x + y = 5 এবং xy= 6 হলে তবে x-y এর মান কত?
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০/- টাকা খরচ হয়। যদি এই কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০/- টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ xa8 −x9
২ জন পুরুষ এবং ২ জন বালক যে কাজ ৬ দিনে সম্পন্ন করতে পারে, ৩ জন পুরুষ এবং ৮ জন বালক তা ৩ দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ বা একজন বালক ঐ কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে?