যা সরোবরে জন্মে
যা সরোবরে জন্মে = সরোজ।
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা।
ধারা ধরে যে চলে
ধারা ধরে যা চলে = ধারাবাহিক।
পরিণাম চিন্তা করে যে কাজ করে
পরিণাম চিন্তা করে যে কাজ করে = পরিণামদর্শী ।
কথায় যা প্রকাশ করা যায় না
কথায় যা প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।
তার সাহস আছে।
তার সাহস আছে = বিশেষ্য পদ।
সে দশম শ্রেণিতে পড়ে।
সে দশম শ্রেণিতে পড়ে = বিশেষণ ।
আমার সামনে দাঁড়াও।
আমার সামনে দাঁড়াও = ক্রিয়া-বিশেষণ।
ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।
বাম বাম করে বৃষ্টি পড়ছে = অব্যয়।
কেউ-না-কেউ তো এ কাজ করেছেই।
কেউ-না-কেউ তো এ কাজ করেছেই = অনিশ্চয়বাচক যৌগিক সর্বনাম।
সকলকে মরতে হবে।
সকলকে মরতে হবে = কর্তৃকারকে ২য়া বিভক্তি।
টাকায় টাকা হয়।
টাকায় টাকা হয় = অপাদানে ৭মী।
আমায় সহ্য কর।
আমায় সহ্য কর = কর্মে ৭মী।
চেষ্টায় সব হয়।
চেষ্টায় সব হয় = করণে সপ্তমী বিভক্তি।
নৌকা ঘাটে পৌঁছালো।
নৌকা ঘাটে পৌঁছালো = অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
নবরত্ন
নবরত্ন = নব রত্নের সমাহার (দ্বিগু)।
শোকসভা
শোকসভা = শোক প্রকাশের সভা (মধ্যপদলোপী কর্মধারয় সমান)।
অমিল
অমিল = ন মিল (নঞ তৎপুরুষ সমাস)।
নিরামিষ
নিরামিষ = আমিষের অভাব (অব্যয়ীভাব সমাস)।
পলান্ন
পলান্ন = পল (মাংস) মিশ্রিত অন্ন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।