বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি, ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করে ১১ জানুয়ারি, ১৯৭২ সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ।
২৩ মার্চ, ১৯৭২ বিচারপতি আবু সাঈদ চৌধুরী কতৃক জারিকৃত বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয় ২৬ মার্চ, ১৯৭১ থেকে । আর নবগঠিত এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল, ১৯৭২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন ‘সংবিধান'। প্রচলিত অর্থে সরকার হচ্ছে শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের সমষ্টি । আরে বিভাগ গুলোর মধ্যে ক্ষমতা বণ্টন, সরকারি কাজ পরিচালনা, সরকারের সাথে জনগণের সম্পর্ক নির্ধারণ ইত্যাদি বিষয়ের কতগুলো নিয়মকানুন থাকে যা সমষ্টি আকারে সংবিধানে পরিণত হয়।
সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহবান করেন। উক্ত ধারা অনুসারে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভঙ্গ করতে পারেন এবং প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করতে পারেন ।
লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান একজন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি। তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করেছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম ‘House of the nation'। ২৮ জানুয়ারি ১৯৮২ এ ভবনটি উদ্ধোধন করা হয় ।
মুক্তিযোদ্ধাদের যেসব খেতাবে ভূষিত করা হয়েছেঃ ক) বীরশ্রেষ্ঠ (৭ জন)। খ) বীর উত্তম (৬৯ জন)। গ) বীর বিক্রম (১৭৫ জন) । ঘ) বীর প্রতীক (৪২৬ জন) ।
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফোরাস প্রণালী।
এশিয়ার স্থল বেষ্টিত দেশগুলো হলোঃ নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান
এশিয়া মহাদেশে ৪৮টি দেশ আছে, এদের মধ্যে চারটি (রাশিয়া, কাজাখস্তান, তুরস্ক, এবং আজারবাইজান) দেশের ইউরোপে অংশ আছে ।
UNDP এর পূর্ণরূপ হলোঃ United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
SOD এর পূর্ণরূপ হলোঃ Segregation of Duties.
ATM এর পূর্ণরূপ হলোঃ Automated Teller Machine,
ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২নং সেক্টরের অধীন ছিল। উল্লেখ্য, ঢাকা, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, নোয়াখালী ও ফরিদপুর জেলার অংশবিশেষ। মেলাঘর, আগরতলা, ত্রিপুরা, ভারতে এই সেক্টরের সদরদপ্তর ছিলো আর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ. টি. এম. হায়দার।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, ‘একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ । কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ ।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। যা ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয় ।
MAN এর পূর্ণরূপ হলোঃ Metropolitan Area Network.
'ডিজিটাল বাংলাদেশ' কথাটি প্রথম সামনে আসে ২০০৮ সালে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে' পরিণত হবে ।