How many rings are there on the Olympic flag?
অলিম্পিকের পতাকায় রিংসগুলি হলো সাদা পটভূমির উপর নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রংঙের পাঁচটি পরস্পর আলিঙ্গনাবদ্ধ চাকতি, যা অলিম্পিক রিংস নামে পরিচিত। আর অলিম্পিক গেমসের ৫টি বৃত্ত দ্বারা ৫টি মহাদেশকে বুঝানো হয় । অলিম্পিক গেমসের চিহ্নটি ১৯১২ সালে দে কোবার্টিন তৈরী করেন ঐক্যের প্রতীক হিসাবে ।
Who was the first man in space?
ইউরি আলেক্সেইভিচ গাগারিন একজন সোভিয়েত বৈমানিক এবং নভোচারী। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন। তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
Which leader died in St Helena?
নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ১৮২১ সালে এই দ্বীপেই নেপোলিয়ন ৫১ বছর বয়সে মৃতুবরণ করেন।
Qantas is the national airline of which country?
বিশ্বের সেরা এয়ার লাইনসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা কোয়ান্টাস বা কাত্তাস এয়ার ওয়েজ । বিশ্বের তৃতীয় প্রাচীন এয়ারওয়েজ কোয়ান্টাস ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
Whose autobiography as “The long walk to freedom?”
লং ওয়াক টু ফ্রিডম (Long walk to Freedom) দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই যা ১৯৪৪ সালে প্রথম প্রকাশিত হয় ।
Who wrote Gulliver’s Travels?
Me : S (Gulliver's Travels) হলো অ্যাংলো-আইরিশ লেখক ও ধর্মযাজক জোনাথন সুইফট রচিত ভ্রমণবিষয়ক একটি ইংরেজি উপন্যাস।
What was the name of the first credit card?
The name of the first credit card is Diners club.
On which national flag is there an eagle and a snake?
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। এর পতাকায় ঈগল এবং সাপের ছবি রয়েছে।
Sushi is the food of which country?
Sushi হচ্ছে এক প্রকার জাপানী খাবার যা ভিনেগার দেওয়া ভাত, সামুদ্রিক মাছ, সবজি এবং নানারকমের ফল দিয়ে তৈরি করা হয়। এটি জাপানে ব্যাপকভাবে জনপ্রিয়।
Which countries are fighting for Nagorno _ Karabakh region?
নাগার্নো-কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। এটি নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে।
Elon Musk the CEO of which global brand?
ইলোন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান বিনিয়োগকারী প্রকৌশলী এবং আবিষ্কারক। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের CEO.
What is the full name of BASIC Bank Limited?
BASIC ব্যাংক বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অর্থায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। ১৯৮৯ সালে ব্যাংকটি যাত্রা শুরু করে।
What is the present name of GATT?
General Agreement on Tariffs and Trade (GATT) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে। GATT এর প্রবর্তিত রূপ হলো World Trade Organization যা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
Who is the first VC (Vice Chancellor) of Dhaka University?
Md. Akhtaruzzaman ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ।
Who was Roman god of thunder?
রোমানদের দেবতার নাম 'জুপিটার'।