তিলকে তাল করা
তিলকে তাল করা (বাড়িয়ে বলা) = জগদিশের কথা অর্ধেকই তিলকে তাল করা, বিশ্বাস করা দায়।
হেঁড়ে গলা
হেঁড়ে গলা (বেসুরো গলা) = আরিফের হেঁড়ে গলায় গান শোনার জন্য লোকে পয়সা দিয়ে টিকেট কাটবে না।
বিদুরের খুদ
বিদুরের খুদ (সামান্য উপহার) = তোমার ঐ বিদুরের খুনে রাজিয়ার মন গলবে না, ভাল কিছু দাও ।
ধর্মপুত্র যুধিষ্ঠির
ধর্মপুত্র যুধিষ্ঠির (ধার্মিক) = ধর্মপুত্র যুধিষ্ঠিরের চেয়ে মিথ্যাবাদী অনেক ভালো।
তন্বী
তন্বী = তনু + ঈ
পতঞ্জলি
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
বর্জন
বর্জন = বৃজ + অন
যাচ্ছেতাই
যাচ্ছেতাই = যা + ইচ্ছা + তাই
বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি। যথা- এ, ঐ, ও, ঔ।
ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য।
হারামনি = হারিয়েছে যে মনি।
অর্ণবপোত
অর্ণবপোত = জাহাজ
বিপিন
বিপিন = অরণ্য / বন।
বৈশ্বানর
বৈশ্বানর = আগুন ।
উর্বী
উর্বী = পৃথিবী/ মহতি / অতি বিশাল ।