পূর্ণরূপ লিখুন:
1.

BTRC

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

BTRC এর পূর্ণরূপ হলো: Bangladesh Telecommunication Regulatory Commision,

পূর্ণরূপ লিখুন:
2.

MICR

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

MICR এর পূর্ণরূপ হলোঃ Magnetic Ink Character Recognition.

পূর্ণরূপ লিখুন:
3.

SMTP

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

SMTP এর পূর্ণরূপ হলোঃ Simple Mail Transfer Protocol.

পূর্ণরূপ লিখুন:
4.

VIRUS

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

Virus এর পূর্ণরূপ হলোঃ Vital Information Resources Under Seize.

পূর্ণরূপ লিখুন:
5.

WIMAX

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

WiMax এর পূর্ণরূপ হলোঃ Worldwide Interoperability for Microwave Access.

My document কম্পিউটারের C ড্রাইভে থাকে। ডিফল্ট সেটিং অনুসারে এই ফোল্ডারে ডকুমেন্ট এবং অন্যান্য ফাইলসমূহ সংরক্ষিত হয়।

"CC" এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক ই-মেইল কপি মেইল ঠিকানাগুলো পরপর কমা দিয়ে টাইপ করতে হয়। 'CC' দিয়ে Carbon Copy বুঝায় । পাঠাতে চায়। এখানে ই- Blind Carbon Copy বা BCC এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না কাকে কাকে এর কপি পাঠানো হয়েছে। CC এবং BCC এর কাজ প্রায় একই রকম তবে CC তে যাদের উল্লেখ থাকে ই-মেইলের প্রাপক ডকুমেন্টের শেষে তাদেরকে প্রত্যেকের ঠিকানা ছাপানো অবস্থায় দেখতে পায়। অর্থাৎ প্রাপক ই-মেইলটি পেয়ে বুঝতে পারে কাকে কাকে এর কপি প্রেরণ করা হয়েছে। কিন্তু BCC তে টাইপ করা ঠিকানাসমূহ ডকুমেন্টের সাথে যাবে না। ফলে প্রাপক জানতে পারবে না কাদেরকে ই-মেইলের কপি পাঠানো হয়েছে।

কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো CPU বা Central Processing Unit. অবশ্য CPU বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে । এখন CPU বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বুঝানো হয়। CPU কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিস্ক বলা হয়। CPU কে তিনটি ভাগে ভাগ করা যায়ঃ গাণিতিক যুক্ত ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি ।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

কম্পিউটার ভাইরাসঃ কম্পিউটার প্রোগ্রাম ভাইরাস প্রস্তুতকারী কর্তৃক তৈরি এক প্রকার প্রোগ্রাম যেগুলো কম্পিউটার সিস্টেমে জমা করে রাখা সফটওয়্যার এবং উপাত্তকে ধ্বংস করে দেয়। ইন্টারনেটে ডাউনলোডিং ই-মেইল-এর এটাচমেন্ট, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার, ভাইরাস আক্রান্ত নেটওয়ার্ক সার্ভার ইত্যাদি উৎস থেকে পিসিতে ভাইরাস আসতে পারে।

জনপ্রিয় সাইটঃ ই-কমার্সের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে Bikroy.com, Cell Bazaar.com, Akhoni.com. Rokomari.com, Priyoshop.com, Sindabad.com, Clickld.com, BoiMela.com, Ajkerdeal.com. Charkri.com, JobsA1.com, Amikinee.com, Bagdoom.com ইত্যাদি ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Plotter হলো আউটপুট ডিভাইস। উল্লেখ্য, Plotter এক ধরনে প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন এর সাহায্যে। প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোন ধরনের পেন ব্যবহার করা যায়। স্থপতি, প্রকৌশলী এবং অন্য যে কোন ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটারে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয়। প্লটার দুই রকম। যথাঃ ফ্লাট বেড প্লটার এবং ড্রাম প্লটার।

কম্পিউটার নেটওয়ার্ক OSI বা Open System Interconnection মডেমের স্তর রয়েছে ৭টি। এগুলো হলোঃ Application, Presentation, Session, Transport, Network, Datalink, Physical. (সহজে মনের রাখার কৌশলঃ PDNT SPA).

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

IPV6 এড্রেস ১২৮ বিটের। উল্লেখ্য, Internet Protocol দুই ধরনের। IPV 4 and IPV 6. IPV 4 হলো 32 bit and IPV-6 হলো 128 bits. IPV-4 এ শুধুমাত্র ডেসিমেল নাম্বার ব্যবহার হয়। IPV6 এ হেক্সাডেসিমেল নার ব্যবহৃত হয়। এটা ৮/৪ ভাগে থাকে। প্রত্যেক ভাগে 16 bit করে থাকে।

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়।

ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে শুরু হলেও এর প্রকৃত যাত্রা আরম্ভ হয় ১৯৬৯ সাল থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সে বছর Advance Research Projects Agency Network (ARPAnet) চালু করে। এটি কম্পিউটার নেটওয়ার্ক জগতে মানুষের প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে।

Created: 4 weeks ago | Updated: 10 hours ago

Trojan Horsef Virus. G, Virus Vital Information Resources Under Seize (VIRUS) : সয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমন ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে কম্পিউটারকে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য কাছে বাধ্য করে। এ ছাড়া আরও কিছু Virus এর নাম হলোঃ Aids, Bye Bye, Bad Boy, Cirdrella, CIH, I Love you ইত্যাদি ।

IBM প্রতিষ্ঠান কর্তৃক IS/2 অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়েছে।

আধুনিক কম্পিউটারের জনকঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference engine) আবিষ্কার করেন। ১৮৩৩ সালে তিনি 'এ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণ চালিয়ে যান। ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাঁর পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট (Arithmetic unit), স্মৃতি (Memory), নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট/আউটপুট অন্তর্ভুক্ত করে। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।

ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য ৬৫৫৩৬ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

Created: 4 weeks ago | Updated: 11 hours ago

কম্পিউটারের আইকিউ শূন্য (0)।

কম্পিউটারে হিসাব কার্যক্রম করার জন্য Microsoft Excel সফটওয়ারটি ব্যবহৃত হয়।

স্প্রেডসিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে। উল্লেখ্য, একটি স্প্রেডসিট উলম্ব এবং অনুভূমিকভাবে অনেকগুলো রেখার সাহায্যে ভাগ করা থাকে। উলম্ব রেখার সাহায্যে যে ভাগ করা হয়, তাকে বলা হয় কলাম এবং অনুভূমিক রেখার সাহায্যে যে ভাগগুলো করা হয়, তাকে বলা হয় সারি। স্প্রেডসিট প্রোগ্রামে রো এবং কলামের সাহায্যে গঠিত সিটরে বলা হয় ওয়ার্কসিট।

বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন বা প্রতীক দিয়ে সব রকমের সংখ্যা গঠন করা যায়। দুটি প্রতীক ব্যবহৃত হয় বলে একে ২-ভিত্তিক সংখ্যা বা বাইনারি পদ্ধতি বলা হয়। কম্পিউটার কাজ করে তার নিজস্ব পদ্ধতিতে। এই পদ্ধতিকে বলা হয় কম্পিউটারের মেশিনের ভাষা বা মেশিন ল্যাংগুয়েজ। এই মেশিন ল্যাংগুয়েজ গঠিত হয় বিদ্যুৎ প্রবাহের দুটি মাত্র সংকেজে দ্বারা। বিদ্যুৎ আছে (১) অথবা বিদ্যুৎ নেই (০)। শুধু এই দুটি অবস্থাই কম্পিউটার বুঝতে পারে। অর্থাৎ অন এবং অফ ধারণ থেকেই ২-ভিত্তিক বা বাইনারি সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে। ৩২ বিট, ৬৪ বিট সকল কম্পিউটারে সাধারণত বাইনারি ডিজিট সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। বাংলা ফন্ট এর উদ্ভাবক কে?- মোস্তফা জব্বার।

Related Sub Categories