পরিবেশ অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (2018) || 2018

All

Created: 3 months ago | Updated: 6 days ago

বায়ু দূষণে স্বাস্থ্যের উপর প্রভাবঃ ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশে বায়ুকে দুষিত করে। বায়ু দুষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ ও সম্পদ নষ্ট হয়। নিচে বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের উপর কয়েকটি বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা:

→ বায়ু দূষনের প্রধান উপাদান কার্বন মনোক্সাইড আমাদের রক্তে অক্সিজেন গ্রহণের পরিমাণ কমিয়ে দেয়। 

→ বায়ু দূষণের আরেকটি উপাদান ব্লেড বা সীসা যা শিশুদের বেশি ক্ষতি করে। এর প্রভাবে হজম প্রক্রিয়া ও স্নায়ুতন্ত  ক্ষতিগ্রস্থ হয়।

→ বিষাক্ত ওজোনের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। 

→ নাইট্রোজেন-ডাই-অক্সাইডের প্রভাবে বাচ্চাদের শীতের সময় সর্দি কাশির প্রকোপ বেড়ে যায়। 

→ ফুসফুসে ক্যান্সারের অন্যতম কারণ বায়ু দূষণ ।

Created: 3 months ago | Updated: 3 days ago

পানি দূষণের কারণঃ পানি দূষণের কয়েকটি কারণ নিচে দেয়া হলো। এগুলো হলোঃ 

> জলাশয়ের পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। 

> পানিতে জীব জন্তুর মৃত দেহ ফেললে পানি দূষিত হয়। 

> কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ ফেললে পানি দূষিত হয়। 

> পুকুরের পানিতে কাপড় কাঁচলে ও গরু ছাগল গোসল করালে পানি দূষিত হয়। 

> চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক ঔষধ ও সার বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে পানি দূষিত করে। 

বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

Created: 3 months ago | Updated: 6 days ago

”অসমাপ্ত আত্মজীবনী” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের সমুদ্র বন্দর ৩টি। মংলা, চট্রগ্রাম ও পায়রা।

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

ইলিশ মাছ, জামদানি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক ( জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

২টি গ্রীণ হাউস গ্যাসের নাম মিথেন, ওজোন।

Created: 3 months ago | Updated: 1 day ago

পলিথিন প্লাস্টিক দ্রব্য। আর এটি বন্যপ্রাণি, বন্যপ্রাণির আবাসস্থল ও পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর প্রভাব ফেলে।

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটারের প্রধান অংশগুলোঃ ১. ইনপুট, ২. আউটপুট ৩. প্রসেসর ৪. মেমোরি।

সংক্ষেপে উত্তর দিন:
12.

কম্পিউটার ভাইরাস কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কপি হতে পারে।

Related Sub Categories