অর্থ মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (17-01-2020) || 2020

All

ডিজিটাল বাংলাদেশঃ 'রূপকল্প ২০২১' হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত সময়কাল। এগারো বছর মেয়াদি (২০১০-২০২১) একটি প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) এবং এর ওপর ভিত্তি করে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত এ রূপকল্প অর্জিত হবে। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মূখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের প্রতিচ্ছবি। ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ডিজিটাল বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার। 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
2.

এ সতুায় কাপড় হয় না

Created: 3 months ago | Updated: 3 weeks ago

এ সুতায় কাপড় হয় না = করণ কারকে সপ্তমী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
3.

দীনে দয়া কর

Created: 3 months ago | Updated: 3 weeks ago

দীনে দয়া কর = সম্প্রদানে সপ্তমী 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
4.

সোমবার থেকে পরীক্ষা শুরু

Created: 3 months ago | Updated: 3 weeks ago

সোমবার থেকে পরীক্ষা শুরু = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
5.

কান্নায় শোক মন্দীভুত হয়

Created: 3 months ago | Updated: 2 weeks ago

কান্নায় শোক মন্দীভূত হয় = ভাবাধিকরণে সপ্তমী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
6.

ডাক্তার ডাক।

Created: 3 months ago | Updated: 3 weeks ago

ডাক্তার ডাক = কর্মকারকে শূন্য বিভক্তি ।

এক কথায় প্রকাশ করুন:
7.

যা বলা হয় নি

Created: 3 months ago | Updated: 5 days ago

যা বলা হয় নি = অনুক্ত ।

এক কথায় প্রকাশ করুন:
8.

যে ভবিষৎ না ভেবেই কাজ করে

Created: 3 months ago | Updated: 3 weeks ago

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।

এক কথায় প্রকাশ করুন:
9.

উপকার করা ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 weeks ago

উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা ।

এক কথায় প্রকাশ করুন:
10.

অক্ষির সম্মুখে

Created: 3 months ago | Updated: 3 days ago

অক্ষির সম্মুখে = চাক্ষুষ।

এক কথায় প্রকাশ করুন:
11.

যে বিষয়ে কোন বির্তক নেই

Created: 3 months ago | Updated: 3 weeks ago

যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদিত।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

প্রত্যক্ষ

Created: 3 months ago | Updated: 3 weeks ago

প্রত্যক্ষ = প্রতি + অক্ষ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

তন্বী

Created: 3 months ago | Updated: 3 weeks ago

তন্বী = তনু + ঈ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

পাবল

Created: 3 months ago | Updated: 3 weeks ago

পাবক = পৌ + অক ।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

বাগদান

Created: 3 months ago | Updated: 3 weeks ago

বাগদান = বাক্ + দান। 

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

কৃষ্টি

Created: 3 months ago | Updated: 3 weeks ago

কৃষ্টি = কৃষ + তি ।

অর্থসহ বাক্য রচনা করুন:
17.

কান পাতলা

Created: 3 months ago | Updated: 3 weeks ago

কানপাতলা (যে সবার কথা বিশ্বাস করে): কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।

অর্থসহ বাক্য রচনা করুন:
18.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 2 weeks ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
19.

হালে পানি পাওয়া

Created: 3 months ago | Updated: 3 weeks ago

হালে পানি পাওয়া (সুবিধা করা): ব্যবসায় অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু হালে পানি পেলাম না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
20.

টনক নড়া

Created: 3 months ago | Updated: 3 weeks ago

টনক নড়া (চৈতন্যোদয় হওয়া/ বুঝে ওঠা): ব্যবসায় ক্ষতি হতেই শফিক সাহেবের টনক নড়ল ।

অর্থসহ বাক্য রচনা করুন:
21.

পালের গোদা

Created: 3 months ago | Updated: 3 weeks ago

পালের গোদা (দলপতি): পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, চ্যালা চামুন্ডাদের হাতে হাতকড়া পরিয়েছে।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
22.

মনমাঝি

Created: 3 months ago | Updated: 3 weeks ago

মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
23.

সহোদর

Created: 3 months ago | Updated: 3 weeks ago

সহোদর = সমান উদর যার (বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
24.

রাজপথ

Created: 3 months ago | Updated: 3 weeks ago

রাজপথ = পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
25.

উপশহর

Created: 3 months ago | Updated: 3 weeks ago

উপশহর = শহরের সদৃশ (অব্যয়ীভাব)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
26.

গ্রামান্তর

Created: 3 months ago | Updated: 3 weeks ago

গ্রামান্তর = অন্য গ্রাম (অব্যয়ীভাব সমাস, নিত্যসমাস)

Related Sub Categories