বনভোজনে যাওয়ার জন্য একটি বাস ২৪০০ টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। ১০ জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া ৮ ভাড়া বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল।
উৎপাদক
2x2+3x+20
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল কত?
পুকুর প্রস্তুতের সময় প্রতি শতাংশ পুকুরে এক কেজি হারে চুন প্রয়োগ করা হলো এক হেক্টর আয়তনের পুকুর প্রস্তুতির জন্য কত কেজি চুন প্রয়োজন হবে?
x-1x=2 হলে, x4-1x4=?