বাংলাদেশ হাইওয়ে পুলিশ || সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (07-02-2020) || 2020

All

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১০ এপ্রিল, ১৯৭১ সালে ।

নিচের প্রশ্নের উত্তর দিন:
2.

‘কাস্টিং “ ভোট কি?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

সংসদে কখনো কখনো কোনো বিষয়ে দুই পক্ষের হা বা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন। স্পীকারের এই ভোটকেই “কাস্টিং” ভোট বলা হয়ে থাকে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকা ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে  ১৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। সোভিয়েত রাশিয়ার সহায়তায় ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় এবং চালু হয় সেই বছরের ২১ এপ্রিল। এই বাঁধটি ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট) লম্বা ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

বাংলাদেশে জাতীয় প্রতীকে ৪টি তারকা চিহ্ন রয়েছে। এই চারটি তারকা দিয়ে বুঝানো হয়ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি। উল্লেখ্য, জাতীয় প্রতীকে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা রয়েছে। জাতীয় প্রতীকটি মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে ২৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। আর এর ডিজাইনার হলেন কামরুল হাসান। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

নিচের প্রশ্নের উত্তর দিন:
6.

ট্রয় নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ট্রয় নগরী বর্তমানে তুরস্কে অবস্থিত।

নিচের প্রশ্নের উত্তর দিন:
7.

উইঘুর কি?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

উইঘুর হচ্ছে মুসলিম সম্প্রদায়। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জনগোষ্ঠী। এই উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের জিনজিয়াং অঞ্চলে বাস করে।

নিচের প্রশ্নের উত্তর দিন:
8.

BREXIT ‘ কার্যকর হয় কত তারিখে?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

‘BREXIT' কার্যকর হয় ৩১ জানুয়ারি, ২০২০ সালে। উল্লেখ্য, বেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে বেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে অবাধে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, সেখানে বসবাস বা কাজ করতে পারে। বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট হয়েছিলো যুক্তরাজ্যে সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। ইউরোপীয়
ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।

নিচের প্রশ্নের উত্তর দিন:
9.

কোন দেশের মুদ্রার মান সবচেয়ে কম?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ভেনিজুয়েলার মুদ্রা বলিভারের দাম সবচেয়ে কম। আর কুয়েতের মুদ্রার মান পৃথিবীর যেকোন দেশের মুদ্রার মানের চেয়ে বেশি। বর্তমানে ১ দিনার : ৩.৩২ মার্কিন ডলার। (2020)

নিচের প্রশ্নের উত্তর দিন:
10.

OPEC কোন পণ্য নিয়ে কাজ করে?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

OPEC হলো একটি তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। যার পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries. OPEC এর সদরদপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের
পূর্বে সুইজারল্যান্ডের জেনেভা) অবস্থিত এবং সদস্য দেশ ১৩টি।

নিচের প্রশ্নের উত্তর দিন:
11.

BRICS এর সদর দপ্তর কোথায়?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির ৫টি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ হলো Brazil, Russia, India, China এবং South Africa. এই সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এই সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে New Development Bank নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে মামলা করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।

বাংলাদেশের সংবিধান অনুসারে জাতীয় সংসদ অপর কোনো শত্রুর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারেন । মূলত যুদ্ধ ঘোষণা করেন রাষ্ট্রপতি, তবে সেটি অবশ্যই জাতীয় সংসদে উত্থাপন করে সংসদের সম্মতি নিতে হয়

Related Sub Categories