৫০ মিটার দৈর্ঘ্য এবং ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ১,২০০ বর্গমিটার হলে, রাস্তাটি কত মিটার চওড়া?
শতকরা বার্ষিক ১০ টাকা মুনাফায় কত বছরে ১,০০০ টাকায় মুনাফা আসলের দ্বিগুণ হবে?
যদি একটি শার্টের মূল্য ৪০০০ টাকা হয়, তবে ২৫% মূল্যহ্রাসে শার্টটির বিক্রয় মূল্য কত হবে?