তিলকে তাল করা
তিলকে তাল করা (বাড়িয়ে বলা) = জগদিশের কথা অর্ধেকই তিলকে তাল করা, বিশ্বাস করা দায়।
হেঁড়ে গলা
হেঁড়ে গলা (বেসুরো গলা) = আরিফের হেঁড়ে গলায় গান শোনার জন্য লোকে পয়সা দিয়ে টিকেট কাটবে না।
বিদুরের খুদ
বিদুরের খুদ (সামান্য উপহার) = তোমার ঐ বিদুরের খুনে রাজিয়ার মন গলবে না, ভাল কিছু দাও ।
ধর্মপুত্র যুধিষ্ঠির
ধর্মপুত্র যুধিষ্ঠির (ধার্মিক) = ধর্মপুত্র যুধিষ্ঠিরের চেয়ে মিথ্যাবাদী অনেক ভালো।
তন্বী
তন্বী = তনু + ঈ
পতঞ্জলি
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
বর্জন
বর্জন = বৃজ + অন
যাচ্ছেতাই
যাচ্ছেতাই = যা + ইচ্ছা + তাই
বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি। যথা- এ, ঐ, ও, ঔ।
ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য।
হারামনি = হারিয়েছে যে মনি।
অর্ণবপোত
অর্ণবপোত = জাহাজ
বিপিন
বিপিন = অরণ্য / বন।
বৈশ্বানর
বৈশ্বানর = আগুন ।
উর্বী
উর্বী = পৃথিবী/ মহতি / অতি বিশাল ।
He read the book.
He read the book.
= The book was read by him.
Let me do the work.
Let me do the work.
= Let the work be done by me.
I may help you.
I may help you.
= You may be helped by me.
I saw him go.
I saw him go.
= He was seen to go by me.
Rice sells cheap.
Rice sells cheap.
= Rice is cheap when it is sold.
পৃথিবী স্থির নয়।
পৃথিবী স্তির নয়।
= The earth is not stable/ static / motionless / steadfast.
আমি কখনও হিমালয় পর্বত দেখিনি।
আমি কখনও হিমালয় পর্বত দেখিনি।
= I have never seen the Himalayas.
বলা সহজ কিন্তু করা কঠিন।
বলা সহজ কিন্তু করা কঠিন।
= It is easy to say but difficult to do.
দেশভ্রমণ শিক্ষার একটি অংশ।
দেশভ্রমণ শিক্ষার একটি অংশ।
= Travelling to country is a part of education.
যে দেশকে ভালবাসে সে দেশপ্রেমিক।
যে দেশকে ভালবাসে সে দেশপ্রেমিক।
=He who loves the country is a Patriot.
The tiger was killed by the hunter____ a gun.
The tiger was killed by the hunter with a gun.
We should not speak ill at one ___ his back.
We should not speak ill at one at his back.
His father died _____a car accident.
His father died by a car accident.
He is no ABC ____law.
He is no ABC of law.
He is proud ____his blue blood.
He is proud of his blue blood.
Against the grain
Against the grain (প্রবৃত্তির বিরুদ্ধে) = You have to fight against the grain.
Blind alley
Blind alley (কানাগলি) = Many technologies that show early promise lead up blind alleys.
Dark horse
Dark horse (অপরিচিত ব্যক্তি) = A Gloucester side that could be a dark horse for the title.
To the letter
To the letter (অক্ষরে অক্ষরে) = He is so obedient that he abide by the rules to the letter.
Ups and downs
Ups and downs(উত্থান পতন) = I have ups and downs in my business.
মনে করি, ঘরের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য ৩ক মিটার
ক্ষেত্রফল = বর্গমিটার
প্রশ্নমতে,
ঘরটির প্রস্থ = ৭ এবং ঘরটির দৈর্ঘ্য = ৩ মিটার।
সুদ আসলের অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা।
সুদাসল = ৮+৩ =১১ টাকা।
অর্থ্যাৎ সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা
সুদাসল ৫৫০০ টাকা হলে আসল = টাকা।
মনে করি, সুদের হার r
এখন দেওয়া আছে, আসল p = ৪০০০ টাকা, সময় n = ৩ বছর এবং সুদ = ৫৫০০-৪০০০=১৫০০ টাকা।
আমরা জানি,
r = ১২.৫%
উত্তর : আসল ৪০০০ টাকা এবং সুদের হার ১২.৫%।
হলে এর মান নির্ণয় করুন।
দেওয়া আছে,
কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
SDG শব্দের পূর্ণরূপ লিখুন।
SDG শব্দের পূর্ণরূপ Sustainable Development Goal.
‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালিত হয়?
‘‘বিশ্ব পরিবেশ দিবস‘’ পালিত হয় ৫ জুন।
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কামন্ডার কে?
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কামন্ডার রাষ্ট্রপতি।
তামাবিল কোন জেলায় অবস্থিত?
তামাবিল সিলেট জেলায় অবস্থিত।
নারকেল জিঞ্জিরা কি?
নারকেল জিঞ্জিরা একটি দ্বীপ। এটি সেন্টমার্টিনের অপর নাম।
‘অপরাজেয় বাংলা’ ভাস্কর কে?
‘অপরাজেয় বাংলা’ এর ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি?
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম এ. এইচ এম কামারুজ্জামান।
‘অপারেশন সার্চ লাইট’ কবে চালানো হয়?
‘অপারেশন সার্চ লাইট’ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পরিচালানো করা হয়।
বিভাগের প্রধানকে কি বলা হয়?
বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার।
বঙ্গভঙ্গ করেন কে?
বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন (১৯০৫ সালে)।
বাংলাদেশে একমাত্র মহিলা কারাগার কোথায় অবস্থিত?
বাংলাদেশে একমাত্র মহিলা কারাগার গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত। (বর্তমানে বাংলাদেশে ১৩টি কারাগার ও ৫৫টি জেলা কারাগারসহ মোট ৬৮টি কারাগার রয়েছে। তন্মধ্যে ১টি মহিলা কারাগারও রয়েছে যা গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত।
UNCHR শব্দের পূর্ণরূপ লিখুন।
UNCHR শব্দের পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোমিটার/সিসমোগ্রাফ।
কোন দেশকে ‘‘নিশীথ সূর্যের দেশ” বলা হয়?
নরওয়েকে ‘‘নিশীথ সূর্যের দেশ” বলা হয়।
‘‘সেভেন সিস্টার্স’’কোন দেশে অবস্থিত?
ভারতে ‘‘সেভেন সিস্টার্স’’ অবস্থিত।