সন্ধি বিচ্ছেদ করুন:
1.

নদ্যম্বু

Created: 8 months ago | Updated: 7 hours ago

নদ্যম্বু = নদী + অম্বু ।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

ক্ষুৎপিপাসা

Created: 8 months ago | Updated: 3 days ago

ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা।

সমার্থক শব্দ লিখুন (২টি করে):
3.

কেশ

Created: 8 months ago | Updated: 1 day ago

কেশ = চুল, অলক।

সমার্থক শব্দ লিখুন (২টি করে):
4.

স্বর্ণ

Created: 8 months ago | Updated: 1 day ago

স্বর্ণ = সোনা, কনক।

বিপরীত শব্দ লিখুন :
5.

তস্কর

Created: 8 months ago | Updated: 1 day ago

তস্কর = সাধু।

বিপরীত শব্দ লিখুন :
6.

লয়

Created: 8 months ago | Updated: 1 day ago

লয় = সৃষ্টি।

অর্থসহ বাক্য রচনা করুন :
7.

ঘণ্টাগরুড় 

Created: 8 months ago | Updated: 9 hours ago

ঘণ্টাগরুড় (অকর্মণ্য লোক): আমিনুরের মত ঘণ্টাগরুড় লোক আমি কখনো দেখিনি ।

অর্থসহ বাক্য রচনা করুন :
8.

জবড়জং 

Created: 8 months ago | Updated: 2 days ago

জবড়জং (এলোমেলো): করোনা ভাইরাস আমাদের দেশের অর্থনীতিকে জবড়জং করে দিয়েছে।

বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাস ।

‘আমার’ হলো কর্তায় শূন্য বিভক্তি। উল্লেখ্য, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক । ক্রিয়ার সঙ্গে ‘কে’ বা ‘কারা’ যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক ।

ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন (১) ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর (২) ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ- প্রত্যয়। অর্থাৎ শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। যেমনঃ চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয় = চলন (বিশেষ্য পদ) । চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

প্রকৃতি’ কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে (√) চিহ্নটি ব্যবহার করা হয়। এ প্রকৃতি চিহ্নটি ব্যবহার করলে ‘প্রকৃতি' শব্দটি লেখার প্রয়োজন হয় না। যেমনঃ √পড় + উয়া = পড়ুয়া। √নাচ্ + উনে নাচুনে৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ২টি বই ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং ‘কারাগারের রোজনামচা'। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে।

Created: 8 months ago | Updated: 10 hours ago

আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয় = আকণ্ঠ ভোজন ভাল নয় 

Created: 8 months ago | Updated: 9 hours ago

অধ্যাপনাই ছাত্রদের তপস্যা = অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যে সুপথ থেকে কুপথে যায়।

Created: 8 months ago | Updated: 16 hours ago

যে সুপথ থেকে কুপথে যায় = উন্মার্গগামী ।

এক কথায় প্রকাশ করুনঃ
16.

ন্যায় শাস্ত্র জানেন যিনি।

Created: 8 months ago | Updated: 6 hours ago

ন্যায় শাস্ত্র জানেন যিনি = নৈয়ায়িক ।

রচনাগুলোর লেখকের নাম লিখুন
17.

সয়ফুলমূলক বদিউজ্জামাল

Created: 8 months ago | Updated: 9 hours ago

সয়ফুলমূলক বদিউজ্জামাল (১৬৬৯) = আলাওল । এটি তাঁর রচিত একটি গ্রন্থ।

রচনাগুলোর লেখকের নাম লিখুন
18.

চিলেকোঠার সেপাই

Created: 8 months ago | Updated: 3 weeks ago

চিলেকোঠার সেপাই (১৯৮৭) = আখতারুজ্জামান ইলিয়াস। ১৯৬৯ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ।

Related Sub Categories