ফল পাকলে যে গাছ মরে যায়।
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।
যে ব্যক্তির দুই হাত সমান চলে।
যে ব্যক্তির দুই হাত সমান চলে = সব্যসাচী।
যার জন্য উপায় নেই।
যার জন্য উপায় নেই = অনন্যোপায়।
যে বিষয়ে কোনো বির্তক নেই।
যে বিষয়ে কোনো বির্তক নেই = অবিসংবাদী।
দুই বার জন্মে যে।
দুই বার জন্মে যে = দ্বিজ।
অর্ধচন্দ্র
অর্ধচন্দ্ৰ (গলাধাক্কা দেয়া) = চোরটার মায়াকান্না না শুনে তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর।
আটকপালে
আটকপালে (হতভাগ্য) = ছেলেটা এতিম, আটকপালে।
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব) = তোমাকে তামার বিষে পেয়েছে।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা (ভূমিকা) = গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলে ফেল।
বক ধার্মিক
বক ধার্মিক (ভন্ড) = সুনিলের মত বক ধার্মিক লোক দ্বিতীয়টি নেই।
প্রত্যুষ
প্রত্যুষ = প্রতি + ঊষ।
গোষ্পদ
গোস্পদ = গো + পদ।
পুনরায়
পুনরায় = পুনঃ + আয়।
শঙ্কা
শঙ্কা = শম্ + কা।
দ্যুলোক
দ্যুলোক = দিব + লোক।
বুদ্ধীমতি
বুদ্ধীমতি = বুদ্ধিমতি।
মুলত
মুলত = মূলত।
নিশব্দ
নিশব্দ = নিঃশব্দ
ডীগ্রী
ভীঘী = ডিগ্রি।
প্রণিত
প্রণিত = প্রণীত।
অল্প বিদ্যা ভয়ংকারী।
অল্প বিদ্যা ভয়ংকরী।
= A little learning is dangerous thing.
আমার গরম লাগছে।
আমার গরম লাগছে।
= I feel hot.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
= It has been raining since morning.
আমাদের গ্রামে দুইটি স্কুলে আছে।
আমাদের গ্রামে দুইটি স্কুল আছে।
= There are two schools in our village.
ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।
ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।
= The patient had died before the doctor came.
Burning question
Burning question (গুরুত্বপূর্ণ বিষয়) = Price hike is the burning question in our country now.
Get rid of
Get rid of (নিষ্কৃতি বা অব্যাহতি) = Mukta wanted to get rid of his relatives.
At sixes and sevens
At sixes and sevens ( বিশৃঙ্খল; এলোমেলো ) = Slow coach Beauty's reading room is at sixes and sevens.
Bad blood
Bad blood (শত্রুতা) = There is bad blood between two sisters.
By turns
By turns (পালাক্রমে) = Hanjala was by turns amused and mildly annoyed by her.
He called___a doctor.
He called in a doctor.
বাক্যের অর্থঃ তিনি একজন ডাক্তার ডাকলেন।
She live___the USA.
She lives in the USA.
বাক্যের অর্থঃ তিনি যুক্তরাষ্ট্রে বাস করেন।
He is___one eyed man.
He is an one eyed man.
বাক্যের অর্থঃ সে একচোখা ।
She is very good___Mathematics.
She is very good at Mathematics.
বাক্যের অর্থঃ তিনি অংকে দক্ষ।
We should not divine_____the right path.
We should not deviate from the right path.
বাক্যের অর্থঃ সঠিক পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া উচিৎ নয়।
Man is mortal. (Negative)
Man is mortal. (Negative)
= Man is not immortal.
বাক্যের অর্থঃ মানুষ মরণশীল।
Shut the door. (passive)
Shut the door. (Passive)
= Let the door be shut.
বাক্যের অর্থঃ দরজাটি বন্ধ করা হোক।
I called him. ( Passive)
I called him. (Passive)
= He was called by me.
বাক্যের অর্থঃ তাকে আমি ডেকেছিলাম।
This sight is very beautiful. ( Exclamatory)
This sight is very beautiful. (Exclamatory)
= How beautiful this sight is!
বাক্যের অর্থঃ সুন্দর এই দৃশ্য।
He is the best boy. ( Comparative)
He is the best boy. (Comparative)
= He is better than any other boy.
বাক্যের অর্থঃ সে যেকোনো বালকের চেয়ে ভালো।
২ কেজি সন্দেশের দাম = ২৫০২=৫০০ টাকা
এখন, ১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ৪ টাকা
৫০০ টাকায় ভ্যাট দিতে হয় = টাকা
সে দোকানদারকে দিবে= ৫০০+২০=৫২০ টাকা
মনে করি, একটি সংখ্যা ক এবং অপর সংখ্যাটি খ
প্রশ্নমতে,
অপর সংখ্যাটি = ৬০-খ=১০০
=খ=১০০-৬০=৪০
একটি সংখ্যা ৬০ এবং অপরটি ৪০।
বাংলাদেশের মাহমান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন।
ILO এর পূর্ণরূপ লিখুন?
ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
উত্তরা গণভবন কেন জেলায় অবস্থিত?
নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে উত্তরা গণভবন অবস্থিত। ১৯৬৭ সালে ২৪ জুলাই ইহাকে 'গভর্ণর হাউস' হিসাবে ঘোষণা করা হয়।
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো × ভূমি × উচ্চতা ।
0.33 X 0.02 = ?
0.33 X 0.02 = 0.00৬৬
১০০° এর সম্পূরক কোণের মান কত?
১০০° এর সম্পূরক কোণের মান ৮০°।
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ ।