একটি নল দ্বারা ১২মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। একট নল দ্বারা ১ মিনিটে তা থেকে ১৫ লিটার পানি বরে করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ৪৮টি মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
কার্পজাতীয় মাছের পুকুরে কাতলা, রুই এবং মৃগেল মাছের পোনা মজুদ ঘনত্বের অনুপাত ৪ : ৪: ২ এবং মজুদ ঘনত্ব প্রতি একরে ৪,০০০টি হলে এক একর এর একটি পুকুরের জন্য প্রয়োজনীয় কাতলা, রুই এবং মৃগেল মাছের পোনার সংখ্যা নির্ণয় করুন।
২০২০ সালে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ২০১২ সালে তাদের বয়সের সমষ্টি ছিল ৩৪। বেঁচে থাকলে ২০৩০ সালে পিতা ও পুত্রের বয়স কত হবে?
50 persons can do a work in 12 fays by working 8 hours a day. Working how many hours per day can 60 persons finish the work in 16 days?