ডিজিটাল বাংলাদেশঃ 'রূপকল্প ২০২১' হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত সময়কাল। এগারো বছর মেয়াদি (২০১০-২০২১) একটি প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) এবং এর ওপর ভিত্তি করে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত এ রূপকল্প অর্জিত হবে। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মূখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের প্রতিচ্ছবি। ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ডিজিটাল বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার।
এ সতুায় কাপড় হয় না
এ সুতায় কাপড় হয় না = করণ কারকে সপ্তমী বিভক্তি।
দীনে দয়া কর
দীনে দয়া কর = সম্প্রদানে সপ্তমী
সোমবার থেকে পরীক্ষা শুরু
সোমবার থেকে পরীক্ষা শুরু = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ।
কান্নায় শোক মন্দীভুত হয়
কান্নায় শোক মন্দীভূত হয় = ভাবাধিকরণে সপ্তমী ।
ডাক্তার ডাক।
ডাক্তার ডাক = কর্মকারকে শূন্য বিভক্তি ।
যা বলা হয় নি
যা বলা হয় নি = অনুক্ত ।
যে ভবিষৎ না ভেবেই কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
উপকার করা ইচ্ছা
উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা ।
অক্ষির সম্মুখে
অক্ষির সম্মুখে = চাক্ষুষ।
যে বিষয়ে কোন বির্তক নেই
যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদিত।
প্রত্যক্ষ
প্রত্যক্ষ = প্রতি + অক্ষ ।
তন্বী
তন্বী = তনু + ঈ ।
পাবল
পাবক = পৌ + অক ।
বাগদান
বাগদান = বাক্ + দান।
কৃষ্টি
কৃষ্টি = কৃষ + তি ।
কান পাতলা
কানপাতলা (যে সবার কথা বিশ্বাস করে): কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।
হালে পানি পাওয়া
হালে পানি পাওয়া (সুবিধা করা): ব্যবসায় অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু হালে পানি পেলাম না ।
টনক নড়া
টনক নড়া (চৈতন্যোদয় হওয়া/ বুঝে ওঠা): ব্যবসায় ক্ষতি হতেই শফিক সাহেবের টনক নড়ল ।
পালের গোদা
পালের গোদা (দলপতি): পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, চ্যালা চামুন্ডাদের হাতে হাতকড়া পরিয়েছে।
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।
সহোদর
সহোদর = সমান উদর যার (বহুব্রীহি সমাস)।
রাজপথ
রাজপথ = পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
উপশহর
উপশহর = শহরের সদৃশ (অব্যয়ীভাব)।
গ্রামান্তর
গ্রামান্তর = অন্য গ্রাম (অব্যয়ীভাব সমাস, নিত্যসমাস)