে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয়।
= Bhutan is called the jewel of eastern himalayans.
এ ছোট ভূ-বেষ্টিত দেশটি হিমালয়ের দক্ষিণ অঞ্চলের ঢালুতে অবস্থিত?
এ ছোট ভূ-বেষ্টিত দেশটি হিমালয়ের দক্ষিণ অঞ্চলের ঢালুতে অবস্থিত?
= This small earth surrended country is located on the slopes of the southern region of the Himalayas.
দেশটির উত্তরে তিব্বত এবং অন্যান্য দিক ভারত দ্বারা বেষ্টিত?
দেশটির উত্তরে তিব্বত এবং অন্যান্য দিক ভারত দ্বারা বেষ্টিত?
= Tibbat is on the north and other sides are surrounded by India.
ভুটার সরকার ১৯৯৯ সালে ইন্টানেটের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
ভুটার সরকার ১৯৯৯ সালে ইন্টানেটের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
= The Bhutan government lifted the bar on the internet in 1999.
ভুটান মধ্য এশিয়ার সবচেয়ে সুখী দেশ।
ভুটান মধ্য এশিয়ার সবচেয়ে সুখী দেশ।
= Bhutan is the happiest country in Central Asia.
এ ছোট ভূ-বেষ্টিত দেশটি হিমালয়ের দক্ষিণ অঞ্চলের ঢালুতে অবস্থিত?
এ ছোট ভূ-বেষ্টিত দেশটি হিমালয়ের দক্ষিণ অঞ্চলের ঢালুতে অবস্থিত?
= This small earth surrended country is located on the slopes of the southern region of the Himalayas.
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৮০ বর্গমিটার
এখন, রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = ৮০ -(৪ মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = ৬০ -(৪ মিটার
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ৭২ ৫২ = ৩৭৪৪ ব.মি.
রাস্তার ক্ষেত্রফল = ৪৮০০-৩৭৪৪ = ১০৫৬ ব.মি.
রাস্তাটি বাঁধতে মোট খরচ হবে = ১০৫৬ ৭.২৫ = ৭৬৫৬ টাকা।
উত্তর: ৭৬৫৬ টাকা।
রম্বসের তিনটি বৈশিষ্ট্য:
১. রম্বসের চারটি বাহু সমান।
২. রম্বসের কোণগুলো সমকোণ নয়।
৩. রম্বসের বাহুগুলো সমান্তরাল।
মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ৬ জন এবং প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান।
সাত সাগরের মাঝি এবং সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে কে?
”সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থের রচয়িতা ফররূখ আহমদ এবং ”সুজন বাদিয়ার ঘাট” কাব্যগ্রন্থের রচয়িতা জসীম উদ্দীন।
১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়।
জাতীয় পতাকা দিবস ও জাতীয় শিশু দিবস কত তারিখ?
জাতীয় পতাকা দিবস ২ মার্চ এবং জাতীয় শিশু দিবস ১৭ মার্চ।
জাতিসংঘ সনদ কার্যকরী হয় কত সালে কত তারিখে?
২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরী হয়।
সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে?
সুয়েজ খাল ভূ-মধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
আগামি বিশ্বকাপ ফুটবল কত সালে এবং কোন দেশে অনুষ্ঠিত হবে?
আগামি বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
IMF
IMF = International Monetary Fund.
FAO
FAO = Food and Agriculture Organization.
BARD
BARD = Bangladesh Academy for Rural Development.
IRD
IRD = Intenal Resources Division.