উড়ো কথা
উড়ো কথা = গুজব
টক্কর দেয়া
টক্কর দেয়া = প্রতিযোগিতা করা
তুবড়ি ছোটা
তুবড়ি ছোটা = বেশি কথা বলা
বুদ্ধির ঢেঁকি
বুদ্ধির ঢেঁকি = নিরেট মূর্খ
ভিটেয় ঘুঘু চড়ানো
ভিটেয় ঘুঘু চড়ানো = সর্বস্বান্ত / সর্বনাশ করা
আনন্দ নেই যার
আনন্দ নেই যার = নিরানন্দ
উর্বর নয় যা
উর্বর নয় যা = অনুর্বর
একের পরিবর্তে আরেক
একের পরিবর্তে আরেক = বিকল্প
জানা যায়নি যা
জানা যায়নি যা = অজ্ঞেয়
প্রাক্কালে ছিল যা
প্রাক্কালে ছিল যা = প্রাক্তন
আমাদের ছাদে পানি পড়ে
আমাদের ছাদে পানি পড়ে = অপাদানে ৭মী
কালির দাগ সহজে ওঠে না
কালির দাগ সহজে ওঠে না - করণে ৬ষ্ঠী
চাঁদ বুঝি তা জানে
চাঁদ বুঝি তা জানে - কর্তায় শূন্য
আমার মনে জ্বলবে
আমার মনে জ্বলবে - অধিকরণে ৭মী
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে - কর্তায় শূন্য
পিত্ৰালয়
পিত্ৰালয় = পিতৃ + আলয়
প্রতীক্ষা
প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা
নাবিক
নাবিক = নৌ + ইক
যশোলাভ
যশোলাভ = যশঃ + লাভ
বনস্পতি
বনস্পতি = বন্+ পতি