উড়ো কথা
উড়ো কথা = গুজব
টক্কর দেয়া
টক্কর দেয়া = প্রতিযোগিতা করা
তুবড়ি ছোটা
তুবড়ি ছোটা = বেশি কথা বলা
বুদ্ধির ঢেঁকি
বুদ্ধির ঢেঁকি = নিরেট মূর্খ
ভিটেয় ঘুঘু চড়ানো
ভিটেয় ঘুঘু চড়ানো = সর্বস্বান্ত / সর্বনাশ করা
আনন্দ নেই যার
আনন্দ নেই যার = নিরানন্দ
উর্বর নয় যা
উর্বর নয় যা = অনুর্বর
একের পরিবর্তে আরেক
একের পরিবর্তে আরেক = বিকল্প
জানা যায়নি যা
জানা যায়নি যা = অজ্ঞেয়
প্রাক্কালে ছিল যা
প্রাক্কালে ছিল যা = প্রাক্তন
আমাদের ছাদে পানি পড়ে
আমাদের ছাদে পানি পড়ে = অপাদানে ৭মী
কালির দাগ সহজে ওঠে না
কালির দাগ সহজে ওঠে না - করণে ৬ষ্ঠী
চাঁদ বুঝি তা জানে
চাঁদ বুঝি তা জানে - কর্তায় শূন্য
আমার মনে জ্বলবে
আমার মনে জ্বলবে - অধিকরণে ৭মী
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে - কর্তায় শূন্য
পিত্ৰালয়
পিত্ৰালয় = পিতৃ + আলয়
প্রতীক্ষা
প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা
নাবিক
নাবিক = নৌ + ইক
যশোলাভ
যশোলাভ = যশঃ + লাভ
বনস্পতি
বনস্পতি = বন্+ পতি
He will be here___ a month.
He will be here after a month.
He accused me ___ theft.
he accused me of theft.
We are sorry ___ death.
We are sorry for death.
She bursts ___ tears.
She bursts into tears.
We should guard ___ danger.
We should guard against danger.
We shall discuss about the matter.
We shall discuss about the matter.
= We shall discuss the matter
He lives in the boarding.
He lives in the boarding.
= He lives in the boarding house.
He reposed to the bed.
He reposed to the bed.
= He reposed.
He dabbled on politics.
He dabbled on politics.
= He dabbled in politics.
He saw a dream last night.
He saw a dream last night.
= He dreamt last night.
সদরঘাট ঢাকার দক্ষিণে।
সদরঘাট ঢাকার দক্ষিণে।
= Sadarghat is to the south of Dhaka
কোন কিছুর দিকে বোঝাতে preposition to বসে।
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
= Ill got, ill spent.
নাচতে না জানলে উঠান বাঁকা।
নাচতে না জানলে উঠান বাঁকা।
= A bad workman quarrels with his tools
সে শুধু বোকা নয়, বাচাল ও বটে।
সে শুধু বোকা নয়, বাচালও বটে।
= He is not only foolish but also talkative
তাহার পিতা মৃত্যুশয্যায়।
তাহার পিতা মৃত্যুশয্যায়।
= His father is about to die.
Will you open the door?
Will you open the door ?
= Will the door be opened by you?
I knew the man.
I knew the man.
= The man was known to me.
Do the sum.
Do the sum.
= Let he sum be done.
Your proposal shocked me.
Your proposal shocked me.
= I was shocked at your proposal.
What is the time by your watch?
What is the time by your watch?
= what your watch is being timed ?
দেওয়া আছে, ডেকের ভাড়া = ৩০ টাকা।
অতএব কেবিনের ভাড়া ৩০*২ = ৬০ টাকা
আবার ধরি, কেবিনের যাত্রী সংখ্যা = ক জন
অতএব ডেকের যাতী সংখ্যা (৪৭-ক) জন
প্রশ্নমতে, (ক*৬০) + (৪৭-ক) ৩০ = ১৬৮০
বা, ৬০ক + ১৪১০ - ৩০ক = ১৬৮০
বা, ৩০ক = ১৬৮০-১৪১০
বা, ৩০ক = ২৭০
বা, ক = ৯
অতএব কেবিনের যাত্রী সংখ্যা ৯ জন। (উঃ)
সাকিব রান : মুশফিকের রান = ৩ : ২ = ৯ : ৬ [৩ দ্বারা গুণ করে ]
মুশফিকের রান : মাশরাফির রান = ৩ : ২ = ৬ : ৪ [২ দ্বারা গুণ করে ]
সাকিবের রান : মুশফিকের রান : মাশরাফির রান = ৯ : ৬ : ৪
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৯+৬+৪ = ১৯
সাকিব করে রান= ৮১ রান।
মুশফির করে রান= ৫৪ রান।
মাশরাফি করে রান= ৩৬ রান।
সাকিব, মুশফিক ও মাশরাফির রান যথাক্রমে ৮১, ৫৪, ও ৩৬।
বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার। এই সুড়ঙ্গটি নির্মিত হলে এটিই হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।
আইএইএ-এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এর দুইটি আঞ্চলিক দপ্তর রয়েছে, এর একটি কানাডার টরন্টোতে এবং অন্যটি জাপানের টোকিওতে। এছাড়া নিউ ইয়র্ক এবং জেনেভাতে দুইটী মৈত্রী অফিস রয়েছে। আইএইএ তিনটি ল্যাবরেটরিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করে; এগুলো ভিয়েনা, সাইবার্সডোর্ফ এবং মোনাকোতে অবস্থিত।
হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৮৯৪ফুট বা ১.৮ কিমি।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।
দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতায় এসেছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে ঢাকার আগারগাঁও অবস্থিত । পূর্বে এটি ঢাকার সেগুনবাগিচায় ছিল ।
পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। এটি আফ্রিকার ১১ টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
কৃষ্ণসাগরের উত্তর উপকূল ঘেঁষে অবস্থিত একটি প্রাচীন মুসলিম জনপদ ক্রিমিয়া। এক সময় যা ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। ক্রিমিয়া বিশ্বপরিমণ্ডলে পরিচিত ও আলোচিত ছোট্ট একটি প্রজাতন্ত্র। সোভিয়েত আমলে এটি রাশিয়ারই অংশ ছিল।
BBC
British Broadcasting Corporation (BBC)
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে বিবিসি
এটি যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। বিবিসি ১৯২২ সালে প্রতিষ্ঠা করা হয়।
SPARSO
Space Research and Remote Sensing Organization (SPARRSO)
এটি সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র।