পরিবেশ অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (2018) || 2018

All

ক্রিয়ার কাল তিন প্রকারঃ 

১. বর্তমান কাল: সকালে সূর্য ওঠে। 

২. অতীতকাল: বাবা প্রতিদিন বাজার করতেন। 

৩. ভবিষ্যত কাল: সে পরও বাড়িতে যাবে।

এক কথায় প্রকাশ করুন:
2.

অন্য দেশ

Created: 3 months ago | Updated: 6 days ago

অন্য দেশ = দেশান্তর

Created: 3 months ago | Updated: 1 week ago

অসম্ভব কান্ড ঘটাইতে অতিশয় পটু = অঘটন পটিয়সী

এক কথায় প্রকাশ করুন:
4.

ক্রমে যাহা আসিয়াছে

Created: 3 months ago | Updated: 6 days ago

ক্রমে যাহা আসিয়াছে = ক্রমানুসারে

এক কথায় প্রকাশ করুন:
5.

যাহার দুই হাত সমান চলে

Created: 3 months ago | Updated: 3 days ago

যাহার দুই হাত সমান চলে = সব্যসাচী

এক কথায় প্রকাশ করুন:
6.

দেখিবার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 6 days ago

দেখিবার ইচ্ছা = দিদীক্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

প্রশ্নাবলি

Created: 3 months ago | Updated: 1 week ago

প্রশ্নাবলি = প্রশ্ন + আবলি 

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

বোধোদয়

Created: 3 months ago | Updated: 1 week ago

বোধোদয় = বোধ + উদয়

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

স্বল্প

Created: 3 months ago | Updated: 6 days ago

স্বপ্ন = সু + অল্প

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

সপ্তর্ষি 

Created: 3 months ago | Updated: 1 day ago

সপ্তর্ষি = সপ্ত + ঋষি

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

নৈতিক

Created: 3 months ago | Updated: 1 week ago

নীতি +ইক=নৈতিক 

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

মহাশয়

Created: 3 months ago | Updated: 6 days ago

সপ্তর্ষি = স + ঋষি

                                                                                                                    "পরিবেশ দূষণ ও এর প্রতিকার"

বর্তমানে পৃথিবীজুড়ে পরিবেশ দূষণ একটি ব্যাপক আলোচিত ঘটনা যা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করছে। গত কয়েক দশক ধরে প্রকৃতি বিজ্ঞানীরা মানব জাতিকে সতর্ক ও সচেতন হতে নির্দেশ দিয়ে আসছেন। পরিবেশ দূষণ মানব সমাজে নিদারুন সংকটের সৃষ্টি করেছে এবং মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিবেশ দূষণের ফলে শুধু মানব গোষ্ঠীই নয়, বরং সমস্থ জীবকূলের অস্তিত্ব এই পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। দূষণ পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোর স্বকীয়তা নষ্ট করে দেয়। পরিবেশে বিভিন্ন উপাদানে ক্ষতিকারক বস্তুর অনুপ্রবেশ ঘটে। বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ওডামের মতে, “বায়ু, পানি, মাটি” ইত্যাদি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন মানব সভ্যতাকে অথবা কোন প্রজাতির জীবনকে সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পর্কে ক্ষতিগ্রস্থ করেছে বা করতে পারে, তাকেই দূষণ বলে। পরিবেশ দূষণের প্রকারভেদগুলো হলোঃ পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ । 

পানি দূষণমুক্ত রাখতে করণীয়: 

১. পানিতে আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য না ফেলা। 

২. উপযুক্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা। 

৩. ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার।

৪. জমিতে সার বা কীটনাশক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। 

বায়ু দূষণমুক্ত রাখতে করণীয়: 

১. ধুমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা। 

২. ওজোন স্তরে ছিদ্র হয়ে যে সমস্যার সম্ভাবনা রয়েছে তা প্রতিরোধ করা। 

৩. গ্রীণ হাউজ গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা। 

৪. আবর্জনাকে ধরণ অনুযায়ী পৃথক করে জমা ও অপসারণ করা। ৫. জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহী করা। 

শব্দ দূষণ রোধে করণীয় : 

১. উচ্চস্বরে কথা/চিৎকার করা যাবে না। 

২. জোরে গান বাজানো যাবে না। 

৩. হাইড্রোলিক হর্ণ/ বোমাবাজি/ বিকট আওয়াজে স্লোগান ইত্যাদি করা 

মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়: 

১. প্লাস্টিকের ব্যাগ, পলিথিন পরিহার করতে হবে। 

২. বৃক্ষরোপন, পাহাড় ও উচ্চভূমি রক্ষা করতে হবে।

৩. কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। 

৪. ইটের বিকল্পে ব্লক ইট ব্যবহার। 

৫. পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
14.

অক্কা পাওয়া

Created: 3 months ago | Updated: 1 week ago

অক্কা পাওয়া (মারা যাওয়া) = লোকটি হজ্জ করতে গিয়ে অক্কা পেয়েছে।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
15.

গোবরে পদ্মফুল

Created: 3 months ago | Updated: 1 week ago

গোবরে পদ্মফুল (অস্থানে ভালো জিনিস) = দিন মজুর আব্দুলের ছেলে পরিক্ষায় প্রথম হয়েছে, একবারে গোবরে পদ্মফুল। 

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
16.

বসন্তের কোকিল

Created: 3 months ago | Updated: 1 week ago

বসন্তের কোকিল (সু দিনের বন্ধু) = হাবিব তো বসন্তের কোকিল, দুঃখের দিনে পাশে থাকবে না।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
17.

মানিকজোড়

Created: 3 months ago | Updated: 1 week ago

মানিকজোড় (অন্তরঙ্গ বন্ধুদ্বয়) = আলতাফ ও শরীফের গলায় গলায় ভাব, দুটিতে যে মানিকজোড়, কেউ কাউকে একদন্ড ছেড়ে থাকতে পারে না।

নিম্নলিখিত বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন।
18.

ঠোঁট কাটা

Created: 3 months ago | Updated: 6 days ago

ঠোঁটকাটা (স্পষ্টভাষী) = এমন ঠোঁটকাটা লোক আর দেখিনি, গুরুজনের সামনে ওর মুখে কিছু আটকায় না।

Related Sub Categories