নদ্যম্বু
নদ্যম্বু = নদী + অম্বু ।
ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা।
কেশ
কেশ = চুল, অলক।
স্বর্ণ
স্বর্ণ = সোনা, কনক।
তস্কর
তস্কর = সাধু।
লয়
লয় = সৃষ্টি।
ঘণ্টাগরুড়
ঘণ্টাগরুড় (অকর্মণ্য লোক): আমিনুরের মত ঘণ্টাগরুড় লোক আমি কখনো দেখিনি ।
জবড়জং
জবড়জং (এলোমেলো): করোনা ভাইরাস আমাদের দেশের অর্থনীতিকে জবড়জং করে দিয়েছে।
বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাস ।
‘আমার’ হলো কর্তায় শূন্য বিভক্তি। উল্লেখ্য, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক । ক্রিয়ার সঙ্গে ‘কে’ বা ‘কারা’ যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক ।
ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন (১) ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর (২) ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ- প্রত্যয়। অর্থাৎ শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। যেমনঃ চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয় = চলন (বিশেষ্য পদ) । চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।
প্রকৃতি’ কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে (√) চিহ্নটি ব্যবহার করা হয়। এ প্রকৃতি চিহ্নটি ব্যবহার করলে ‘প্রকৃতি' শব্দটি লেখার প্রয়োজন হয় না। যেমনঃ √পড় + উয়া = পড়ুয়া। √নাচ্ + উনে নাচুনে৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ২টি বই ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং ‘কারাগারের রোজনামচা'। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে।
আকন্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয় = আকণ্ঠ ভোজন ভাল নয়
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা = অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
যে সুপথ থেকে কুপথে যায়।
যে সুপথ থেকে কুপথে যায় = উন্মার্গগামী ।
ন্যায় শাস্ত্র জানেন যিনি।
ন্যায় শাস্ত্র জানেন যিনি = নৈয়ায়িক ।
সয়ফুলমূলক বদিউজ্জামাল
সয়ফুলমূলক বদিউজ্জামাল (১৬৬৯) = আলাওল । এটি তাঁর রচিত একটি গ্রন্থ।
চিলেকোঠার সেপাই
চিলেকোঠার সেপাই (১৯৮৭) = আখতারুজ্জামান ইলিয়াস। ১৯৬৯ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ।
I "lost" my pen
I lost my pen. (verb) বাক্যের অর্থঃ আমি আমার কলম হারিয়েছি।
This is a "sharp" weapon
This is a sharp weapon. (adjective) বাক্যের অর্থঃ এটি একটি ধারালো অস্ত্র ।
He can run "fast"
He can run fast, (adverb) বাক্যের অর্থঃ সে দ্রুত দৌড়াতে পারে।
"Which" is your book?
Which is your book? (pronoun) বাক্যের অর্থঃ কোনটি তোমার বই?
Write to me at the "above" address .
Write to me at the above address. (adjective) বাক্যের অর্থঃ উপরের ঠিকানায় আমাকে লিখুন।
He goes home____ foot.
He goes home on foot. বাক্যের অর্থঃ সে হেঁটে বাড়ি যায় ।
He argued ____me.
He argued with me. বাক্যের অর্থঃ সে আমার সাথে তর্ক করেছিল।
He entrusted _____you.
He entrusted to you. বাক্যের অর্থঃ সে তোমাকে বিশ্বাস করেছিল।
____Nile is the longest river ____Africa.
The Nile is the longest river of Africa. বাক্যের অর্থঃ নীল নদ আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় নদী।
He is working for five hours
He is working for five hours.
= He has been working for five hours. বাক্যের অর্থঃ সে পাঁচ ঘণ্টা যাবৎ কাজ করছে।
Why you do it.
Why you do it.
= Why do you do it? বাক্যের অর্থঃ কেন তুমি এটা করো?
You, he and I am guilty.
You, he and I am guilty.
= You, he and I are guilty. বাক্যের অর্থঃ তুমি, সে এবং আমি অপরাধী।
He is junior than me .
He is junior than me.
= He is junior to me. বাক্যের অর্থঃ সে আমার চেয়ে ছোট।
Ill news news run fast
Ill news run fast.
= Ill news runs fast. বাক্যের অর্থঃ বাজে খবর দ্রুত ছড়ায়।
সে আমার প্রতি রাগান্বিত
সে আমার প্রতি রাগান্বিত।
= He is angry with me.
তিনি ষাট বছর বেঁচেছিলেন
তিনি ষাট বছর বেঁচেছিলেন।
= He lived for sixty years.
কাজটি শেষ করা হোক
কাজটি শেষ করা হোক।
= Let the work be done.
এখন দশটা বাজতে পনের মিনিট বাকি
এখন দশটা বাজতে পনের মিনিট বাকি।
= It is fifteen to ten.
তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত
তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত।
= He is used to doing hard work.
শর্তমতে, x2 + y2 = 13 এবং xy = 6
∴
∴
∴
১০০ টাকায় ৩ বছরের সুদ টাকা
সুদাসল = (১০০ + ২৪) টাকা বা ১২৪ টাকা
সুদাসল ১২৪ টাকা হলে আসল ১০০ টাকা ৷
∴ সুদাসল ১৮৬০ টাকা হলে আসল = ১৫০০ টাকা ।
∴ সুদ = ১৮৬০ - ১৫০০ = ৩৬০ টাকা
২য় ক্ষেত্রে সুদ = ২০৪০ - ১৫০০ = ৫৪০ টাকা
৩৬০ টাকা সুদ হয় ৩ বছরে
∴ ৫৪০ টাকা সুদ হয় বছরে।
দেওয়া আছে,
প্রশ্নমতে,
∴
পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, ২০১৯ সালে পদ্ম সেতুর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা (প্রাথমিক ভাবে যা ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লক্ষ টাকা)। পর সেতু নির্মাণের এ বিপুল পরিমাণ অর্থ দেশীয় অর্থায়নে যোগান দেওয়া হয়েছে। পদ্মা সেতু যোগ করেছে মাওয়া (মুন্সিগঞ্জ এবং জাজিরা (শরিয়তপুর)। সেতুটির মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি। আর প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম ২০১৭ সালে এবং সর্বশেষ (৪১তম) স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে ।
২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৮.১৫% (সর্বোচ্চ)।
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান নাছিমা বেগম । (2020)
বাংলাদেশের ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন।
শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী হলেন পাকিস্তানের বংশদ্ভূত নাগরিক মালালা ইউসুফজাঈ। তিনি মাত্র ১৭ বছর বয়সে এই পুরস্কার অর্জন করেন ২০১৪ সালে। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের সাদাত রহমান (১৭ বছর বয়সী) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন ।
বীর প্রতীক উপাধি লাভ করেন ৪২৪ জন। উল্লেখ্য, হাইকোর্ট বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত চার খুনির রাষ্ট্রীয় খেতা স্থগিত করার ফলে মূল তালিকা থেকে একজন বীরউত্তর (শরিফুল হক ডালিম), একজন বীরবিক্রম (নুর চৌধুরী) এবং দুইজন বীরপ্রতীক (রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন) বাদ যাবে। তাই বর্তমানে খেতাবপ্রাপ্তদের সংখ্যাঃ বীরউত্তর ৬৭ জন বীরবিক্রম ১৭৪ জন এবং বীর প্রতীক ৪২৪ জন।
মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা ৯ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
৯ নম্বর সেক্টর
দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এ সেক্টর গঠিত। ভারতের বসিরহাটের নিকটবর্তী টাকিতে ছিলো ৯ নম্বর সেক্টরের হেড কোয়ার্টার।
প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি কার্যরত ছিলেন। পরবর্তী ধাপে সেক্টর কমান্ডার হন মেজর জয়নুল আবেদীন ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি।
২৩ সেপ্টেম্বর, ২০১৯ সালে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)।
এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন ২ জন। এনারা হলেনঃ
নাম | দেশ | সময়কাল |
উথান্ট | মিয়ানমার | ৩০.১১.১৯৬১ থেকে ৩১.১২.১৯৭১ |
বান কি মুন | দক্ষিণ কোরিয়া | ০১.০১.২০০৭ থেকে ৩১.১২.২০১৬ |
NIPORT
NIPORT এর পূর্ণরূপ হলো National Institute of Population Research and Training.
BIMSTEC
CIRDAP এর পূর্ণরূপ হলো Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
CIRDAP
BIMSTEC এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
HIV
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus.
DPT
DPT এর পূর্ণরূপ Diphtheria, Pertussis and Tetanus.
মানবদেহে হৃৎপিন্ড চারটি মূল প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত থাকে। এই চারটি হলোঃ ডান অলিন্দ এবং ডান নিলয় আর বাম অলিন্দ এবং বাম নিলয় ।