কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভে-আসলে ১,৮৬০ টাকা হয়। কত বছরে তা লাভে-আসলে ২,০৪০ টাকা হবে ?
3x2+x-10 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
একটি তাল গাছের ১৮ মাটির নীচে, অর্ধেক পানিতে, বাকিটুকু উপরে আছে। পানির উপরে ৩ মিটার থাকলে, তার গাছটির দৈর্ঘ্য কত?
'বর্গ' এর চিত্রসহ সংজ্ঞা দেন।
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং এছ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সে. মি. পুরু হলে চার দেয়ালের আয়তন কত?
১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?