ডিজিটাল বাংলাদেশঃ 'রূপকল্প ২০২১' হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত সময়কাল। এগারো বছর মেয়াদি (২০১০-২০২১) একটি প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) এবং এর ওপর ভিত্তি করে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত এ রূপকল্প অর্জিত হবে। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মূখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের প্রতিচ্ছবি। ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ডিজিটাল বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার।
এ সতুায় কাপড় হয় না
এ সুতায় কাপড় হয় না = করণ কারকে সপ্তমী বিভক্তি।
দীনে দয়া কর
দীনে দয়া কর = সম্প্রদানে সপ্তমী
সোমবার থেকে পরীক্ষা শুরু
সোমবার থেকে পরীক্ষা শুরু = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ।
কান্নায় শোক মন্দীভুত হয়
কান্নায় শোক মন্দীভূত হয় = ভাবাধিকরণে সপ্তমী ।
ডাক্তার ডাক।
ডাক্তার ডাক = কর্মকারকে শূন্য বিভক্তি ।
যা বলা হয় নি
যা বলা হয় নি = অনুক্ত ।
যে ভবিষৎ না ভেবেই কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
উপকার করা ইচ্ছা
উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা ।
অক্ষির সম্মুখে
অক্ষির সম্মুখে = চাক্ষুষ।
যে বিষয়ে কোন বির্তক নেই
যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদিত।
প্রত্যক্ষ
প্রত্যক্ষ = প্রতি + অক্ষ ।
তন্বী
তন্বী = তনু + ঈ ।
পাবল
পাবক = পৌ + অক ।
বাগদান
বাগদান = বাক্ + দান।
কৃষ্টি
কৃষ্টি = কৃষ + তি ।
কান পাতলা
কানপাতলা (যে সবার কথা বিশ্বাস করে): কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।
হালে পানি পাওয়া
হালে পানি পাওয়া (সুবিধা করা): ব্যবসায় অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু হালে পানি পেলাম না ।
টনক নড়া
টনক নড়া (চৈতন্যোদয় হওয়া/ বুঝে ওঠা): ব্যবসায় ক্ষতি হতেই শফিক সাহেবের টনক নড়ল ।
পালের গোদা
পালের গোদা (দলপতি): পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, চ্যালা চামুন্ডাদের হাতে হাতকড়া পরিয়েছে।
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।
সহোদর
সহোদর = সমান উদর যার (বহুব্রীহি সমাস)।
রাজপথ
রাজপথ = পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
উপশহর
উপশহর = শহরের সদৃশ (অব্যয়ীভাব)।
গ্রামান্তর
গ্রামান্তর = অন্য গ্রাম (অব্যয়ীভাব সমাস, নিত্যসমাস)
‘Bangabandhu Satellite’
Bangladesh entered the space era, with the perfect and successful launching of the satellite of Bangabandhu - 1. On 11 May 2018, Bangladesh entered the space technology history books as the latest iteration (পুনরাবৃত্তি) of the Falcon 9 rocket by space took off from the Kennedy Space Center launch pad 39 A in cape Canaveral, Florida. Bangladesh is going to be the 57th country in space once Bangabandhu - 1 is launched. But the launch of satellite Bangabandhu 1 by Bangladesh brings both prospects (অনুসন্ধান করা) and challenges as it is expected (প্রত্যাশিত) to provide service for television channels, mobile phone companies, direct-to home TV service providers, internet connectivity in remote areas and for weather forecast as well as save foreign currency, while the challenges remain in running the venture (ঝুঁকিপুর্ন উদ্যোগ). This satellite will meet our needs with a data transmission capacity of 1.6 Gbps. This capacity will be used up quite quickly as we fill the gaps in geographic coverage of voice and internet data communication in the outlying (কেন্দ্র থেকে দুরবর্তী) areas or start providing emergency data back up lines for essential telecom services or get existing satellite television broadcasters to switch from foreign carriers to our own. In fine, we can say that we are for the first time in space, so there will remain some challenges besides more prospects. But success depends on the policies and operation of it and people working behind it. Obviously it is an epoch-making status for us in the universe and an overwhelming progress in the development of technology communication.
বাংলাদেশ একটি স্বাধীন দেশ
বাংলাদেশ একটি স্বাধীন দেশ = Bangladesh is an independent country.
১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস
১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস
= 26 March of 1971 is our independence day.
বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার
বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার
= Presently, average per capita income of Bangladesh is $1909.
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
= Bangladesh is now a role model of development.
আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত
আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত
= We are proud of our country.
In a nutshell
In a nutshell (সংক্ষেপে): Tell the story in a nutshell.
A red letter day
A red letter day (স্মরণীয় দিন): 30 December is a red letter day in my life.
Eng to smokes
End to smokes (ব্যর্থতায় পর্যবসিত হওয়া ): All of our efforts ended in smoke.
Abide by
Abide by (মেনে চলা): I said I would abide by their decision.
Cats and dog
Cats and dogs (মুষলধারে): It is raining cats and dogs.
Education is ____ backbone of a nation.
Education is the backbone of a nation.
শিক্ষাই জাতির মেরুদণ্ড
We are living in ___ global village
We are living in a global village.
আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করছি।
We should take all necessary steps ___ensure quality education.
We should take all necessary steps to ensure quality education.
এই গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিৎ
It is the root ____success
It is the root of success.
এটা সফলতার মূলমন্ত্র ।
It is linked ____SDGs
It is linked to SDGs.
এটি এসডিজির সাথে যুক্ত।
From: [email protected]
To: [email protected]
Sent: Monday, 01, January 2020; 6.00pm
Subject: New year greetings
Dear, Piya
Assalamu Alaikum. Hope you are well by the blessings of the almighty Allah. I offer my best wishes for the New Year 2020 to you and to all the members of your family. I hope you will increase your prayer and supplication to the most merciful Allah.
And do not forget to keep me in your prayers.
With the best Wishes
Your ever
Emon
Human life is very short
Human life is very short
= মানব জীবন খুবই ক্ষুদ্র
In this short span of life
In this short span of life
= জীবনের এই ক্ষুদ্র সময়ে ।
Everyone should have definite aim to attain success in life
Everyone should have definite aim to attain success in life
= সফলতা অর্জনের জন্য প্রত্যেকের সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত ।
In other words, our life is nothing but a journey towards success
In other words, our life is nothing but a journey towards success
= অন্য কথায়, সফলতার পানে যাত্রা ছাড়া আমাদের জীবন আর কিছুই নয় ।
To make the life successful, everyone must have specific goal
To make the life successful, everyone must have specific goal
= জীবনকে সাফল্যমন্ডিত করতে প্রত্যেকের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে।
Perseverance is the key to success
Perseverance is the key to success
= অধ্যবসায় সফলতার চাবি ।
করমুক্ত আয়সীমা = ২,৫০,০০০ টাকা
মনির সাহেবের মাসিক আয় = ৪৩,১৭০ টাকা
∴ মনির সাহেবের বার্ষিক আয় টাকা
∴ কর দিতে হবে টাকার উপর
অতএব, ১০% হারে কর দিতে হবে টাকা ৷
বাগানের ক্ষেত্রফল বর্গমিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য মিটার
∴ রাস্তাসহ বাগানের প্রস্থ মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল বর্গমিটার।
দেয়া আছে,
বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি?
বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম ব্যাস।
৪ মিটার সমান কত মিলিমিটার ?
৪ মিটার সমান = মিলিমিটার
এক কুইন্টাল সমান কত কেজি?
এক কুইন্টাল সমান ১০০ কেজি।
= কত?
= ০.০০০০১
১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৮টি
বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার এর সীমান্ত রয়েছে?
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে। উল্লেখ্য, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার) জেলা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে?
১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম বিশ্বকাপ ক্রিকেট আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করার পর ২০১৯ সালে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে বাংলাদেশ।
‘মাদার অব মিউমিনিটি উপাধি কে পেয়েছেন
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উপাধি দেয় ৷
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন কে?
প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে সীমান্ত বিশৃঙ্খলা সমাধানের জন্য ২০১৯ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ‘আবি আহমেদ আলী'।
UNHCR এর সদর দপ্তর কোথায়?
UNHCR এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। উল্লেখ্য, UNHCR হলো United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন। সংস্থাটি ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধানকে বলা হয় হাইকমিশনার। বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে কাজ করে UNHCR. এটি ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
‘ কারাগারের রোজনামচা’ কি ধরনের রচনা?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে। তাঁর রচিত প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত 'আত্মজীবনী' যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত একটানা ৬ বছর ধরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে এই ভয়ঙ্কর যুদ্ধ চলে। মিত্রশক্তির কাছে জাপান আত্মসমর্পণ করলে এ যুদ্ধের অবসান ঘটে। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
মুজিবর্ষের শুরু ও শেষ কবে?
৩১ অক্টোবর ২০১৯ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন কমিটি ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরটিকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি (স্থায়ী ৫টি এবং অস্থায়ী ১০টি)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এই ৫টি স্থায়ী সদস্যকে পি৫ (P5) বলা হয়। কারণ এদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে।
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন?
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান সর্বোচ্চ ১ ইনিংসে ৫/২৯টি উইকেট লাভ করেন আফগানিস্তানের বিপক্ষে । তিনি সর্বমোট ১১টি উইকেট লাভ করেন
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া দেশ । আন্তর্জাতিক আদালতে এই মামলা দায়ের করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।
কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
২০০২ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে।
বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া দিয়েছে?
২০১৬ সালে ৬৭ জন বীরাঙ্গনাকে ‘মুক্তিযোদ্ধা' স্বীকৃতি দেয়া হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নির্যাতিতদের ‘বীরঙ্গনা' স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মান জানান
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক রেখা অতিক্রম করেছে ?
বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি ভৌগলিক রেখা অতিক্রম করেছে ।
মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন?
১৭৭৮ সালে উইলকিন্স মুদ্রণযন্ত্র তৈরি করেন। পরবর্তী সময়ে পঞ্চানন কার্যকার তা উন্নত করেন
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত
ফরায়েজী আন্দোলন প্রতিষ্ঠাতা কে?
ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়ত উল্লাহ।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। এর দৈর্ঘ্য এবং প্রস্থ ১০ঃ৬।
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার অস্থায়ী সদস্যপদ লাভ করে যথাক্রমে ১৯৭৮ এবং ১৯৯৯ সালে।