রাসেল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ০২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার শতকরা ০৪ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানদারকে কত টাকা দিবে?
দুটি সংখ্যার বর্গের সমষ্টি ১৩ এবং গুণফল ৬ হলে সংখ্যা দুটির বর্গের অন্তরফল কত?
কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভে-আসলে ১,৮৬০ টাকা হয়। কত বছরে তা লাভে-আসলে ২,০৪০ টাকা হবে ?
x=3+2 হলে x2 + 1x2 =?
একজন দোকানদার ৭১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবংবিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো তাহলে ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?