১০০ টাকার ১ বছরের সুদ ২০ টাকা হলে ১০০০ টাকার ২ বছরের সুদ কত হবে?
এক ব্যক্তি ১৫০০ টাকার কিছু জিনিস কিনে ১/৩ অংশ ৪% ক্ষতিতে বিক্রয় করলো। এখন বিক্রয়মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করে তার মোটের ওপর ৪% লাভ হবে?
একটি অফিসে ২ জন কর্মকর্তা, ৭ জন অফিস সহকারি এবং ৩ জন অফিস সহায়ক আছে। ১ জন অফিস সহায়ক ১ টাকা বেতন পেলে ১ জন অফিস সহকারি পান ২ টাকা এবং ১ জন কর্মকর্তা পান ৪ টাকা। তাদের সকলের বেতন ১৫০০০০ টাকা হলে, কে কত টাকা বেতন পান?
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?