পরিবেশ অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (2018) || 2018

All

সকল বিষয়

ক্রিয়ার কাল তিন প্রকারঃ 

১. বর্তমান কাল: সকালে সূর্য ওঠে। 

২. অতীতকাল: বাবা প্রতিদিন বাজার করতেন। 

৩. ভবিষ্যত কাল: সে পরও বাড়িতে যাবে।

এক কথায় প্রকাশ করুন:
2.

অন্য দেশ

Created: 3 months ago | Updated: 6 days ago

অন্য দেশ = দেশান্তর

Created: 3 months ago | Updated: 1 week ago

অসম্ভব কান্ড ঘটাইতে অতিশয় পটু = অঘটন পটিয়সী

এক কথায় প্রকাশ করুন:
4.

ক্রমে যাহা আসিয়াছে

Created: 3 months ago | Updated: 6 days ago

ক্রমে যাহা আসিয়াছে = ক্রমানুসারে

এক কথায় প্রকাশ করুন:
5.

যাহার দুই হাত সমান চলে

Created: 3 months ago | Updated: 3 days ago

যাহার দুই হাত সমান চলে = সব্যসাচী

এক কথায় প্রকাশ করুন:
6.

দেখিবার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 6 days ago

দেখিবার ইচ্ছা = দিদীক্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

প্রশ্নাবলি

Created: 3 months ago | Updated: 1 week ago

প্রশ্নাবলি = প্রশ্ন + আবলি 

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

বোধোদয়

Created: 3 months ago | Updated: 1 week ago

বোধোদয় = বোধ + উদয়

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

স্বল্প

Created: 3 months ago | Updated: 6 days ago

স্বপ্ন = সু + অল্প

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

সপ্তর্ষি 

Created: 3 months ago | Updated: 2 days ago

সপ্তর্ষি = সপ্ত + ঋষি

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

নৈতিক

Created: 3 months ago | Updated: 1 week ago

নীতি +ইক=নৈতিক 

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

মহাশয়

Created: 3 months ago | Updated: 6 days ago

সপ্তর্ষি = স + ঋষি

                                                                                                                    "পরিবেশ দূষণ ও এর প্রতিকার"

বর্তমানে পৃথিবীজুড়ে পরিবেশ দূষণ একটি ব্যাপক আলোচিত ঘটনা যা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করছে। গত কয়েক দশক ধরে প্রকৃতি বিজ্ঞানীরা মানব জাতিকে সতর্ক ও সচেতন হতে নির্দেশ দিয়ে আসছেন। পরিবেশ দূষণ মানব সমাজে নিদারুন সংকটের সৃষ্টি করেছে এবং মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিবেশ দূষণের ফলে শুধু মানব গোষ্ঠীই নয়, বরং সমস্থ জীবকূলের অস্তিত্ব এই পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। দূষণ পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোর স্বকীয়তা নষ্ট করে দেয়। পরিবেশে বিভিন্ন উপাদানে ক্ষতিকারক বস্তুর অনুপ্রবেশ ঘটে। বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ওডামের মতে, “বায়ু, পানি, মাটি” ইত্যাদি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন মানব সভ্যতাকে অথবা কোন প্রজাতির জীবনকে সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পর্কে ক্ষতিগ্রস্থ করেছে বা করতে পারে, তাকেই দূষণ বলে। পরিবেশ দূষণের প্রকারভেদগুলো হলোঃ পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ । 

পানি দূষণমুক্ত রাখতে করণীয়: 

১. পানিতে আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য না ফেলা। 

২. উপযুক্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা। 

৩. ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার।

৪. জমিতে সার বা কীটনাশক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। 

বায়ু দূষণমুক্ত রাখতে করণীয়: 

১. ধুমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা। 

২. ওজোন স্তরে ছিদ্র হয়ে যে সমস্যার সম্ভাবনা রয়েছে তা প্রতিরোধ করা। 

৩. গ্রীণ হাউজ গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা। 

৪. আবর্জনাকে ধরণ অনুযায়ী পৃথক করে জমা ও অপসারণ করা। ৫. জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহী করা। 

শব্দ দূষণ রোধে করণীয় : 

১. উচ্চস্বরে কথা/চিৎকার করা যাবে না। 

২. জোরে গান বাজানো যাবে না। 

৩. হাইড্রোলিক হর্ণ/ বোমাবাজি/ বিকট আওয়াজে স্লোগান ইত্যাদি করা 

মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়: 

১. প্লাস্টিকের ব্যাগ, পলিথিন পরিহার করতে হবে। 

২. বৃক্ষরোপন, পাহাড় ও উচ্চভূমি রক্ষা করতে হবে।

৩. কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। 

৪. ইটের বিকল্পে ব্লক ইট ব্যবহার। 

৫. পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
14.

অক্কা পাওয়া

Created: 3 months ago | Updated: 1 week ago

অক্কা পাওয়া (মারা যাওয়া) = লোকটি হজ্জ করতে গিয়ে অক্কা পেয়েছে।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
15.

গোবরে পদ্মফুল

Created: 3 months ago | Updated: 1 week ago

গোবরে পদ্মফুল (অস্থানে ভালো জিনিস) = দিন মজুর আব্দুলের ছেলে পরিক্ষায় প্রথম হয়েছে, একবারে গোবরে পদ্মফুল। 

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
16.

বসন্তের কোকিল

Created: 3 months ago | Updated: 1 week ago

বসন্তের কোকিল (সু দিনের বন্ধু) = হাবিব তো বসন্তের কোকিল, দুঃখের দিনে পাশে থাকবে না।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
17.

মানিকজোড়

Created: 3 months ago | Updated: 1 week ago

মানিকজোড় (অন্তরঙ্গ বন্ধুদ্বয়) = আলতাফ ও শরীফের গলায় গলায় ভাব, দুটিতে যে মানিকজোড়, কেউ কাউকে একদন্ড ছেড়ে থাকতে পারে না।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
18.

ঠোঁট কাটা

Created: 3 months ago | Updated: 6 days ago

ঠোঁটকাটা (স্পষ্টভাষী) = এমন ঠোঁটকাটা লোক আর দেখিনি, গুরুজনের সামনে ওর মুখে কিছু আটকায় না।

Parts of speech ৮ (আট) প্রকার। যথাঃ 

1. Noun- Moonjareen 

2. Pronoun- She 

3. Adjective-good 

4. Verb- go 

5. Adverb- quickly 

6. Preposition-to 

7. Conjunction-and 

8. Interjection- Hurrah!

ইংরেজিতে অনুবাদ করুন:
20.

Water boils___you heat it to 100 degree centigrade.

Created: 3 months ago | Updated: 6 days ago

Water boils when you heat it to 100 degree centigrade.

Created: 3 months ago | Updated: 1 week ago

দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করে।

= Corruption hinders/prevents the developments.

Created: 3 months ago | Updated: 14 hours ago

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।

= 26th March is the independence day of Bangladesh.

ইংরেজিতে অনুবাদ করুন:
23.

আমি গতকাল ঢাকায় এসেছি।

Created: 3 months ago | Updated: 6 days ago

আমি গতকাল ঢাকায় এসেছি।

= I had come to Dhaka yesterday.

Created: 3 months ago | Updated: 1 week ago

বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ।

= Bangladesh is a democratic country.

ইংরেজিতে অনুবাদ করুন:
25.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল।

Created: 3 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল।

= The Jackfruit is the national fruit of Bangladesh.

                                                                                   “International Mother Language Day”

Mother tongue is the initial Language one learns as a baby, the Language one grows up knows go which is also known as the native language. A child first comprehends what is around him/her through the language they hear. Mother tongue is valuable due to several reasons. When Pakistan was created in 1947, it had two different parts: East Pakistan (currently known as Bangladesh) and West Pakistan (currently known as Pakistan). The two parts were very different to each other in sense of culture, language, etc. The two parts were also separated by India in between. In 1948, the then Government of Pakistan declared Urdu to be the sole national language of Pakistan even though Bengali or Bangla was spoken by the majority of people combining East Pakistan (now Bangladesh) and West Pakistan (now Pakistan) The East Pakistan people protested, since the demanded Bangla to be at least one of the national languages, in addition to Urdu. majority of the population was from East Pakistan and their mother language was Bangla. They To demolish the protest, the government of Pakistan outlawed public meeting and rallies. The students of the University of Dhaka, with the support of the general public, arranged massive rallies and meetings. On 21 February 1952, police opened fire on rallies. Salam, Barkat Rafiq, Jabbar and Shafiur died, with hundreds of others injured. This is one of the very rare incidents in history, where people had to sacrifice their lives for their mother tongue.

The sacrifice of the martyrs was not wasted. After years of continuously growing protests, greater rallies, great other sacrifices by the Bangladeshis (then East Pakistanis). in 1956, the government was bound to grant official status to Bangla. Since then Bangladeshis celebrate the International Mother Language Day as one of the tragic days. They go to Shahid Minar, a monument built to honor the martyrs, and express their deep sorrow and gratefulness to the martyrs. Mother tongue is crucial in framing the thinking and emotions of people. A language plays a very good part in life of a human being. The language facilitates a comprehension of the surrounding learning of concepts and at training of various skills. Additionally, Mother tongue cultivates confidence and a sense of self worth to a child in learning other things. Mother tongue is a powerful tool in advancing the learning in people. In childhood, when a kid speeds its time with parents, friends and other, it develops communication skills, skills that become paramount in school settings etc. Also when parents tell story or discuss mother with their children it develops their language and communication terminology and concepts. Mother tongue develops a strong foundation for learning and additional second language. Having strong foundation of mother language the children always get advantage to learn a second language. Mother language develops a personal and cultural identity. Personal identity emerges out of a person's understanding of himself, his surrounding and his history. The great leader Nelson Mendela said "Talk to a person in his language, and it go to his heart". The knowledge of the native language is a crucial aspect of a person's life. It not only stimulate one's confidence but also create awareness of an individual and cultural identity, facilities learning create job opportunities keep very confident.

শূণ্যস্থান পূরণ করুন:
27.

He died____over eating.

Created: 3 months ago | Updated: 1 week ago

He died from over eating.

শূণ্যস্থান পূরণ করুন:
28.

Open____page 40.

Created: 3 months ago | Updated: 1 week ago

Open at page 40.

শূণ্যস্থান পূরণ করুন:
29.

The rabian Nights___still a great favourite.

Created: 3 months ago | Updated: 1 day ago

The rabian Nights is still a great favourite.
 

শূণ্যস্থান পূরণ করুন:
30.

He has been ill____Friday last.

Created: 3 months ago | Updated: 1 day ago

He has been ill since Friday last.

দেওয়া আছে, ৭টি সংখ্যার গড় = ৪০ 

৭টি সংখ্যার সমষ্টি = ৪০×=

আবার, ৩টি সংখ্যার গড় = ২১

 ৩টি সংখ্যার সমষ্টি = ২১×=

এখন, (৭+৩) = ১০টি সংখ্যার যোগফল =২৮০ +৬৭৩ = ৩৪৩

১০টি সংখ্যার গড় = =.

Created: 3 months ago | Updated: 3 days ago

দেয়া আছে,  (a-b)3+(b-c)3+(c-a)3

মনে করি, ‍a-b = x; b-c = y; c-a = z

x + y + z =a - b + b - c + c - a =0

এখন, x3+y3+z3=x3+y3+z3-3xyz+3xyz.

কিন্তু আমরা জানি, x3+y3+z3-3xyz=12(x+y+z) {(x-y)3+(y-z)3+(z-x)3} + 3xyz

অর্থ্যাৎ x3+y3+z3=12(x+y+z) {(x-y)3+(y-z)3+(z-x)3} + 3xyz

=12×0×{ (x-y)2+(y-z)2+(z-x)2} + 3xyz=3xyz (a-b)3+(b-c)3+(c-a)3=3(a-b)+(b-c)+(c-a).

Created: 3 months ago | Updated: 6 days ago

বায়ু দূষণে স্বাস্থ্যের উপর প্রভাবঃ ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশে বায়ুকে দুষিত করে। বায়ু দুষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ ও সম্পদ নষ্ট হয়। নিচে বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের উপর কয়েকটি বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা:

→ বায়ু দূষনের প্রধান উপাদান কার্বন মনোক্সাইড আমাদের রক্তে অক্সিজেন গ্রহণের পরিমাণ কমিয়ে দেয়। 

→ বায়ু দূষণের আরেকটি উপাদান ব্লেড বা সীসা যা শিশুদের বেশি ক্ষতি করে। এর প্রভাবে হজম প্রক্রিয়া ও স্নায়ুতন্ত  ক্ষতিগ্রস্থ হয়।

→ বিষাক্ত ওজোনের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। 

→ নাইট্রোজেন-ডাই-অক্সাইডের প্রভাবে বাচ্চাদের শীতের সময় সর্দি কাশির প্রকোপ বেড়ে যায়। 

→ ফুসফুসে ক্যান্সারের অন্যতম কারণ বায়ু দূষণ ।

Created: 3 months ago | Updated: 3 days ago

পানি দূষণের কারণঃ পানি দূষণের কয়েকটি কারণ নিচে দেয়া হলো। এগুলো হলোঃ 

> জলাশয়ের পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। 

> পানিতে জীব জন্তুর মৃত দেহ ফেললে পানি দূষিত হয়। 

> কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ ফেললে পানি দূষিত হয়। 

> পুকুরের পানিতে কাপড় কাঁচলে ও গরু ছাগল গোসল করালে পানি দূষিত হয়। 

> চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক ঔষধ ও সার বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে পানি দূষিত করে। 

বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

Created: 3 months ago | Updated: 6 days ago

”অসমাপ্ত আত্মজীবনী” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের সমুদ্র বন্দর ৩টি। মংলা, চট্রগ্রাম ও পায়রা।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

ইলিশ মাছ, জামদানি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক ( জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

২টি গ্রীণ হাউস গ্যাসের নাম মিথেন, ওজোন।

Created: 3 months ago | Updated: 1 day ago

পলিথিন প্লাস্টিক দ্রব্য। আর এটি বন্যপ্রাণি, বন্যপ্রাণির আবাসস্থল ও পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর প্রভাব ফেলে।

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটারের প্রধান অংশগুলোঃ ১. ইনপুট, ২. আউটপুট ৩. প্রসেসর ৪. মেমোরি।

সংক্ষেপে উত্তর দিন:
45.

কম্পিউটার ভাইরাস কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কপি হতে পারে।

Related Sub Categories