বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার এর সীমান্ত রয়েছে?
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে। উল্লেখ্য, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার) জেলা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে?
১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম বিশ্বকাপ ক্রিকেট আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করার পর ২০১৯ সালে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে বাংলাদেশ।
‘মাদার অব মিউমিনিটি উপাধি কে পেয়েছেন
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উপাধি দেয় ৷
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন কে?
প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে সীমান্ত বিশৃঙ্খলা সমাধানের জন্য ২০১৯ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ‘আবি আহমেদ আলী'।
UNHCR এর সদর দপ্তর কোথায়?
UNHCR এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। উল্লেখ্য, UNHCR হলো United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন। সংস্থাটি ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধানকে বলা হয় হাইকমিশনার। বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে কাজ করে UNHCR. এটি ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
‘ কারাগারের রোজনামচা’ কি ধরনের রচনা?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে। তাঁর রচিত প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত 'আত্মজীবনী' যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত একটানা ৬ বছর ধরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে এই ভয়ঙ্কর যুদ্ধ চলে। মিত্রশক্তির কাছে জাপান আত্মসমর্পণ করলে এ যুদ্ধের অবসান ঘটে। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
মুজিবর্ষের শুরু ও শেষ কবে?
৩১ অক্টোবর ২০১৯ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন কমিটি ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরটিকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি (স্থায়ী ৫টি এবং অস্থায়ী ১০টি)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এই ৫টি স্থায়ী সদস্যকে পি৫ (P5) বলা হয়। কারণ এদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে।
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন?
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান সর্বোচ্চ ১ ইনিংসে ৫/২৯টি উইকেট লাভ করেন আফগানিস্তানের বিপক্ষে । তিনি সর্বমোট ১১টি উইকেট লাভ করেন
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া দেশ । আন্তর্জাতিক আদালতে এই মামলা দায়ের করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।
কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
২০০২ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে।
বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া দিয়েছে?
২০১৬ সালে ৬৭ জন বীরাঙ্গনাকে ‘মুক্তিযোদ্ধা' স্বীকৃতি দেয়া হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নির্যাতিতদের ‘বীরঙ্গনা' স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মান জানান
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক রেখা অতিক্রম করেছে ?
বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি ভৌগলিক রেখা অতিক্রম করেছে ।
মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন?
১৭৭৮ সালে উইলকিন্স মুদ্রণযন্ত্র তৈরি করেন। পরবর্তী সময়ে পঞ্চানন কার্যকার তা উন্নত করেন
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত
ফরায়েজী আন্দোলন প্রতিষ্ঠাতা কে?
ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়ত উল্লাহ।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। এর দৈর্ঘ্য এবং প্রস্থ ১০ঃ৬।
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার অস্থায়ী সদস্যপদ লাভ করে যথাক্রমে ১৯৭৮ এবং ১৯৯৯ সালে।