তারিখঃ ২৫.১০.২০২০
মহাব্যবস্থাপক
সাধারণ বীমা ভবন-২
১৩৯, মতিঝিল বা/এ
ঢাকা ।
মধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ
বিষয়ঃ দুর্ঘটনা সম্পর্কিত বিবরণ ।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আমি মোঃ শহিদুল ইসলাম জানাচ্ছি যে, আমি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার মোটর বাইকটি গত ১৮.০৬.২০১৫ সালে নিবন্ধন করি। গত ২৪.১০.২০২০ তারিখ সন্ধ্যা ৭ টায় আমি অফিস থেকে বাসায় ফেরার সময় গোলড়া বাসস্ট্যান্ড, মানিকগঞ্জে পেছন থেকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান আমাকে ধাক্কা দিলে মোটর সাইকেলসহ আমি রাস্তায় পড়ে যাই। কিন্তু মাথায় হেলমেট ও হাতে হ্যান্ডগ্লাভ্স থাকায় হাতে ও মাথায় আমি ব্যথা না পেলেও পায়ে আমার মারাত্মক জখম হয়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আমি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছালে দেখি আমার মোটর সাইকেলটির পেছনের অংশ পুরোটা ভেঙ্গে গেছে। হেডলাইটটি ভেঙ্গে গেছে। সামনের গ্লাসসহ মোটর বাইকের সামনের হর্ণ বিকল হয়ে গেছে। পেছনের চাকাটি পুরোপুরি ভেঙ্গে যাওয়ায় গাড়িটি আমার পক্ষে বাড়িতে আনা সম্ভব হয়নি। এই অবস্থায় ভ্যানযোগে নিকটবর্তী মেকানিকের . কাছে নিয়ে গেলে মোটরবাইক পরীক্ষা করে আমাকে বললো গাড়ির প্রায় ৫০% ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই অবস্থায় মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন বীমা আইন ২০১০ এর ১৩নং বিধি অনুযায়ী গাড়িটি পরিদর্শনপূর্বক আমার গাড়ির ক্ষতিপূরণের ব্যবস্থা করে আমাকে বাধিত করবেন ।
নিবেদক
মোঃ শহিদুল ইসলাম
গাড়ি বীমা নং ১২১৩-০০-২০২৫
And the COVID-19 happened, and everything came to a staggering halt. Home offices were a blessing, zoom meeting in pyjamas were almost godsent. Having no domestic servants allowed many of us to re-set the food habit of the family, even to redeem some habits, like the entire household lending hands with chores. We are more aware of our health now, we are eating lean, staying clean and opting for all things green.
= আর কোভিড-১৯ যখন আক্রমণ করলো, তখন সবকিছু অনিশ্চিতভাবে থেমে গেলো । এই সময় বাড়িতে অফিস করাটা যেন একটি আশীর্বাদ, আর পায়জামা পড়ে জুম মিটিংয়ে উপস্থিত যেন একটি দৈববর বিষয়। বাড়িতে কোনো কাজের মানুষের উপস্থিতি না থাকায় আমাদের অনেকের খাদ্যাভাস নতুনত্ব পেয়েছে এমনকি কিছু অভ্যাসে এসেছে দারুন পরিবর্তন যেমন নিজের হাতে বাড়ির কাজকর্মগুলো সম্পাদন করা। এখন আমরা স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন, আমরা খাই চর্বিহীন খাবার, থাকি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পছন্দ করি সবুজ দ্রব্যাদি ।
It is frequently asserted that computer is more a hindrance than a help, while some people still contend that these modern tools are indispensable. It is my contention that in some ways computers are unhelpful. However, the advantages of computers, in my view, largely outweigh the drawbacks. There are a number of presumptions that computers are a hindrance, yet some of them are true. It should be noted that the advance of technology not only develop the positive sides but also the negative ones. For many, computer viruses are created to make difficulties to users.
As a result, the important data will be lost if the users cannot manage well. Another example is that there are lots of hackers that are eager to take advantages in this field. Consequently, if companies who have online systems, such as banks, etc., do not aware of this problem, a number of financial frauds will be occurred. Along with these disadvantages, however, computers can provide effectiveness in many ways. People can enhance their productivity in daily work because computers can quicken their work instead of using manual methods.
Moreover, many online systems, such as banks, to continue the example from the previous paragraph, are reliant on these tools. The Internet, in addition, indeed needs computers to be applied and developed. This necessarily follows that without computers the improvement in technology will level off.
To conclude, in spite of having many drawbacks, I certainly believe that computers have taken a profoundly important part, and hence these tools play a crucial role in human lives.
হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে শীত। আসছে পিঠাপুলির দিন। কিন্তু ঋতু ধরে পিঠা খাওয়ার তর যেন সইছে না শহরবাসীর । শীতের আগেই তাই দোকানিরা বসছেন পিঠার ঝাঁপি খুলে। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে অল্পস্বল্প করে বসতে শুরু করেছে পিঠার দোকান।
= Winter is coming slowly. Days of rice cakes are coming. But delay of eating cakes due to the season is intolerable. So shopkeepers had opened their lids before the winter came. Cake shops are being started in small range in the different junctions and bends of the capital.
প্রশ্নে বলা হচ্ছে, কারেন 25% ক্ষতিতে একটি বাড়ি বিক্রয় করলো। প্রথম বাড়িটি তিনি যে মূল্যে ক্রয় করেছিলেন ঠিক ঐ রকম আরেকটি বাড়ি তিনি 30% কম মূল্যে ক্রয় করলেন। লেনদেন তার মোট কত লাভ/ক্ষতি হলো?
At 25% loss
The original price of first house is
The cost price of second house
Now, loss for selling first house = 3,00,000 - 2,25,000 = 75,000 $
And profit for buying second house = 3,00,000 - 2,10,000 = 90,000 $
∴ The net gain from both transactions = 90,000 - 75,000 = 15,000 $ (answer)
প্রশ্নে বলা হচ্ছে, দুটি বর্ণ এবং দুই অঙ্কের সংখ্যাযোগে একটি Password গঠন করা হলো। কোনো ব্যক্তিকে একটি Password দেয়া হলে ঐ Password এ ব্যবহৃত সংখ্যাটিতে উভয় অঙ্কই জোড় হওয়ার সম্ভাবনা কাছাকাছি শতাংশে কত?
There are 26 letters in English Alphabet
And there are 10 (0, 1 ....... 9) digits.
∴ Probability of being two letters
And probability of being two digits
∴ Number of probabilities for making passwords (total outcome)
There are 5 even (0, 2, 4, 6, 8) digits in 10 digits.
∴ The probabilities for being even of the 3rd and 4th digits
∴ Favourable outcomes
∴ Required probability = 0.250 (answer)
প্রশ্নে বলা হচ্ছে, 800 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় এক ব্যক্তি অংশ পথ 130 মিটার/ মিনিট এবং পরবর্তী পথ 145 মিটার/ মিনিট বেগে গেলে মোট দৌড়ে তার গড় গতিবেগ কত ছিল?
Here, first part of race = 600 meter
∴ Second part of race = 800 – 600 = 200 meter
Time taken to cross first part of race
Again, Time taken to cross second part of race
∴ Average speed
= 133.333 meter per minute
= 133 meter per minute (Approximately)
How many rings are there on the Olympic flag?
অলিম্পিকের পতাকায় রিংসগুলি হলো সাদা পটভূমির উপর নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রংঙের পাঁচটি পরস্পর আলিঙ্গনাবদ্ধ চাকতি, যা অলিম্পিক রিংস নামে পরিচিত। আর অলিম্পিক গেমসের ৫টি বৃত্ত দ্বারা ৫টি মহাদেশকে বুঝানো হয় । অলিম্পিক গেমসের চিহ্নটি ১৯১২ সালে দে কোবার্টিন তৈরী করেন ঐক্যের প্রতীক হিসাবে ।
Who was the first man in space?
ইউরি আলেক্সেইভিচ গাগারিন একজন সোভিয়েত বৈমানিক এবং নভোচারী। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন। তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
Which leader died in St Helena?
নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ১৮২১ সালে এই দ্বীপেই নেপোলিয়ন ৫১ বছর বয়সে মৃতুবরণ করেন।
Qantas is the national airline of which country?
বিশ্বের সেরা এয়ার লাইনসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা কোয়ান্টাস বা কাত্তাস এয়ার ওয়েজ । বিশ্বের তৃতীয় প্রাচীন এয়ারওয়েজ কোয়ান্টাস ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
Whose autobiography as “The long walk to freedom?”
লং ওয়াক টু ফ্রিডম (Long walk to Freedom) দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই যা ১৯৪৪ সালে প্রথম প্রকাশিত হয় ।
Who wrote Gulliver’s Travels?
Me : S (Gulliver's Travels) হলো অ্যাংলো-আইরিশ লেখক ও ধর্মযাজক জোনাথন সুইফট রচিত ভ্রমণবিষয়ক একটি ইংরেজি উপন্যাস।
What was the name of the first credit card?
The name of the first credit card is Diners club.
On which national flag is there an eagle and a snake?
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। এর পতাকায় ঈগল এবং সাপের ছবি রয়েছে।
Sushi is the food of which country?
Sushi হচ্ছে এক প্রকার জাপানী খাবার যা ভিনেগার দেওয়া ভাত, সামুদ্রিক মাছ, সবজি এবং নানারকমের ফল দিয়ে তৈরি করা হয়। এটি জাপানে ব্যাপকভাবে জনপ্রিয়।
Which countries are fighting for Nagorno _ Karabakh region?
নাগার্নো-কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। এটি নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে।
Elon Musk the CEO of which global brand?
ইলোন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান বিনিয়োগকারী প্রকৌশলী এবং আবিষ্কারক। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের CEO.
What is the full name of BASIC Bank Limited?
BASIC ব্যাংক বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অর্থায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। ১৯৮৯ সালে ব্যাংকটি যাত্রা শুরু করে।
What is the present name of GATT?
General Agreement on Tariffs and Trade (GATT) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে। GATT এর প্রবর্তিত রূপ হলো World Trade Organization যা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
Who is the first VC (Vice Chancellor) of Dhaka University?
Md. Akhtaruzzaman ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ।
Who was Roman god of thunder?
রোমানদের দেবতার নাম 'জুপিটার'।