ইংরেজিতে অনুবাদ করুন:

হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে শীত। আসছে পিঠাপুলির দিন। কিন্তু রে পিঠা খাওয়ার তর যেন সইছে না শহরবাসীর । শীতের আগেই তাই দোকানিরা বসছেন পিঠার ঝাঁপি খুলে। রাজধানীর বিভিন্ন পাড়া- মহল্লার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে অল্পস্বল্প করে বসতে শুরু করেছে পিঠার দোকান।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Related Questions