দুটি সংখ্যার বর্গের সমষ্টি ১৩ এবং গুণফল ৬ হলে সংখ্যা দুটির বর্গের অন্তরফল কত?
'বর্গ' এর চিত্রসহ সংজ্ঞা দেন।
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং এছ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সে. মি. পুরু হলে চার দেয়ালের আয়তন কত?
১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
রাসেল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ০২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার শতকরা ০৪ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানদারকে কত টাকা দিবে?