বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত 'মুজিববর্ষ' উদযাপনের মহাপরিকল্পনা। নেয় সরকার। এ উপলক্ষে বছরজুড়ে দেশ-বিদেশে ২৯৮টি আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের এক যৌথ সভায় জাতির পিতার
জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ। তাই সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দিয়ে উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যের জাতীয় উদযাপন কমিটি। এবং জাতীয় অধ্যাপক ও নজরুল-গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্যের জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটির সদস্য সচিব এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ গঠিত 'মুজিববর্ষ' উদযাপন কমিটিতে দলীয় সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয় ।
দেশের বাইরেও সাড়ম্বরে উদযাপিত হয় জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের আনন্দ আয়োজন। ইউনেস্কোও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে। গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় ৷ ফলে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক রূপ পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও বিপুল জনসমাগমের জায়গাগুলোতে এই ক্ষণগণনা শুরু হয়। এ জন্য সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থান, বিভাগীয় শহর এবং ৫৩টি জেলা সদর ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি জায়গায় ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে।
জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। বছরজুড়ে ২৯৮টি অনুষ্ঠানমালায় আরও রয়েছে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলোর প্রচার, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রদর্শন, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন ও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্ত র্ভুক্তকরণ এবং বাংলা ও ইংরেজিতে জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ। ইউনেস্কোয় বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। ইউনেস্কোয় জন্মশতবার্ষিকীও উদযাপন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব দেশে ১০০টি করে গাছের চারা রোপণের উদ্যোগ নেয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে মোট ২৬১টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদের মধ্যে রয়েছে ইংরেজিতে ছবি, স্কেচ ও আলোকচিত্র নিয়ে ‘কফি টেবিল’, ‘শেখ মুজিব লাইফ অ্যান্ড টাইমস' ও 'বায়োগ্রাফি অব বঙ্গবন্ধু শেখ মুজিব' এবং বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে অনুবাদগ্রন্থ প্রকাশ ।
দিবসভিত্তিক আয়োজনঃ ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস, ৭ জুন ছয় দফা দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, বঙ্গবন্ধুর 'জুলি ও কুরি' পদকপ্রাপ্তি দিবস, ও নভেম্বর জেলহত্যা দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রয়েছে আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে জাঁকজমকভাবে।
২৩ জুন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ঐতিহাসিক রোজ গার্ডেনে আন্তর্জাতিক সেমিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসজুড়ে ছিলো জাতীয় উদযাপন কমিটি ও আওয়ামী লীগের নানা আয়োজন ।
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতাকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়। দিনটি স্মরণে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই বছরের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের দিন থেকে সাত দিনের কর্মসূচি ও জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়।
[বিঃদ্রঃ করোনা মহামারীর জন্য সকল অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হয়।]
অহিনকুল সম্বন্ধ
অহিনকুল সম্বন্ধ (ভীষণ শত্রুতা): জমি ভাগাভাগি নিয়ে দুভাইয়ের মধ্যে অহিনকুল সম্বন্ধ দাঁড়িয়েছে।
আটকপালে
আট কপালে (হতভাগ্য): ছেলেটা এতিম, আটকপালে।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য): তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি ।
গড্ডালিকা প্রবাহ
গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
ঠাট বজায় রাখা
ঠাট বজায় রাখা (অভাব চাপা রাখা): অভাবে পড়লেও তিনি ঠাট বজায় রেখে চলেছেন।
উপচয়
উপচয় = অপচয়
অগ্র
অগ্র = পশ্চাৎ
দীর্ঘ
দীর্ঘ = ক্ষুদ্র
বর্ধমান
বর্ধমান = ক্ষীয়মাণ
ব্যর্থ
ব্যর্থ = সার্থক
ভূত
ভূত = ভবিষ্যৎ
দুষ্ট
দুষ্ট = শিষ্ট
এক থেকে শুরু করে ক্রমাগত
এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।
জীবিত থেকে যে মৃত
জীবিত থেকে যে মৃত = জীবনস্মৃত ।
ফল পাকলে যে গাছ মরে যায়
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি
যা দমন করা কষ্টকর
যা দমন করা কষ্টকর = দুর্দমনীয় ।
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন
Traffic Jam
Traffic jam is a common affair in Dhaka City. It is now an irritating problem in Bangladesh. This problem is the result of rapid growth of population and the increasing number of vehicle. In proportion to our population roads have not increased. Moreover, Dhaka City is full of rickshaw and rickshaw pullers do not follow the traffic rules never maintain a queue while waiting to proceed untimely loading, unloading of goods of trucks, unauthorized markets by the road side, unwise parking to vehicle, public meeting, procession etc. Generally cause narrow roads in another cause of traffic jam.
Most often traffic jam occurs at office time and also at the time when the officer breaks. Sometimes traffic is so heavy that it blocks half a kilometer. It skills our valuable time and cause great suffering to the dying patient being in the ambulance. However, this problem can be solved by adopting some measures well planned spacious road should be constructed. One way movement of vehicles should be introduced. Traffic rules should be imposed strictly so that the drivers are bound to obey them. The number of traffic police should be increased.
সে সাঁতার কাটতে জানেনা
সে সাঁতার কাটতে জানেনা
= He does not know how to swim.
লোকটি গরুটিকে খাওয়াচ্ছে
লোকটি গরুটিকে খাওয়াচ্ছে
= The man feeding the cow.
তিনি ক্যান্সারে মারা গিয়েছেন
তিনি ক্যান্সারে মারা গিয়েছেন
= He died of cancer.
তার এখানে কোনো বন্ধু নাই
তার এখানে কোনো বন্ধু নাই
= He has no friend here.
তোমরা কি এখানে থাকো?
তোমরা কি এখানে থাকো?
= Do you live here?
The house is made ____ bricks.
The house is made of bricks. বাক্যের অর্থঃ বাড়িটি ইটের তৈরী ।
I congratulate him ___ his success
I congratulate him on his success. বাক্যের অর্থঃ তার সফলতার জন্য আমি তাকে অভিবাদন জানাই।
They entered ____ the room.
They entered no preposition the room. বাক্যের অর্থঃ তারা কক্ষে প্রবেশ করলেন।
The plane flew ---- our head.
The plane flew over our head. বাক্যের অর্থঃ প্লেনটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল।
I pulled him ___car.
I pulled him out of car. বাক্যের অর্থঃ আমি তাকে গাড়ি হতে বের করে দিলাম।
A man of word
A Man of word (এক কথার লোক ) : He is a man of word.
By all means
By all means (অবশ্যই): I will arrange this tour by all means.
From hand to mouth
From hand to mouth ( দিন আনে দিন খায়): We should help the person who lives from hand to mouth.
Open secret
Open secret (সর্বজনবিদিত গোপন বিষয়): Corruption in land sector is a open secret.
Out of date
Out of date (সেকেলে): The clothes you have worn is out of date.
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০ টাকা এবং ৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৯০ = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য টাকা
দেওয়া আছে,
বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষনা হয়েছিল কবে?
বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১০ এপ্রিল, ১৯৭১ সালে ।
‘কাস্টিং “ ভোট কি?
সংসদে কখনো কখনো কোনো বিষয়ে দুই পক্ষের হা বা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন। স্পীকারের এই ভোটকেই “কাস্টিং” ভোট বলা হয়ে থাকে।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকা ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। সোভিয়েত রাশিয়ার সহায়তায় ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় এবং চালু হয় সেই বছরের ২১ এপ্রিল। এই বাঁধটি ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট) লম্বা ।
বাংলাদেশ জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
বাংলাদেশে জাতীয় প্রতীকে ৪টি তারকা চিহ্ন রয়েছে। এই চারটি তারকা দিয়ে বুঝানো হয়ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি। উল্লেখ্য, জাতীয় প্রতীকে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা রয়েছে। জাতীয় প্রতীকটি মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে ২৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। আর এর ডিজাইনার হলেন কামরুল হাসান। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
ট্রয় নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত?
ট্রয় নগরী বর্তমানে তুরস্কে অবস্থিত।
উইঘুর কি?
উইঘুর হচ্ছে মুসলিম সম্প্রদায়। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জনগোষ্ঠী। এই উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের জিনজিয়াং অঞ্চলে বাস করে।
BREXIT ‘ কার্যকর হয় কত তারিখে?
‘BREXIT' কার্যকর হয় ৩১ জানুয়ারি, ২০২০ সালে। উল্লেখ্য, বেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে বেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে অবাধে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, সেখানে বসবাস বা কাজ করতে পারে। বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট হয়েছিলো যুক্তরাজ্যে সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। ইউরোপীয়
ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।
কোন দেশের মুদ্রার মান সবচেয়ে কম?
ভেনিজুয়েলার মুদ্রা বলিভারের দাম সবচেয়ে কম। আর কুয়েতের মুদ্রার মান পৃথিবীর যেকোন দেশের মুদ্রার মানের চেয়ে বেশি। বর্তমানে ১ দিনার : ৩.৩২ মার্কিন ডলার। (2020)
OPEC কোন পণ্য নিয়ে কাজ করে?
OPEC হলো একটি তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। যার পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries. OPEC এর সদরদপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের
পূর্বে সুইজারল্যান্ডের জেনেভা) অবস্থিত এবং সদস্য দেশ ১৩টি।
BRICS এর সদর দপ্তর কোথায়?
BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির ৫টি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ হলো Brazil, Russia, India, China এবং South Africa. এই সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এই সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে New Development Bank নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে ।
রোহিঙ্গা নির্যাতন নিয়ে গাম্বিয়া কোন আদালতে মামলা করে?
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে মামলা করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।
বাংলাদেশের সংবিধান অনুসারে কে অপর কোনো শহর শত্রুর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
বাংলাদেশের সংবিধান অনুসারে জাতীয় সংসদ অপর কোনো শত্রুর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারেন । মূলত যুদ্ধ ঘোষণা করেন রাষ্ট্রপতি, তবে সেটি অবশ্যই জাতীয় সংসদে উত্থাপন করে সংসদের সম্মতি নিতে হয়