দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় || সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (03-06-2022) || 2022

All

সকল বিষয়

এককথায় প্রকাশ করুন:
1.

যে কম কথা বলে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে কম কথা বলে = মিতভাষী 

এককথায় প্রকাশ করুন:
2.

প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি

Created: 4 weeks ago | Updated: 2 days ago

প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি = লব্ধপ্রতিষ্ঠ । 

এককথায় প্রকাশ করুন:
3.

পা ধোয়ার জল

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

পা ধোয়ার জল = পাদ্য।

এককথায় প্রকাশ করুন:
4.

পটে আঁকে যে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পটে আঁকে যে = পটুয়া ৷ 

এককথায় প্রকাশ করুন:
5.

যার অন্য উপায় নেই

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যার অন্য উপায় নেই = অনন্যোপায় ।

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

জনৈক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

জনৈক = জন্ + এক

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

পবিত্র

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পবিত্র = পো + ইত্র

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

সংখ্যা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সংখ্যা = সম্ + খ্যা।

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

সংসার

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সংসার = সম্ + সার।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

ইত্যাদি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ইত্যাদি = ইতি + আদি ।

অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন:
11.

মুহুর্ত

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মূহুর্ত = মুহূর্ত ।

অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন:
12.

ক্ষুন্ন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ক্ষুণ্ন = ক্ষুণ্ণ

অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন:
13.

শুণ্য

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শুণ্য = শূন্য।

অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন:
14.

ভৌগলিক

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ভৌগলিক = ভৌগোলিক

অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন:
15.

লজ্জাস্কর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

লজ্জাস্কর = লজ্জাকর

অর্থসহ বাক্য রচনা করুন:
16.

গোড়ায় গলদ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গোড়ায় গলদ (প্রথমেই ত্রুটি): বই না কিনেই ক্লাসে এসেছ, তোমার তো দেখছি গোড়াতেই গলদ। 

অর্থসহ বাক্য রচনা করুন:
17.

তালকানা

Created: 4 weeks ago | Updated: 10 hours ago

তালকানা (বেতাল হওয়া): তালকানা লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।

অর্থসহ বাক্য রচনা করুন:
18.

আকাশ কুসুম

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে ।

বিপরীত শব্দ লিখুন
19.

অলীক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অলীক = সত্য/ বাস্তব।

বিপরীত শব্দ লিখুন
20.

অগ্রজ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অগ্রজ = অনুজ ।

বিপরীত শব্দ লিখুন
21.

ইতর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ইতর = ভদ্র

বিপরীত শব্দ লিখুন
22.

বক্তা

Created: 4 weeks ago | Updated: 1 week ago

বক্তা = শ্রোতা 

বিপরীত শব্দ লিখুন
23.

পাশবিক

Created: 4 weeks ago | Updated: 1 week ago

পাশবিক = মানবিক 

Put articles in the blanks:
24.

The pied went to ____street.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The pied piper went to the Street. 

বাক্যের অর্থঃ বিচিত্রে বংশীবাদক রাস্তায় নেমে গেলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He took out a pipe from his pocket. 

বাক্যের অর্থঃ পকেট থেকে সে একটি বাঁশি বের করলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Then he began to play an uncommon tune. 

বাক্যের অর্থঃ এরপর সে একটি অচেনা সুর ধরলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The rats from every house came out tumbling.

বাক্যের অর্থঃ হুড়মুড় খেয়ে প্রত্যেক বাড়ির ইদুর বের হয়ে এলো।

Put articles in the blanks:
28.

____piper moved along the streets.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The piper moved along the streets. 

বাক্যের অর্থঃ বংশীবাদক রাস্তা বরাবর চলতে লাগলেন।

Correct the following sentences:
29.

The gold is a precious metal

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The gold is a precious metal. 

= Gold is a precious metal. বাক্যের অর্থঃ স্বর্ণ মূল্যবান ধাতু।

Correct the following sentences:
30.

Ill news run fast.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Ill news run fast. 

= Ill news runs fast. বাক্যের অর্থঃ মন্দ খবর বাতাসের আগে যায় ।

Correct the following sentences:
31.

I saw a bad dream

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I saw a bad dream. 

= I dreamt a bad dream. বাক্যের অর্থঃ আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি।

Correct the following sentences:
32.

I knew him a doctor

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I knew him a doctor. 

= I knew he is a doctor. বাক্যের অর্থঃ আমি একজন ডাক্তারকে চিনি।

Correct the following sentences:
33.

He is more junior then me.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He is more junior then me. 

= He is junior to me. বাক্যের অর্থঃ সে আমার চেয়ে ছোট।

Translate the following sentences from Bengali to English.
34.

আজ খুব গরম, তাইনা?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আজ খুব গরম, তাই না? 

= Today is very hot, isn't it?

Translate the following sentences from Bengali to English.
35.

বর্ষা আরম্ভ হয়েছে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বর্ষা আরম্ভ হয়েছে। 

= The rains have set in.

Translate the following sentences from Bengali to English.
36.

দশটা বাজতে দশ মিনিট বাকি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দশটা বাজতে দশ মিনিট বাকি । 

= It is ten to ten.

Translate the following sentences from Bengali to English.
37.

পাপের ধন প্রায়শ্চিতে যায়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। 

= Ill got ill spent.

Translate the following sentences from Bengali to English.
38.

এখানে থুথু ফেলবেন না। 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

এখানে থুথু ফেলবেন না। 

= Don't spit here.

Use correct form of verb in the following sentence;
39.

I saw the farmer (plough ) his land.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I saw the farmer ploughing his land.  

বাক্যের অর্থঃ আমি দেখলাম একজন কৃষক জমি চাষ করছেন।

Use correct form of verb in the following sentence;
40.

If he read, he ( pass)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

If he read, he would pass

বাক্যের অর্থঃ সে পড়লে পাস করতো।

Use correct form of verb in the following sentence;
41.

Listen , the clock (strick)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Listen, the clock is striking

বাক্যের অর্থঃ ঘড়ির ঠকঠক শব্দ শুনো ।

Use correct form of verb in the following sentence;
42.

It it high time he ( leave ) the place.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

It is high time he left the place. 

বাক্যের অর্থঃ এখান থেকে কেটে পরার এখনই উত্তম সময়।

Use correct form of verb in the following sentence;
43.

Speak the truth or you (punish)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Speak the truth or you will be punished 

বাক্যের অর্থঃ সত্য বলো নইলে শাস্তি পাবে।

Make sentences with the following idioms /phrase.
44.

Call it a day

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Call it a day (নিবৃত্ত বা ক্ষান্ত হওয়া): You've been studying hard – I think you should call it a day.

Make sentences with the following idioms /phrase.
45.

Run short

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Run short (টান ধরা/ কম পড়া): There is a run short of the meal at the party.

Make sentences with the following idioms /phrase.
46.

Slow coach

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Slow coach (কাজকর্মে শ্লথগতি বা নির্বোধ বা যেকোন ধ্যান-ধারণা পোষণকারী অনগ্রসর লোক): A slow coach can not prosper in life.

Make sentences with the following idioms /phrase.
47.

A trying time

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

A trying time (দুঃসময়): Rony did not help me at my trying time.

Make sentences with the following idioms /phrase.
48.

End with smoke 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

End with smoke ( ব্যর্থতার পর্যবেসিত হওয়া): All his plans ended with smoke.

দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৪ ফুট

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল =  ×  =  বর্গফুট

প্রশ্নমতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬৪ বর্গফুট

∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য =  = ৮ ফুট

অতএব, বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য

=  ×  =  ফুট।

এখানে, ১৫ মিনিটে খালি হয় = ১টি চৌবাচ্চা ।

∴ ৭ মিনিটে খালি হয় =  অংশ

∴ পানিপূর্ণ অংশ =  -  = - =  অংশ

দেওয়া আছে, সম্পূর্ণ পাত্রে পানির পরিমাণ ৩০ ঘনফুট

∴ চৌবাচ্চার  অংশ পানির পরিমাণ =  ×  = ১৬ ঘনফুট ।

১০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ – ১০ = ৯০ টাকা

অর্থাৎ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

∴ বিক্রয়মূল্য ৪,৫০০ টাকা হলে ক্রয়মূল্য  =  ×  = ৫,০০০ টাকা

২টি গরুর মূল্য = ১৮,০০০ টাকা

∴ ১টি গরুর মূল্য =  = ৯,০০০ টাকা

∴ ৫টি গরুর মূল্য = , ×   = ৪৫,০০০ টাকা 

যেহেতু ১৫টি ভেড়ার মূল্য = ৫টি গরুর মূল্য

১৫টি ভেড়ার মূল্য = ৪৫,০০০ টাকা

∴  ১টি ভেড়ার মূল্য =  = ৩,০০০ টাকা

∴  ৩টি ভেড়ার মূল্য =  ×  = ৯,০০০ টাকা ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দেওয়া আছে, x2+x42 = 52 + 5 - 42 =  25 + 5 - 42 =  262 = 13

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ই-মেইল এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক মেইল। এটি হলো ডিজিটাল বার্তা । এখানে কাগজ কলম ব্যবহারের পরিবর্তে কিবোর্ড, ফোন বা কম্পিউটার ব্যবহার করা যায়। অর্থাৎ, ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা।

বায়োমেট্রিক সিস্টেম সেন্সর ব্যবহার করে প্রার্থী বা ব্যবহারকারীর কাছ থেকে নমুনা গ্রহণ করে। প্রক্রিয়াকরণ ইউনিট ব্যবহার করে নমুনা থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বের করে আনে এবং অ্যালগোরিদম ব্যবহার করে ডেটাবেজে সংরক্ষিত নমুনার সাথে তুলনা করে। যখন ইনপুট নমুনা ডেটাবেজের কোন একটি নমুনার সাথে মিলে তখন বায়োমেট্রিক সিস্টেম ব্যক্তিকে অ্যাক্সেস করতে দেয়; অন্যথায় প্রত্যাখ্যান করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি, ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করে ১১ জানুয়ারি, ১৯৭২ সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ।

২৩ মার্চ, ১৯৭২ বিচারপতি আবু সাঈদ চৌধুরী কতৃক জারিকৃত বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয় ২৬ মার্চ, ১৯৭১ থেকে । আর নবগঠিত এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল, ১৯৭২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন ‘সংবিধান'। প্রচলিত অর্থে সরকার হচ্ছে শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের সমষ্টি । আরে বিভাগ গুলোর মধ্যে ক্ষমতা বণ্টন, সরকারি কাজ পরিচালনা, সরকারের সাথে জনগণের সম্পর্ক নির্ধারণ ইত্যাদি বিষয়ের কতগুলো নিয়মকানুন থাকে যা সমষ্টি আকারে সংবিধানে পরিণত হয়।

সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহবান করেন। উক্ত ধারা অনুসারে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভঙ্গ করতে পারেন এবং প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করতে পারেন ।

লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান একজন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি। তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করেছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম ‘House of the nation'। ২৮ জানুয়ারি ১৯৮২ এ ভবনটি উদ্ধোধন করা হয় ।

মুক্তিযোদ্ধাদের যেসব খেতাবে ভূষিত করা হয়েছেঃ ক) বীরশ্রেষ্ঠ (৭ জন)। খ) বীর উত্তম (৬৯ জন)। গ) বীর বিক্রম (১৭৫ জন) । ঘ) বীর প্রতীক (৪২৬ জন) ।

এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফোরাস প্রণালী।

এশিয়ার স্থল বেষ্টিত দেশগুলো হলোঃ নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান 

এশিয়া মহাদেশে ৪৮টি দেশ আছে, এদের মধ্যে চারটি (রাশিয়া, কাজাখস্তান, তুরস্ক, এবং আজারবাইজান) দেশের ইউরোপে অংশ আছে ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

UNDP এর পূর্ণরূপ হলোঃ United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

SOD এর পূর্ণরূপ হলোঃ Segregation of Duties.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ATM এর পূর্ণরূপ হলোঃ Automated Teller Machine, 

ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।

মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২নং সেক্টরের অধীন ছিল। উল্লেখ্য, ঢাকা, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, নোয়াখালী ও ফরিদপুর জেলার অংশবিশেষ। মেলাঘর, আগরতলা, ত্রিপুরা, ভারতে এই সেক্টরের সদরদপ্তর ছিলো আর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ. টি. এম. হায়দার।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, ‘একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ । কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। যা ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয় ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

MAN এর পূর্ণরূপ হলোঃ Metropolitan Area Network. 

'ডিজিটাল বাংলাদেশ' কথাটি প্রথম সামনে আসে ২০০৮ সালে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে' পরিণত হবে ।

Related Sub Categories