বাংলাদেশ হাইওয়ে পুলিশ || সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (07-02-2020) || 2020

All

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত 'মুজিববর্ষ' উদযাপনের মহাপরিকল্পনা। নেয় সরকার। এ উপলক্ষে বছরজুড়ে দেশ-বিদেশে ২৯৮টি আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের এক যৌথ সভায় জাতির পিতার
জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ। তাই সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দিয়ে উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যের জাতীয় উদযাপন কমিটি। এবং জাতীয় অধ্যাপক ও নজরুল-গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্যের জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটির সদস্য সচিব এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ গঠিত 'মুজিববর্ষ' উদযাপন কমিটিতে দলীয় সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয় ।

দেশের বাইরেও সাড়ম্বরে উদযাপিত হয় জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের আনন্দ আয়োজন। ইউনেস্কোও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে। গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় ৷ ফলে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক রূপ পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও বিপুল জনসমাগমের জায়গাগুলোতে এই ক্ষণগণনা শুরু হয়। এ জন্য সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থান, বিভাগীয় শহর এবং ৫৩টি জেলা সদর ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি জায়গায় ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে।

জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। বছরজুড়ে ২৯৮টি অনুষ্ঠানমালায় আরও রয়েছে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলোর প্রচার, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রদর্শন, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন ও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্ত র্ভুক্তকরণ এবং বাংলা ও ইংরেজিতে জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ। ইউনেস্কোয় বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। ইউনেস্কোয় জন্মশতবার্ষিকীও উদযাপন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব দেশে ১০০টি করে গাছের চারা রোপণের উদ্যোগ নেয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে মোট ২৬১টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদের মধ্যে রয়েছে ইংরেজিতে ছবি, স্কেচ ও আলোকচিত্র নিয়ে ‘কফি টেবিল’, ‘শেখ মুজিব লাইফ অ্যান্ড টাইমস' ও 'বায়োগ্রাফি অব বঙ্গবন্ধু শেখ মুজিব' এবং বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে অনুবাদগ্রন্থ প্রকাশ ।

দিবসভিত্তিক আয়োজনঃ ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস, ৭ জুন ছয় দফা দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, বঙ্গবন্ধুর 'জুলি ও কুরি' পদকপ্রাপ্তি দিবস, ও নভেম্বর জেলহত্যা দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রয়েছে আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে জাঁকজমকভাবে।

২৩ জুন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ঐতিহাসিক রোজ গার্ডেনে আন্তর্জাতিক সেমিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসজুড়ে ছিলো জাতীয় উদযাপন কমিটি ও আওয়ামী লীগের নানা আয়োজন ।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতাকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়। দিনটি স্মরণে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই বছরের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের দিন থেকে সাত দিনের কর্মসূচি ও জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়। 

[বিঃদ্রঃ করোনা মহামারীর জন্য সকল অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হয়।]

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

অহিনকুল সম্বন্ধ

Created: 3 months ago | Updated: 3 days ago

অহিনকুল সম্বন্ধ (ভীষণ শত্রুতা): জমি ভাগাভাগি নিয়ে দুভাইয়ের মধ্যে অহিনকুল সম্বন্ধ দাঁড়িয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

আটকপালে

Created: 3 months ago | Updated: 3 days ago

আট কপালে (হতভাগ্য): ছেলেটা এতিম, আটকপালে।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

ইঁদুর কপালে

Created: 3 months ago | Updated: 3 days ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য): তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি ।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

গড্ডালিকা প্রবাহ

Created: 3 months ago | Updated: 3 days ago

গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

ঠাট বজায় রাখা

Created: 3 months ago | Updated: 3 days ago

ঠাট বজায় রাখা (অভাব চাপা রাখা): অভাবে পড়লেও তিনি ঠাট বজায় রেখে চলেছেন।

বিপরীত শব্দ লিখুন:
7.

উপচয়

Created: 3 months ago | Updated: 3 days ago

উপচয় = অপচয়

বিপরীত শব্দ লিখুন:
8.

অগ্র

Created: 3 months ago | Updated: 3 days ago

অগ্র = পশ্চাৎ

বিপরীত শব্দ লিখুন:
9.

দীর্ঘ

Created: 3 months ago | Updated: 6 days ago

দীর্ঘ = ক্ষুদ্র

বিপরীত শব্দ লিখুন:
10.

বর্ধমান

Created: 3 months ago | Updated: 3 days ago

বর্ধমান = ক্ষীয়মাণ

বিপরীত শব্দ লিখুন:
11.

ব্যর্থ

Created: 3 months ago | Updated: 3 days ago

ব্যর্থ = সার্থক

বিপরীত শব্দ লিখুন:
12.

ভূত

Created: 3 months ago | Updated: 3 days ago

ভূত = ভবিষ্যৎ

বিপরীত শব্দ লিখুন:
13.

দুষ্ট

Created: 3 months ago | Updated: 6 days ago

দুষ্ট = শিষ্ট

বাক্য সংকোচন করুন
14.

এক থেকে শুরু করে ক্রমাগত

Created: 3 months ago | Updated: 6 days ago

এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।

বাক্য সংকোচন করুন
15.

জীবিত থেকে যে মৃত

Created: 3 months ago | Updated: 3 days ago

জীবিত থেকে যে মৃত = জীবনস্মৃত ।

বাক্য সংকোচন করুন
16.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 3 months ago | Updated: 3 days ago

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি 

বাক্য সংকোচন করুন
17.

যা দমন করা কষ্টকর

Created: 3 months ago | Updated: 3 days ago

যা দমন করা কষ্টকর = দুর্দমনীয় ।

Created: 3 months ago | Updated: 3 days ago

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন 

Related Sub Categories